এককালে ভারতে প্রচলিত ছিল নেতাজির চালু করা নোট। আর এবার ভারতীয় নোটে স্থান হোক নেতাজির, এই দাবিতে সরব হলেন নেটিজেনেরা। সম্প্রতি ভারতীয় টাকার রূপবদলের সম্ভাবনা দেখা দিতেই ফের উসকে উঠেছে দেশবাসীর দীর্ঘদিনের একটি দাবি। ভারতীয় টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি যোগ করা হোক, এই মর্মে সরব হয়েছেন তাঁরা। আসুন, শুনে নেওয়া যাক।
ভারতীয় টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকা উচিত- এই দাবিতে বারবারেই সরব হয়েছেন অনেকে। সম্প্রতি নোটের রূপবদলের সম্ভাবনা দেখা দিতেই ফের প্রকাশ্যে এসেছে সেই দাবি। ভারতীয় টাকায় আর শুধু মহাত্মা গান্ধীর ছবি নয়, অন্যান্য মনীষীদের ছবি ছাপানোর প্রসঙ্গেও আলোচনা শুরু হয়েছে কেন্দ্রের তরফে। আর তারপরেই সোশ্যাল মিডিয়ার পাতায় একাধিক জন এই বিষয়ে নেতাজির নাম প্রস্তাব করেছেন। এমনকি এককালে যে ভারতের নোটে নেতাজির ছবি ছিল, এই প্রসঙ্গে সে কথাও জানিয়েছেন তাঁরা।
আরও শুনুন: রোজ পর্যাপ্ত খাবার জোটাতেই হিমশিম খান দেশের ৭১ শতাংশ মানুষ, জানাল সমীক্ষা
হ্যাঁ, আশ্চর্য লাগলেও এ কথা সত্যি। সত্যিই এরকম টাকা বা নোট একসময় প্রচলিত ছিল এ দেশে। যদিও ঠিক প্রচলিত অর্থে টাকা নয়, তবে এক ধরনের বিকল্প টাকা ছিল সেটি। দেশকে স্বাধীন করতে নেতাজির যে বিরাট পরিকল্পনা, তারই অঙ্গ হিসাবে এই নোট এসেছিল বলা যায়। নোটের একদিকে থাকত নেতাজির ছবি। মাঝে লেখা টাকার অঙ্ক। অন্যদিকে ছিল স্বাধীনতা-পূর্ব ভারতবর্ষের মানচিত্র। নোটের মধ্যে ‘স্বতন্ত্র ভারত’ এবং ‘জয় হিন্দ’ কথাদুটিও লিখে রেখেছিলেন নেতাজি। একইভাবে, স্বাধীন ভারতেও এবার চালু হোক নেতাজির ছবিসহ নোট, এমনটাই চাইছেন দেশবাসী।
আরও শুনুন: ‘আমাদের বাঁচান’, প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্তি কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের তরুণীর
ভারতীয় নোটে এতদিন কেবল মহাত্মা গান্ধীর ছবিই স্থান পেয়ে এসেছে। কিন্তু সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের ভাবনা, নোটে গান্ধীজির পাশাপাশি থাকতে পারে অন্যান্য বিশিষ্ট ভারতীয়দের ছবিও। মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে এক-একটি অর্থমূল্যের নোটে এক-একজন মনীষীর ছবি দেখা যায়, সেই ধাঁচটি গ্রহণ করার ব্যাপারেই এবার ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আসলে জালনোটের রমরমা রুখতে ২০২০ সালে নোটে আরও কিছু উন্নত ফিচার যোগ করার দায়িত্ব পেয়েছিল রিজার্ভ ব্যাংকের অভ্যন্তরীণ কমিটি। সেই কমিটিই নতুন নোটে গান্ধীজির পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ভারতীয়দের ছবি ছাপানোর সুপারিশ করেছিল। শোনা যাচ্ছে, এক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কৃতী বিজ্ঞানী তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নাম বেছে নেওয়া হয়েছে। এমনকি তাঁদের ছবি দেওয়া দু’টি করে নোটের নমুনা আপাতত কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায়, এমনটাই বলছে সূত্রের খবর। সেই তালিকাতেই যোগ হোক ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা সুভাষচন্দ্র বসুর নামও, এই দাবিতেই এবার সরব হলেন নেটিজেনেরা।