মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়- তিন রাজ্যের ফলাফল জানাচ্ছে, ভোট-রাজনীতিতে বিজেপির অশ্বমেধের ঘোড়া প্রায় অপ্রতিরোধ্য। কোনক্রমে তেলেঙ্গানায় মুখরক্ষা হয়েছে কংগ্রেসের। আর এই দুরন্ত ফলের পরেই বিজেপি নেতাদের মুখে ফিরে এসেছে একটাই কথা- ‘মোদির গ্যারান্টি’। কী এই গ্যারান্টি বা নিশ্চয়তা? আসুন শুনে নেওয়া যাক।
ভোট-রাজনীতির কাঁটা নড়েচড়ে প্রত্যাশা আর প্রাপ্তির উপর ভর করে। রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেয়। তা কি পূরণ হবে? প্রশ্ন থাকে জনতার মনে। যে নেতাকে দেখে এই প্রতিশ্রুতি পূরণের ভরসা জাগে, তাঁর দিকেই ঝুঁকে পড়ে জনতার রায়। চার রাজ্যের ভোটকে কেন্দ্র করে আবার জমে উঠেছিল রাজনীতির খেলা। বলা হচ্ছিল, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এটিই চূড়ান্ত মহড়া। এখনও পর্যন্ত যা ফলাফল, তাতে স্পষ্ট যে, এই খেলায় বাজিমাত বিজেপিরই। তিন রাজ্যের মানুষ স্পষ্টই বিজেপির রক্ষে রায় দিয়েছেন। আর সে কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই। একবাক্যে এ-কথা স্বীকার করছেন তাবড় নেতারা।
আরও শুনুন: সেলফি তুলতে হবে প্রধানমন্ত্রীর ছবির সামনেই, শিক্ষাপ্রতিষ্ঠানে সেলফি জোন গড়ার নির্দেশ UGC-র
জয়ের এই সাফল্যের বাতাবরণে তাঁদের মুখে ফিরে এসেছে একটাই কথা- মোদির গ্যারান্টি। কথাটি বলেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদিই। সম্প্রতি নির্বাচনী প্রচারের সময় এই কথাটাকেই তিনি ছড়িয়ে দিয়েছিলেন জনতার মধ্যে। অর্থাৎ ভরসার মুখ তিনি-ই। প্রতিশ্রুতি আর তা পূরণের মধ্যে যে দূরত্ব, তা দূর করার নিশ্চয়তা দিচ্ছেন তিনি। আরও স্পষ্ট কথায়, সেই নিশ্চয়তার প্রতীক তিনি-ই। দেখা গেল, তা স্রেফ কথার কথা হয়ে থাকেনি। বরং বিশ্বাস হয়েই চারিয়ে গিয়েছে মানুষের মনে। ফলে গেরুয়া ঝড়ের সাফল্য যে নরেন্দ্র মোদিরই, সে ব্যাপারে একমত বিজেপির তাবড় নেতারা। এবং তাঁরা কৃতিত্ব দিচ্ছেন এই ‘মোদির গ্যারান্টি’কেই। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাই বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া গ্যারান্টিতে যে মানুষের দ্বিধাহীন বিশ্বাস আছে, এই ফলাফল তাই-ই প্রমাণ করছে। একই সুর প্রহ্লাদ যোশির কথাতেও। রাজস্থানের গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে। জয় নিশ্চিত করেই তিনি কৃতিত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতি মানুষের অটুট বিশ্বাসকে। বলছেন, প্রধানমন্ত্রী যা বলবেন, যে গ্যারান্টি দেবেন, তা যে সফল ভাবে বাস্তবায়িত হবে, সেই গ্যারান্টি আছে। আর তাই মানুষ ভরসা রেখেছেন তাঁর উপরেই। একই সুর ছত্তিশগড়ের বিজেপি নেতাদেরও। ওদিকে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান জানিয়ে দিয়েছেন, সে-রাজ্যের মানুষের হৃদয়ে আছেন মোদিজি। তাঁর প্রচারই সে রাজ্যের জয় নিশ্চিত করেছে। নীতিন গড়করি, কিরেন রিজিজু-সহ প্রথম সারির প্রায় সব নেতার কথাতেই ফিরে ফিরে এসেছে এই ‘মোদির গ্যারান্টি’। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি যে পূরণ হবে, সে ব্যাপারে মানুষ কী করে নিশ্চিত হবেন? সেখানেই ম্যাজিকের মতো কাজ করেছে ‘মোদির গ্যারান্টি’। অর্থাৎ স্বয়ং প্রধানমন্ত্রী যখন নিশ্চয়তা দিচ্ছেন, তখন অন্যথা হওয়ার উপায় নেই। ভোটের ফলাফল জানাল, মানুষের সেই বিশ্বাসই বিজেপিকে বড় জয়ের দিকে এগিয়ে দিয়েছে।
प्रधानमंत्री जी की गारंटी पर देश का विश्वास!#ModiKiGuarantee@narendramodi pic.twitter.com/XkEUM0yBfj
— Nitin Gadkari (@nitin_gadkari) December 3, 2023
এই গ্যারান্টিকে সফল ভাবে নির্বাচনী ময়দানে এনেছিলেন মোদি স্বয়ং। তাঁর কথায়, কী এই মোদির গ্যারান্টি? যেখানে অন্য সব আশা শেষ হয়ে যায়, সেখানেই শুরু হয় ‘মোদির গ্যারান্টি’। আর তাই তা জনপ্রিয় বলে দাবি করেছিলেন তিনি। কার্যত এ শুধু তাঁর দাবি নয়, বরং ঘোর বাস্তবই। ‘মোদি ম্যাজিক’-এ এর আগেও ভরসা রেখেছেন মানুষ। এবার অবশ্য শুধু ম্যাজিকে বিশ্বাস করার কথাই বলেননি তিনি। বলেছেন, তিনি নিশ্চয়তা দিচ্ছেন। সেটির উপরই ভরসা রেখেছেন মানুষ। এ-কথা ঠিক যে, নির্বাচনে জয় অনেক কিছুর উপরি নির্ভর করে। সাংগঠনিক শক্তি, বিরুদ্ধতার হাওয়াকে সফল ভাবে উড়িয়ে দেওয়া ভোট স্ট্র্যাটেজির অঙ্গ। বিজেপির দক্ষ নেতারা নিশ্চিত সে কাজ করেছেন। তবে শেষ কথা বলে, একজন নেতার উপর মানুষের উপর ভরসা। সেই নিরিখে সত্যিই ম্যাজিক দেখিয়েছে ‘মোদির গ্যারান্টি’। সার্বিক ভাবে নেতৃত্ব দেওয়া এবং মানুষের ভরসার মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে এখনও নির্বিকল্প, তিন রাজ্যের ভোটের ফল যেন তা জানিয়ে দিয়েছে দ্বর্থ্যহীন ভাবেই।
देश में एक ही गारंटी चलती है, #ModiKiGuarantee pic.twitter.com/t8unl1kekA
— Piyush Goyal (@PiyushGoyal) December 3, 2023