শুধু দেশের মানুষ নয়। অযোধ্যার রাম মন্দির ভিড় জমাচ্ছেন প্রবাসীরাও। সম্প্রতি, মোট ৩০ দেশের ৯০ জন প্রবাসী অযোধ্যার মন্দিরে এসেছিলেন। কিন্তু রামের কাছে তাঁরা নিজেদের জন্য প্রার্থনা করেননি। চেয়েছেন, আসন্ন ভোটে মোদির জয় হোক! আসুন শুনে নেওয়া যাক।
রাম মন্দির প্রতিষ্ঠার কয়েকমাস কেটেছে মাত্র। এরই মধ্যে অযোধ্যায় এসেছেন প্রায় দেড় কোটি ভক্ত। তালিকায় তারকা অভিনেতা, খেলোয়াড়দের পাশাপাশি রয়েছেন প্রবাসীরাও। আর সেই প্রবাসীরাই নাকি, রাম লালার সামনে প্রার্থনা জানাচ্ছেন, লোকসভায় জয় হোক মোদির।
আরও শুনুন: নারকেল পাতার পোলিং বুথ! ইস্তাহারে না থাকলেও ভোটে মিশল পরিবেশভাবনা
ভোটের আগেই রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে কম আলোচনা হয়নি। বিরোধীরা বার বার অভিযোগ তুলেছিল, নির্বাচনী প্রচারে রাম মন্দির প্রতিষ্ঠাকেই হাতিয়ার করবে বিজেপি। বাস্তবে তা হচ্ছে না বললে ভুল হবে। বিজেপি নেতাদের মুখে উঠে আসছে রাম মন্দির প্রসঙ্গ। একইসঙ্গে বিরোধীদের রাম মন্দির প্রতিষ্ঠায় অংশ না নেওয়ার প্রসঙ্গ তুলেও কটাক্ষ করতে ছাড়ছেন না কেউই। এদিকে, ভক্তরা তো বটেই, রাম মন্দির প্রতিষ্ঠায় বেজায় খুশি বহু সাধারণ মানুষ। শুধু দেশ নয়, বিদেশেও সেই জ্বর ছড়িয়েছে। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বিদেশের নানা প্রান্তে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। যেখানে প্রবাসী ভারতীয়দের পাশাপাশি অংশ নিয়েছিলেন বিদেশিরাও। আর এবার দেখা গেল, সরাসরি রাম মন্দিরেই হাজির হয়েছেন তাঁরা। হনুমান জয়ন্তীর আগে আগে রাম মন্দিরে হাজির হয়েছিলেন ৪০০ ভক্তের বিশেষ দল। তাঁদের মধ্যেই ছিলেন ৯০ জন প্রবাসী। এই প্রবাসীরা প্রত্যেকেই রামলালার সামনে মোদির জয় প্রার্থনা করেছেন। আসন্ন নির্বাচনে ফের মোদিই জিতুন এমনটাই চেয়েছেন তাঁরা।
আরও শুনুন: প্রসবযন্ত্রণায় কাতর মহিলা, শুনেই প্রচার ফেলে হাসপাতালে ছুটলেন চিকিৎসক প্রার্থী
জানা গিয়েছে, মন্দির কর্তৃপক্ষের আহ্বানেই রাম মন্দিরে এসেছিলেন ওই প্রবাসীরা। তাঁর নেতৃত্বে ছিলেন ড. বিজয় জলি। রামলালার ভক্ত বিজয়, এর আগেও মন্দিরের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এমনকি রামলালার প্রাণপ্রতিষ্ঠার সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে জল আনা হয়েছিল, তার ব্যবস্থাও করেছিলেন বিজয়ই। প্রবাসীদের রামমন্দির দর্শন করানর পাশাপাশি অযোধ্যার অন্যান্য মন্দিরেও নিয়ে গিয়েছিলেন বিজয়। তাঁদের দেখানো হয়েছে সরযূর তীরে বিশেষ আরতিও। সবমিলিয়ে প্রবাসীরা সকলেই বেশ উচ্ছ্বসিত। এমনকি রাম মন্দিরে এসেছিলেন ভুটানের স্পিকার। রামের দর্শনে তিনিও মুগ্ধ হয়েছেন বলেই জানা গিয়েছে। তবু সবকিছুর সঙ্গেই মোদির জয়ের প্রার্থনা মিশে যাওয়া নতুন চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এমনিতে দেশের বাইরেও যে মোদি বেশ জনপ্রিয় সে কথা সকলেরই জানা। এবার সেই ছাপ স্পষ্ট হল প্রবাসীদের রাম মন্দির দর্শনের মধ্যেও।