প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফর বরাবরই চর্চার বিষয়। ব্যতিক্রম নয় তাঁর সাম্প্রতিক মার্কিন সফরও। একদিকে গণতন্ত্র নিয়ে মোদি সরকারকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে তাঁরই পূর্বসূরি বারাক ওবামার গলায় শোনা গিয়েছে সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগের সুর। সেই ইস্যুতে মন্তব্য করেই চর্চায় উঠে এসেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ঠিক কী বলেছেন তিনি? আসুন শুনে নিই।
মার্কিন সফর শেষ করে ইতিমধ্যেই মিশরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তাঁর মার্কিন সফরকে কেন্দ্র করে এখনও চর্চা চলছেই। সম্প্রতি এ প্রসঙ্গে উঠে এসেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নাম। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিঁধে টুইট করতে গিয়েই বিতর্কে জড়িয়েছেন তিনি।
আরও শুনুন: ২০১৪ থেকে এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি মোদি! আসল সত্যিটা কী?
ঠিক কী বলেছেন অসমের মুখ্যমন্ত্রী?
ঘটনার সূত্রপাত প্রধানমন্ত্রী মোদির সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে। মার্কিন মুলুকে মোদিকে সরাসরি দেশে সংখ্যালঘুদের অবস্থান, তাদের প্রতি বৈষম্য, এসব নিয়ে প্রশ্ন করা হয়। গণতন্ত্রকে সামনে রেখে সে প্রশ্নের যথাযোগ্য উত্তর দেন মোদিও। এমনকি মার্কিন প্রেসিডেন্টও তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করেননি। বরং এ বিষয়ে মোদিকে দরাজ সার্টিফিকেটই দিয়েছেন তিনি। কিন্তু একেবারে অন্য সুর শোনা গিয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গলায়। সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্টভাবে, ভারতের সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে মোদির সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন। একইসঙ্গে সংখ্যালঘু বিষয়ে মোদি সরকারকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন। এমনকি ভারতের জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতেই সংখ্যালঘুদের অধিকার বজায় রাখার কথাও উল্লেখ করেন তিনি। প্রাক্তন প্রেসিডেন্টের এই মন্তব্যের পরই জনৈক নেটিজেন ব্যঙ্গের সুরে একটি টুইট করেন। সেখানে তাঁর বক্তব্য ছিল, ওবামার এমন মন্তব্যের জন্য তাঁকেও কি অসম পুলিশ গ্রেফতার করবে? এর পালটা জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও একটি টুইট করেন। তাঁর কথা, ‘ভারতেও অনেক হুসেন ওবামা রয়েছে। অসম পুলিশ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করবে।’
আরও শুনুন: ভারতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে মোক্ষম প্রশ্ন মোদিকে, কে এই সাবরিনা সিদ্দিকি?
এই টুইট ঘিরেই বিতর্কে জড়িয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। অনেকেই তাঁর এহেন মন্তব্যের কটাক্ষ করেছেন। তালিকায় রয়েছে কংগ্রেসও। দলের মুখপাত্র সুপ্রিয়া দেবীর মতে, ‘একসময় যাঁকে বন্ধু হিসেবে সম্বোধন করতেন মোদি, সেই বারাক ওবামা এখন হুসেন হয়ে গেলেন?’ সেইসঙ্গে মার্কিন সংবাদ সম্মেলনে মোদির মন্তব্য নিয়েও খোঁচা দিতে ছাড়েননি তিনি। নেটদুনিয়ায় আরও অনেকেই কংগ্রেস নেত্রীর এই মন্তব্যকে সমর্থন জানিয়ে টুইট করেছেন। সেখানেও একযোগে হিমন্ত বিশ্বশর্মা এবং মোদিকেই কটাক্ষ করা হয়েছে। সব মিলিয়ে মোদির মার্কিন সফরের পরেও তাঁকে কেন্দ্র করে জোরদার টুইটযুদ্ধ শুরু হয়েছে নেটদুনিয়ায়। আক্রমণ, পালটা আক্রমণে রীতিমতো শোরগোল বিভিন্ন রাজনৈতিক মহলেও।
‘My friend Barack’ is now Hussain Obama!
Actually Himanta has answered what PM Modi was asked at White House.
His insinuation – about President Obama being a muslim and Indian Muslims need to be taught a lesson – was the question’s premise.
What is the PM, MEA and Govt of… https://t.co/a5HISKtsWY
— Supriya Shrinate (@SupriyaShrinate) June 23, 2023