যাবতীয় বাধা বিতর্ক পেরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছে পাকিস্তানে। সেই নিয়ে উত্তেজন্য ফুটছেন প্রতিবেশী দেশের মানুষজন। তবে পাকিস্তানে খেলার খবর সংগ্রহ করতে যাওয়া নিয়ে রীতিমতো আশঙ্কায় ভুগছেন ভারতীয় সাংবাদিকরা। যদি কোনও বিপদ হয়! এই আবহে সে দেশের ফ্যানরাই আশ্বস্ত করলেন। আসুন শুনে নেওয়া যাক।
২৯ বছর পর পাকিস্তানে শুরু হল আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে রাজকীয় ব্যবস্থা করেছে প্রতিবেশী দেশ। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন খেলোয়াড়রা। জোরকদমে চলছে প্রস্তুতি। তবে এই আবহে রীতিমতো দুশ্চিন্তায় ভুগছেন ভারতের কিছু সাংবাদিক। তাঁদের ভয়, পাকিস্তানে খবর সংগ্রহ করতে গিয়ে যদি বিপদ হয়?
বহু আগেই ঠিক হয়েছিল, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে পাকিস্তানে। কিন্তু সে দেশের মাটিতে ভারত আদৌ খেলতে যাবে কি না, তা নিয়ে প্রশ্ন ছিলই। নানা টালবাহানার পর শেষমেশ রোহিত ব্রিগেডের পাকভূমে যাওয়া ঠিক হয়। এই নিয়ে একবার নয়, একাধিকবার দুই দেশের বিরোধ নজরে এসেছে। এমনকি বিষয়টা নিয়ে মার্কিন মুলুকের সেলেটেও আলোচনা হয়েছে। অবশেষে জটিলতা কাটিয়ে শুরু হল চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এতকিছুর পরও পাকিস্তানে যাওয়া কতটা নিরাপদ হবে এই ভাবনায় অতিষ্ট ভারতের সাংবাদিকরা। এর আগেও পাকভূমে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নানা বিপদের মুখে পড়েছেন ভারতীয়রা। অনেকক্ষেত্রেই গুপ্তচর সন্দেহে তাঁদের আটক করা হয়েছে। এছাড়া দুই দেশের যা কূটনৈতিক সম্পর্কে তাতেও পাকিস্তান সম্পর্কে কতটা কী লেখা যাবে তা নিয়ে ভাবনা রয়েছে সাংবাদিকদের। জানা গিয়েছে, খেলার সময় সে দেশে যাওয়ার অনুমতি পেয়েছেন ৭ জন সাংবাদিক। এর বাইরেও ভারতীয় দলের সঙ্গে অনেকে যাচ্ছেন পাকভূমে। এঁরা সকলেই অভিজ্ঞতার ভারে পোক্ত। তা সত্ত্বেও বিপদের আশঙ্কা এড়াতে পারছেন না। এই আবহে সাংবাদিকদের আশ্বস্ত করতে এগিয়ে এলেন খোদ পাকিস্তানের ফ্যানরাই।
সোশাল মিডিয়ায় ওই সাংবাদিকদের ভীতগ্রস্থ পোস্ট দেখে পাকিস্তানের ফ্যানেরা লিখেছেন, ‘নির্ভয়ে আসুন’। তাঁদের আশ্বাস, এখানে কোনও সমস্যার মধ্যে পড়তে হবে না কাউকে। এমনকি এই সফর তাঁরা আজীবন মনে রাখবেন, এমন দাবি করেছেন ফ্যানমহলের কেউ কেউ। আসলে, সবকিছুর উর্ধ্বে খেলা এই কথাটাই যেন আবার প্রমাণিত হল। শুধু খেলোয়াড় নয়, ফ্যানরাও যে একইভাবে খেলার প্রতি সম্মান দেখাতে জানেন, সে কথাও প্রমাণিত হল এই ঘটনার মাধ্যমে।