সঙ্গে আর কেউ থাক না থাক, হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, কাজের কথা, অকাজের কথা, ভিডিও কল করা, এমনকি টাকা পাঠানো, সব কাজের কাজি সে। আর সেই কারণেই তাকে ছাড়া আমাদের এক পা-ও চলে না। কিন্তু জানেন কি, এই ম্যান ফ্রাইডের দৌলতে যে কোনও দিন শ্রীঘর দর্শনও ঘটে যেতে পারে আপনার? কীভাবে? আসুন, এই বেলা শুনে নিন সে কথা।
বকাবকি নয়, ধমক নয়, এমনকি মারধরও নয়। সোজা জেল। হ্যাঁ, এমনই শাস্তি বরাদ্দ হতে পারে আপনার জন্য। তাও কেন জানেন? সৌজন্যে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে কথায় কথায় ইমোজি ব্যবহার করেন নিশ্চয়ই? তবে আর রক্ষা নেই। এই সোশ্যাল মিডিয়াটির ইমোজির দৌলতেই নাকি সোজা শ্রীঘরে পৌঁছে যেতে পারেন আপনি।
আরও শুনুন: রাশিয়া-ইউক্রেন সংঘাতের আঁচ পড়তে পারে ভারতীয়দের রান্নাঘরেও, কীভাবে জানেন?
না মশাই, বানানো কথা নয়, এক্কেবারে নির্জলা সত্যি। এমনই শাস্তির নিদান হেঁকেছে সৌদি আরব। সে দেশের সাইবার ক্রাইম এক্সপার্টরা ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছেন দেশের মানুষদের। এমনিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা, এমনকি ইমোজির ব্যবহার নিয়েও কোনোরকম নিষেধাজ্ঞা নেই। তবে একটি বিশেষ ইমোজি ব্যবহার করার ক্ষেত্রেই হুঁশিয়ারি দিয়েছেন তারা। সেই ইমোজিটি আর কিছুই নয়, আমাদের একান্ত চেনা লাল হার্ট। তা হৃদয়ের পথ তো বরাবরই কাঁটা বিছানো। আজকে লাল হৃদয়ের চিহ্ন দিয়ে যদি বিপদের মুখে পড়তে হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু কেন বিপদ, তার কারণটা তো স্পষ্ট হওয়া দরকার। আসলে সোশ্যাল মিডিয়াতে যেভাবে যৌন হেনস্তার প্রবণতা বাড়ছে, তা রুখতে কোমর বেঁধে নেমেছে সৌদি আরবের অ্যান্টি-ফ্রড অ্যাসোসিয়েশন। আর সেই উদ্দেশ্যেই এই সতর্কতা জারি। ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাটে অনেকসময়ই আপত্তিকর ছবি বা মেসেজ পেয়ে থাকেন অনেকে। হার্ট সাইন, যেটি আপাতদৃষ্টিতে বেশ নিরীহ, তাকেও আপত্তিকর উদ্দেশ্যে কেউ ব্যবহার করতে পারেন বলেই মত বিশেষজ্ঞদের। যদি এহেন মেসেজের প্রাপক আইনের দ্বারস্থ হন, তবে সেই কেসটি হেনস্তার অপরাধ হিসেবেই গণ্য করা হবে বলে জানিয়েছেন তাঁরা। এবং সওয়াল-জবাবের পর অভিযুক্ত যদি দোষী সাব্যস্ত হন, সেক্ষেত্রে তাঁর শাস্তিও নিতান্ত কম হবে না। সৌদি আরবের আইন অনুযায়ী দু বছর থেকে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে সেই অপরাধীর। এখানেই শেষ নয়, পাশাপাশি থাকতে পারে অর্থদণ্ডও। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ দাঁড়াতে পারে ২০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকার কাছাকাছি।
আরও শুনুন : বাজল বাজনা, ঘর সাজল বিয়েবাড়ির মতো, কফিনবন্দি তরুণ জওয়ানের জন্য আয়োজন মা-বাবার
সুতরাং, বুঝতে পারছেন তো, ভালবাসা জানাতে গেলে বুঝেশুনে পা ফেলাই ভাল। আপনার যদি কুমতলব নাও থাকে, অপর পক্ষ ‘উল্টা বুঝলি রাম’ হলে গোলমালে জড়িয়ে পড়বেন কিন্তু আপনিই।