মোদি শিবিরকে কেন ভোট দিল না রামমন্দিরের অযোধ্যা? তা নিয়ে বারেবারেই অযোধ্যাবাসীকে দুষছে হিন্দুত্ববাদী শিবির। তবে এবার কোনও হিন্দু নন, এই ইস্যুতেই তোপ দাগলেন এক মুসলিম ব্যক্তিও। ব্যাপারটা ঠিক কী? শুনেই নেওয়া যাক।
চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির ভোটব্যাঙ্কে বড়সড় প্রভাব ফেলবে রামমন্দির, এমনটা আশা ছিল হিন্দুত্ববাদীদের। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, প্রভাব পড়েছে বটে, তবে খুব একটা ইতিবাচক নয়। গোটা উত্তরপ্রদেশেই ধাক্কা খেতে হয়েছে মোদি শিবিরকে, এমনকি রামমন্দিরের অযোধ্যাতেই বেমালুম হেরে বসেছেন বিজেপি প্রার্থী। মোদিপক্ষকে যে অযোধ্যাই ভোট দেয়নি, তা নিয়ে আমভোটারদের প্রতি পালটা ক্ষোভ উগরে দিতে ছাড়ছে না হিন্দুত্ব শিবির। টিভির পর্দার ‘লক্ষ্মণ’ তথা বিজেপি শিবিরের সুনীল লহরি তো ইতিমধ্যেই অযোধ্যাবাসীকে ‘বিশ্বাসঘাতক’ তকমা ছুড়ে দিয়েছেন। এবার তাঁরই সুরে সুর মেলাতে দেখা গেল আরও একজনকে। তবে হিন্দু নন, ধর্মে মুসলিম তিনি। মোদির নামে কেন ভোট দেননি অযোধ্যাবাসী, তা নিয়ে রীতিমতো তোপ দেগেছেন তিনি। আর ধর্মপরিচয়ের কারণেই ভাইরাল সে ভিডিও।
আরও শুনুন:
রামের অযোধ্যায় জিতলেন একজন দলিত নেতা, কে এই অওধেশ প্রসাদ?
ভিডিওতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি বলছেন, অযোধ্যার হিন্দুরা আসলে দু-মুখো। সে কারণেই রামমন্দিরের অযোধ্যা মোদি শিবিরকে ভোট দেয়নি। তাঁর আরও বক্তব্য, রাহুল গান্ধী ক্ষমতায় এলে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, আর সেদিকেই তাকিয়ে ছিলেন এই এলাকার মুসলিমরা। অথচ মোদিই তো তাঁদের জন্য সবকিছু করেছেন, দাবি ওই ব্যক্তির। কোনও নেতা মসজিদ গড়ে দিলে যদি তাঁকে জীবনভর ভোট দেওয়া যায়, তাহলে মোদি এত কিছু করার পরও তাঁর নামে ভোট নয় কেন, প্রশ্ন ব্যক্তির।
আরও শুনুন:
প্রতীকের গেরোয় ভোটলাভ! প্রচার না করেই বিপুল ভোট কাড়লেন যে প্রার্থীরা
পাকিস্তানের কোনও মানুষ মোদির প্রশংসা করছেন, এই দাবিতেই প্রথমে ছড়িয়ে পড়েছিল ভিডিওটি। কিন্তু পরে জানা যায়, আসলে ওই ব্যক্তির নাম ধীরেন্দ্র রাঘব। তিনি পাকিস্তানের নাগরিক তো ননই, এমনকি মুসলিমও নন। এমনিই নানারকম ভূমিকায় সেজে ভিডিও বানিয়ে থাকেন এই কনটেন্ট ক্রিয়েটর। এও তেমনই এক ভিডিও ছিল স্রেফ। যদিও এই ভিডিওর মাধ্যমে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানো হচ্ছে বলে হইচই শুরু হতে, ভিডিও মুছে দেন রাঘব। তিনি আসলে নিজের বিশ্বাস থেকেই এ কথা বলেছিলেন, নাকি হিন্দুত্ববাদীদের বক্তব্য নিয়েই তামাশা করতে চেয়েছিলেন, তাও আপাতত বোঝা ভার। তবে অযোধ্যা নিয়ে বিজেপি শিবিরে যে ক্ষত তৈরি হয়েছে লোকসভায়, এই ভিডিওর জেরে যে তা আরও একবার উসকে উঠল, তা বলাই যায়।