ধনী হতে চাইলে ধনী হতে হবে! শুনতে অবাক লাগলেও, বর্তমান পরিস্থিতি এমনটাই বলছে। এ দেশে যারা এমনিই ধনী, তাদের সম্পত্তি লাফিয়ে বাড়ছে। উলটোদিকে যারা গরিব, তাদের ভাঁড়ার শূন্য হচ্ছে প্রত্যহ। ঠিক কী জানাচ্ছে নয়া সমীক্ষা? আসুন শুনে নেওয়া যাক।
কথায় বলে, তেলা মাথায় তেল দেওয়া! বাস্তবে হচ্ছে ঠিক তাই। তবে কে তেল দিচ্ছে, কেনই বা দিচ্ছে, সেসব তর্কের বিষয়। আপাতত যা ভাবনার, তা হল এদেশের ধনীরা আরও ধনী হচ্ছেন। সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, বিগত ১০ বছরে ভারতীয় ধনকুবেরের সংখ্যা লাফিয়ে বেড়েছে।
ভারতীয় অর্থনীতির দিকে গোটা বিশ্বের নজর থাকে। অনেকেই মনে করেন, এ দেশের মতো বড় বাজার আর কোথাও নেই। বাজার শব্দটি আপেক্ষিক, যা ভারতের বৃহত্তর জনসংখ্যাকে বোঝায়। বিদেশের বহু সংস্থা ভারতে ব্যবসা করে, লাভের মুখ দেখেছে। এ বিষয়ে ভারতের প্রসংশায় পঞ্চমুখ হন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনও ভারতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। এই আবহেই বিশ্ব অর্থনীতির এক সমীক্ষায় ভারত সম্পর্কে অন্য একটি দিক উঠে এসেছে। জানা যাচ্ছে, ধনকুবেরদের সংখ্যার বিচারে বিশ্বের তৃতীয় স্থানে উঠে এসেছে ভারতের নাম। এ দেশে মোট ১৮৫ জন ধনী ব্যক্তির সম্পত্তি ১০০ কোটির গণ্ডি টপকেছে। সেই বিচারেই এমন স্বীকৃতি। তবে ১০ বছর আগেও ধনকুবেরদের এই সংখ্যা ছিল অর্ধেকেরও কম। অনেকেরই মনে হবে, তাতে সমস্যা কী? আসল ব্যাপারটা অন্য। একদিকে ধনীরা যেমন ধনী হচ্ছে, অন্যদিকে গরিবরা আরও গরিব হচ্ছে। রিপোর্টেই সে আশঙ্কার কথা সাফ জানানো হয়েছে। কাজেই বিষয়টা যে হেলাফেলার মতো নয়, তা মনে করছে ওয়াকিবহাল মহল।
রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মোদি জমানার কথা। কারণ এই ১০ বছরেই ভারতের অর্থনীতিতে এমন অবস্থা দেখা যাচ্ছে। তাতে কার লাভ কার ক্ষতি, সেও তর্কের বিষয়। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, ধনীদের এই সম্পত্তি বৃদ্ধির অন্যতম কারণ বিশেষ কিছু ক্ষেত্রের অস্বাভাবিক বৃদ্ধি। ওষুধ, অনলাইনে এডুকেশন, ফিনান্স টেকনোলজির বাজারজাত চাহিদা লাফিয়ে বেড়েছে বিগত কয়েক বছরে। তাতেই লক্ষীলাভ হয়েছে ব্যবসায়ীদের। কয়েকগুণ বেড়েছে সম্পত্তির পরিমাণ। তালিকায় ফ্যামিলি বিজনেস বা পারিবারিক ব্যবসাই সবথেকে বেশি। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন, তাঁদের মধ্যে অনেকেই বিগত দশকে সর্বাধিক লাভের মুখ দেখেছেন। এছাড়া আরও অনেক ক্ষেত্রে ব্যবসায়িক বৃদ্ধি ভারতের ধনীকূলকে আরও ধনী করেছে। একইভাবে ধনকুবেরের সংখ্যা বাড়তে শুরু করেছিল চীনে। বর্তমানে সে দেশের প্রায় ৪২৭ জন ধনী ব্যক্তির সম্পত্তির পরিমাণ ১০০ কোটি ছাড়িয়েছে। সামগ্রিক ভাবে গোটা বিশ্বেই ধনকুবেরের সংখ্যা বেড়েছে। আগামীদিনে তা আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে সেই তালিকায় ভারতের নাম তৃতীয় স্থানে উঠে আসা, অনেকের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে।