মোদি সরকারের বাজেট ঘোষণা, এদিকে নকল করতে হচ্ছে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার থেকেই! বাজেট নিয়ে এই মর্মেই বিজেপিকে তোপ দাগলেন পি চিদাম্বরম। কিন্তু কেন এহেন অভিযোগ তাঁর? শুনে নেওয়া যাক।
তৃতীয়বারের মোদি জমানায় যে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সেই বাজেট আসলে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারেরই নকল। বাজেট বক্তৃতার পরেই কটাক্ষ হাত শিবিরের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরমের। তাঁর অভিযোগ, চব্বিশের ভোটের আগে নির্বাচনী ইস্তেহারে দেশবাসীকে যেসব প্রতিশ্রুতি শুনিয়েছিল কংগ্রেস, সেখান থেকেই একাধিক প্রকল্প তুলে আনা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। যদিও তাতে আপত্তি জানাননি প্রাক্তন অর্থমন্ত্রী। চিদাম্বরমের বক্তব্য, মাননীয় অর্থমন্ত্রীকে কংগ্রেসের ম্যানিফেস্টো পড়তে দেখে খুশিই হয়েছেন তিনি। বরং আরও কয়েকটি প্রকল্পের নকল করতে দেখলে তিনি আরও বেশি খুশি হতেন, ব্যঙ্গের সুরেই বলছেন কংগ্রেস নেতা।
:আরও শুনুন:
মোদির মন্ত্রিসভায় তিন-এ তিন নির্মলার, মহিলা মন্ত্রী হিসাবে গড়লেন নতুন রেকর্ড
কোন কোন প্রকল্পে কংগ্রেসের বক্তব্যের ছাপ দেখছেন চিদাম্বরম? তাঁর মতে, ম্যানিফেস্টোর ৩০ পৃষ্ঠায় যে ইএলআই তথা ‘এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ’-এর কথা বলেছিল কংগ্রেস, সেই ভাবনা গ্রহণ করেছেন অর্থমন্ত্রী। গ্রহণ করেছেন অ্যাপ্রেন্টিস স্কিম এবং সেই অ্যাপ্রেন্টিসদের ভাতা দেওয়ার ভাবনা, যা বলা হয়েছিল ইস্তেহারের ১১ সংখ্যক পৃষ্ঠায়। বস্তুত এদিন বাজেটে নির্মলা ঘোষণা করেছেন, আগামী পাঁচ বছরে এক কোটি তরুণ-তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে দেশের অন্তত ৫০০ শীর্ষস্থানীয় সংস্থায়। ইন্টার্নশিপ চলাকালীন পাঁচ হাজার টাকা করে ইন্টার্নশিপ ভাতা এবং এককালীন ভাতা পাবেন তরুণ-তরুণীরা। এর আগে সরকারি উদ্যোগে এই ধরনের ইন্টার্নশিপের ব্যবস্থা ছিল না দেশে। ফলে দেশের বেকারত্ব দূর করতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে। সেই প্রকল্পের অনুপ্রেরণা হিসেবেই কংগ্রেসের ইস্তেহারকে তুলে ধরলেন চিদাম্বরম। তিনি আরও বলেছেন, অ্যাঞ্জেল ট্যাক্স তুলে দেওয়ার কথা দীর্ঘদিন ধরেই বলে এসেছে কংগ্রেস। ইস্তেহারের ৩১ পৃষ্ঠাতেও তার উল্লেখ ছিল। আর এবারের বাজেটে সেই পদক্ষেপই করেছে কেন্দ্র সরকার।
:আরও শুনুন:
রাতারাতি জনপ্রিয় মহিলা ‘মুখ্যমন্ত্রী’! ভক্ত-সমর্থক রোজই বাড়ছে লাফিয়ে
চব্বিশের লোকসভা ভোটের মুখে বিজেপিকে টেক্কা দিয়ে আগেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিল কংগ্রেস। ‘ন্যায়পত্র’ শীর্ষক সেই ইস্তেহারে মোদি গ্যারান্টিকে নাকচ করে স্বাধীনতার গ্যারান্টি দিয়েছিল হাত শিবির। সেই সময়ে এই ইস্তেহারে ‘মুসলিম লিগের ছাপ’ রয়েছে বলে রীতিমতো তোপ দেগেছিলেন নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতারা। কিন্তু কংগ্রেসের সেই ইস্তেহারেরই অনেকখানি ছাপ দেখা গেল এনডিএ সরকারের এবারের বাজেটে, এই মর্মেই বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছেন না বর্ষীয়ান কংগ্রেস নেতা।