ধর্মের উপরে প্রেমকেই গুরুত্ব দিয়েছেন এই ব্যক্তি। তাই হিন্দু মহিলাকে বিয়ে করে ধর্মান্তরিত হলেন তিনি। ইসলাম ধর্ম ছেড়ে নতুন নাম নিলেন কৃষ্ণ সনাতনী। আসুন, শুনে নেওয়া যাক।
ভিনধর্মে প্রেম নিয়ে যতই বিতর্ক উসকে উঠুক, প্রেম আর কবেই বা ধর্মের বাধা মেনেছে! ফের যেন তারই প্রমাণ দিলেন এই মুসলিম ব্যক্তি। হিন্দু স্ত্রীর জন্য নিজের জন্মসূত্রে পাওয়া ধর্ম পরিত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করলেন তিনি। হিন্দু হিসেবেই নয়া নাম নিলেন কৃষ্ণ সনাতনী। সম্প্রতি এমনটাই ঘটেছে মধ্যপ্রদেশের মান্ডসর জেলায়। দেশ জুড়ে ‘লাভ জিহাদ’ ইস্যু যখন বারেবারেই উসকে উঠেছে, মুসলিম পুরুষদের হিন্দু মেয়ে বিয়ে করার পর তাকে ধর্মান্তরিত করে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা বাড়ানোর অভিযোগে সরব হয়েছে হিন্দুত্ববাদীরা, সেখানে একেবারে উলটো পদক্ষেপ করেছেন এই ব্যক্তি।
আরও শুনুন: দুই সন্তানের একজন হিন্দু অন্যজন মুসলিম, মহিলার শেষকৃত্যে বাধল জোর বিবাদ
কী ঘটেছে ঠিক?
জানা গিয়েছে, ওই দম্পতি মান্ডসর অঞ্চলের কাচনারা গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে রাধা নামের ওই মহিলার দেখা পান আফসার মনসুরি নামে ওই ব্যক্তি। রাজস্থানের উদয়পুরে চিকিৎসাশিবিরে রোগীদের আনা-নেওয়া করতেন মনসুরি। আর ওই শিবিরেই রোগীদের সেবা শুশ্রূষা করতেন রাধা। দেখাশোনার সূত্রেই দুজনে সম্পর্কে জড়িয়ে পড়েন। বছর পাঁচেক আগে স্থানীয় মন্দিরে গিয়ে বিয়েও সেরে ফেলেন তাঁরা।
আরও শুনুন: একজন পুরুষের একাধিক স্ত্রী কেন? মুসলিম পুরুষদের বহুবিবাহ নিয়ে তোপ বিজেপি নেতার
রাধাকে বিয়ে করার পর থেকেই হিন্দু রীতিনীতি অনুসরণ করতেন ওই ব্যক্তি। পরিবারের সঙ্গেও আর একসঙ্গে থাকতেন না তিনি। আর এবার পাকাপাকিভাবে নিজের ধর্ম পরিবর্তন করারই সিদ্ধান্ত নেন তিনি। গায়ত্রী পরিবারের এক পুরোহিত এই ধর্মান্তরণ সম্পন্ন করিয়েছেন বলে জানা গিয়েছে। আফসার মনসুরি নামটিও ছেঁটে ফেলে কৃষ্ণ সনাতনী নাম নিয়েছেন ওই ব্যক্তি। পুরোহিতের বলা মন্ত্র পড়ার পাশাপাশি অবশ্য গোবর, গোমূত্র, দুধ, দই এবং মধু, অর্থাৎ পঞ্চগব্যও খেতে হয়েছে তাঁকে। তাতে অবশ্য কোনোরকম আপত্তি করেননি ওই ব্যক্তি। কারণ সবটাই তো তিনি করছেন প্রেমের জন্যই। তাঁর স্ত্রীর কথায়, প্রেমে পড়লে লোকে পাগল হয়। প্রেমের জন্য কেউ যে কোনও কাজ করে ফেলতে পারে। সুতরাং তাঁর স্বামীও যে প্রেমের কারণে নিজের ধর্ম পরিবর্তন করে ফেলেছেন, এ ঘটনায় অকুণ্ঠ আনন্দই প্রকাশ করেছেন ওই মহিলা।