পায়ে হেঁটে মন্দির যাচ্ছেন হিন্দু ভক্তরা। পথের ধারে তাঁদের জন্য অপেক্ষায় স্থানীয় মুসলিম্রা। উদ্দেশ্য, তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। সবটাই বিনামূল্যে। আয়োজনও করেছেন ওই মুসলিমরাই। কোথায় ঘটেছে এমন কাণ্ড? আসুন শুনে নেওয়া যাক।
বিবিধের মাঝে দেখ মিলন মহান…
ভারতীয় সংবিধানেই উল্লেখ রয়েছে ধর্মনিরপেক্ষতার। সেই অনুযায়ী, এ দেশে যে কেউ যে কোনও ধর্মের অনুগামী হতে পারেন। তাতে বাধা দেওয়ার অধিকার নেই কারও। তবে সাম্প্রতিক কিছু ঘটনা, কিছু পরিস্থিতি, পরপন্থী দিকেই ইঙ্গিত করে। ধর্মকে কেন্দ্র করে সামাজিক অস্থিরতা যেন রোজের বিষয়। তাই বলে ব্যতিক্রম কি নেই? অবশ্যই আছে। তামিল নাড়ুর পোনাম উৎসবের কথাই ধরা যাক। সম্প্রতি সেখানে যে সম্প্রীতির ছবি ধরা পড়েছে, তা যরপরনায় প্রসংসার যোগ্য বলেই মনে করছেন নেটদুনিয়ার বাসিন্দারা।
পায়ে হেঁটে তীর্থ যাওয়ার চল গোটা দেশেই রয়েছে। শুধু হিন্দু নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এমনটা করে থাকেন। এই মুহূর্তে যে কুম্ভমেলা নিয়ে দেশজুড়ে হইচই চলছে, সেখানেও রীতিমতো হাঁটতে হচ্ছে ভক্তদের। কেউ কেউ অসুস্থও হয়ে পড়ছেন, তাও ভগবানের নাম নিয়ে আবার শুরু হচ্ছে যাত্রা। সেইসব দেখে যে বাকীরা বাড়িতে বসে থাকছেন তাও নয়। দল দলে কুম্ভের ভিড়ে শামিল হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। এই আবহে দক্ষিণের এক মন্দিরেও বিশেষ উৎসব চলছে। কথা বলছি, পোন্নাম সম্পর্কে। প্রতিবছর যা ঘটা করে আয়োজন করা হয় তামিলনাড়ুর পালানি মুরুগন মন্দিরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা হাজির হন। তবে স্থানীয়রা আসেন মূলত পায়ে হেঁটে। অনেকটা বাংলার তারকেশ্বর মন্দিরের মতো, কিংবা যোগীরাজ্যের কানওয়ার যাত্রার মতো। দলে দলে মন্দিরের উদ্দেশে হেঁটে চলেন ভক্তরা। এতটা রাস্তা পায়ে হেঁটে যাওয়া মুখের কথা নয়। স্বাভাবিক ভাবেই, অনেকে অসুস্থ হয়ে পড়েন, পা কেটে যায়, রক্তচাপের সমস্যাও হয় অনেকের। সুতরাং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকা একান্ত প্রয়োজন। আর সেই ব্যবস্থাই করেছেন স্থানীয় মুসলিমরা।
শুনতে অবাক লাগলেও সত্যি। ওই এলাকার স্থানীয় কিছু মুসলিম সংগঠনই বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করেছে। পথের ধারেই করা হয়েছে যাবতীয় আয়োজন। চলের পথে কোনও হিন্দু ভক্ত অসুস্থ হলে চিকিৎসা করা হচ্ছে সত্ত্বর। পাশাপাশি যারা হেঁটে চলেছেন, তাঁদের যাবতীয় স্বাস্থ্যপরীক্ষাও করা হচ্ছে ওই ক্যাম্পে। দেওয়া হচ্ছে, জল, শুকনো খাবার ইত্যাদি। এমনটা দেশের অন্যান্য প্রান্তেও দেখা গিয়েছে বহুবার। তবে এক্ষেত্রে বিষয়টা নিয়ে হইচই চলছে কারণ এই সময়টা কুম্ভের। এই মেলা ঘিরে হিন্দু-মুসলিম বিতর্ক কম হয়নি। সেই আবহে দক্ষিণের মন্দির প্রাঙ্গণে এমন দৃশ্য দেখে অবাক নেটদুনিয়ার অনেকেই।