বন্দে-ভারত এক্সপ্রেস নিয়ে দেশবাসীর উত্তেজনা তুঙ্গে। কিন্তু এর মধ্যেই এক্সপ্রেসের কামরার ভিতর নোংরার স্তূপ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অনেকেই। তবে অভিযোগ পেয়েই তড়িঘড়ি নয়া ব্যবস্থা নিয়েছে রেলমন্ত্রক। কী সেই ব্যবস্থা? আসুন শুনে নিই।
এদিক ওদিক পড়ে আছে খাবারের প্যাকেট, জলের বোতল। এমনকী ডাঁই হয়ে পড়ে আছে প্লাস্টিকের প্যাকেটও। ঝাঁটা হাতে তা পরিষ্কার করছেন একজন কর্মী। ছবিটা কোনও আস্তাকুঁড়ের নয়। বন্দে-ভারত এক্সপ্রেসের একটি কামরার। সম্প্রতি এই ছবি ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। আইএএস অফিসার অবনীশ শারণ এ ছবি পোস্ট করেন নেটদুনিয়ায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই হচ্ছি আমরা’। অর্থাৎ বন্দে-ভারতের মতো একটা সুসজ্জিত এক্সপ্রেসের কামরাকেও যে মানুষ নোংরা করে রেখেছে, সেদিকেই দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি।
আরও শুনুন: ২৮ বছরের বিধবা পুত্রবধূকে বিয়ে ৭০ বছরের বৃদ্ধ শ্বশুরের, জানাজানি হতেই ছড়াল চাঞ্চল্য
এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায়। তা দেখে অনেকেই নিজেদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। সাধারণ যাত্রীরা ভাল পরিকাঠামো, উন্নত ব্যবস্থার প্রত্যাশা করেন। অথচ তাঁদের নিজেদেরও যে কিছু দায়িত্ব আছে, তা ভুলে যান। এই মর্মেই সমালোচনা শুরু করেন অনেকে। ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে রেলকে। সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে-ভারত এক্সপ্রেসের একটি কামরায় এত নোংরা জমা হয়েছিল যে তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েছিল রেল দপ্তর। কর্মীরা নিয়মিত পরিষ্কার করলেও, যাত্রীরা তাঁদের ন্যূনতম দায়িত্ব পালন করছেন না বলেই ইঙ্গিত ছিল রেলের। সাধারণ যাত্রীদের প্রতি তাই আবেদন জানিয়ে রেল বলেছিল, নিজেকে এবং নিজের চারপাশকে পরিচ্ছন্ন রাখা সকলেরই কর্তব্য। ট্রেন যে মানুষেরই সম্পত্তি, এবং তা পরিষ্কার রাখা উচিত, এই বোধ সকলেরই থাকা উচিত। যদিও সেই আবেদনের পরেও আরও একবার রেলের কামরা নোংরা হওয়ার ছবি ছড়িয়ে পড়ে।
Cleaning system changed for #VandeBharat trains.
आपका सहयोग अपेक्षित है। https://t.co/oaLVzIbZCS pic.twitter.com/mRz5s9sslU— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 28, 2023
তবে এর পরেই এ নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে রেল মন্ত্রক। ট্রেনের কামরা পরিষ্কার করার পদ্ধতি বদলের নির্দেশ দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অনেকটা বিমানে যেভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, এক্ষেত্রেও তাই-ই করা হবে। অর্থাৎ বন্দে-ভারতের যাত্রীদের কাছে নির্দিষ্ট পাত্র নিয়ে যাবেন কর্মীরা। সেখানেই যাবতীয় জিনিস ফেলতে পারবেন যাত্রীরা। তাহলে এর এক্সপ্রেসের কামরায় নোংরা জমে থাকবে না, এমনটাই আশা রেলের। সকল যাত্রীদের কাছে এ ব্যাপারে সহযোগিতাও চাওয়া হয়েছে রেল-মন্ত্রকের তরফে। তবে যত ব্যবস্থাই নেওয়া হোক না কেন, যাত্রীদের দায়িত্ববোধই যে রেলকে পরিচ্ছন্ন রাখতে পারে, তা বলাই যায়।
Cleaning system changed for #VandeBharat trains.
आपका सहयोग अपेक्षित है। https://t.co/oaLVzIbZCS pic.twitter.com/mRz5s9sslU— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 28, 2023