ভ্যাটিকানে মোদি-পোপের প্রথম সাক্ষাৎ। ভুয়ো ভোটার সহ একাধিক ইস্যুতে উপনির্বাচনে দিনভর উত্তপ্ত খড়দহ। গোয়ায় বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের বার্তা মমতার। ২৮ দিন জেলবন্দি থাকার পর মাদক মামলায় জামিনে ছাড়া পেলেন আরিয়ান খান।
হেডলাইন:
আরও শুনুন: 29 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- দীপাবলিতে বাজি পোড়ানো ও বিক্রি নিষিদ্ধ রাজ্যে
আরও শুনুন: 28 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- মাদক মামলায় জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান
বিস্তারিত খবর:
1. মাত্র ২০ মিনিট সময় ছিল আলাপ পর্বের জন্য। সেই আলাপচারিতা গড়িয়ে গেল এক ঘণ্টায়। কথা হল পরিবেশ বাঁচানো নিয়ে, আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। খোশমেজাজে গল্পও করেন দুজন। এভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পোপ ফ্রান্সিসের প্রথমবারের সাক্ষাৎপর্ব জমে গেল। নিজেই সেই আলাপচারিতার কয়েক মুহূর্তের ছবি টুইট করলেন নরেন্দ্র মোদি।
শনিবার সকাল সকাল ভ্যাটিকান সিটিতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে মোদি একাই ছিলেন পোপের অতিথি। এদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে এসেছিলেন পোপের প্রতিনিধিরা। সেখান থেকে পোপের প্রাসাদে যান মোদি। একঘণ্টার আলাপপর্বে পোপ ফ্রান্সিসকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন মোদি। এছাড়াও দিন তিনেকের রোম সফরে মোদির সঙ্গে ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘিরও সাক্ষাৎ হয়েছে। উভয়ে দ্বিপাক্ষিক একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
2. বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে রাজ্যের চার কেন্দ্রে সম্পন্ন হল উপনির্বাচন। এদিন খড়দহে ভোটগ্রহণ শুরু হতেই অশান্তি ছড়ায়। বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান ওঠে। অন্যদিকে, তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধাদানের অভিযোগ ওঠে।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ভোটকেন্দ্র কল্যাণনগর বিদ্যাপীঠে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর কাছে প্রার্থীর পরিচয়পত্র থাকলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর অন্যান্য পরিচয়পত্রও দেখতে চান বলে অভিযোগ জানিয়েছেন শোভনদেব। জওয়ান এবং ভোটকর্মীদের সঙ্গে বচসা হয় প্রার্থীর। দিনের শেষলগ্নেও উত্তপ্ত হয়ে ওঠে খড়দহ। এক ‘ভুয়ো’ ভোটারকে হাতেনাতে পাকড়াও করেন বিজেপি প্রার্থী জয় সাহা। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। তৃণমূলীরা জয় সাহাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। পালটা স্লোগান দেয় বিজেপিও। দু’পক্ষের মধ্যে বচসা থেকে মারপিট বেঁধে যায়। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে উতপ্ত পরিস্থিতির সামাল দেয়। গোটা ঘটনার রিপোর্ট চেয়েছে কমিশন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।