নড়ছে না প্লেন। রানওয়ে জুড়ে দিব্যি গ্যাঁট হয়ে দাঁড়িয়ে রয়েছে সে। অবশেষে তাকে ঠেলে ঠেলে সরানোর চেষ্টা শুরু করলেন একদল মানুষ। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে একটি বিমানবন্দরে। আসুন শুনে নেওয়া যাক।
রাস্তায় গাড়ি থেমে গেল হঠাৎ করে। হয়তো তেল ফুরিয়ে গিয়েছে, কিংবা ফ্ল্যাট টায়ার। সে যাই হোক, মোট কথা, গাড়ি আপনাকে জবাব দিয়ে বসল মাঝরাস্তায়। তখন সে গাড়িকে ঠেলেঠুলে কোনও গ্যারাজে নিয়ে যাওয়া ছাড়া আর উপায় কী! হ্যাঁ, এমনটা কখনও না কখনও ঘটেই থাকে। কিন্তু ভাবুন তো, গাড়ির জায়গায় যদি আস্ত একটা প্লেন কল্পনা করা হয়, তবে ব্যাপারটা কেমন হবে! না না গল্প নয়, একেবারে অক্ষরে অক্ষরে সত্যি ঘটনা। ঠিক এমন ঘটনাই ঘটেছে নেপালে। এয়ারপোর্টের একটি ভিডিও থেকে দেখা যাচ্ছে, রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি প্লেনকে প্রাণপণে ঠেলার চেষ্টা করছেন সিকিউরিটি অফিসার এবং যাত্রীরা। এই ভিডিওর সত্যতা স্বীকার করেছে নেপালের সংবাদমাধ্যমও।
আরও শুনুন: বিমান থেকে মানুষের মল এসে পড়ল মাথায়, নিজের বাগানেই নাস্তানাবুদ হলেন এক ব্যক্তি
এমন অভিনব ঘটনাটি ঘটেছে নেপালের কোলটির বাজুরা এয়ারপোর্টে। টায়ার ফেটে যাওয়ার কারণে তারা এয়ারের একটি প্লেন রানওয়ে থেকে সরতে পারছিল না। প্লেনটির পিছনের একটি চাকায় ফ্ল্যাট টায়ার হয়েছিল বলে এয়ারপোর্ট সূত্রে খবর। যখন টায়ার বার্স্ট করে, সেই মুহূর্তে প্লেনটি এয়ারপোর্টে নামছিল। ভাগ্যক্রমে এই ঘটনার পরেও পাইলট নিরাপদে বিমানটি মাটিতে নামাতে সক্ষম হন। যাত্রীদেরও কারণ কোনও ক্ষতি হয়নি। কিন্তু তারপর রানওয়েতেই অনড় অবস্থায় দাঁড়িয়ে পড়ে প্লেনটি। এদিকে প্লেনটিকে যান্ত্রিকভাবে সরিয়ে নিয়ে যাওয়ার কোনও উপায়ও ওই এয়ারপোর্টে ছিল না। রানওয়ে এভাবে আটকে থাকার ফলে অন্যান্য প্লেন ছাড়তে দেরি হচ্ছিল। আরেকটি প্লেন এয়ারপোর্টে এসে পৌঁছলেও নিচে নামতে না পেরে ক্রমাগত আকাশে চক্কর কাটতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন যাত্রীরাই। এয়ারপোর্টের নিরাপত্তাকর্মীদের সঙ্গে প্লেনটি সরাতে হাত লাগান তাঁরা। ভিডিওটিতে দেখা গিয়েছে, অন্তত ২০ জন মিলে প্লেনটিকে রানওয়ে থেকে সরানোর চেষ্টা করছেন। সকলের মিলিত প্রচেষ্টায় অবশেষে রানওয়ে ফাঁকা করা সম্ভব হয়। সংস্থার তরফ থেকে দেওয়া বিবৃতিতে তাঁদের ধন্যবাদ জানিয়েছে তারা এয়ারের মালিক ইয়েতি এয়ারলাইন্সও।