দেশজুড়ে ইদানীং কালে মাঝে মাঝেই উসকে ওঠে সাম্প্রদায়িক বিরোধের আঁচ। ধর্ম সেখানে আর আশ্রয় থাকে না, হয়ে ওঠে হাতিয়ার। ধর্মকে কেন্দ্র করেই একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ শানিয়ে নেয় কিছু মানুষ। কিন্তু সেটাই তো একমাত্র ছবি নয়। অন্যরকম ছবিও যে এই দেশেই তৈরি হয়, এখনও, সে কথাই আরও একবার প্রমাণ করে দিলেন কিছু মানুষ। হিন্দু মুসলিমের ভেদ ঘুচিয়ে সকলে মিলে একসঙ্গেই রথযাত্রায় অংশ নিলেন তাঁরা। গুজরাটের আমেদাবাদের এই ঘটনা চমকে দিয়েছে সকলকেই।
এর আগে ব্যাপক সাম্প্রদায়িক হিংসার সাক্ষী হয়েছিল গুজরাট। গুজরাট দাঙ্গার সেই মর্মান্তিক অধ্যায় ভুলতে পারেননি ভুক্তভোগীরা। আদালতে চলেছে মামলার পর মামলা, মিডিয়া কিংবা নানা আলোচনাতেও এ নিয়ে কম কথা খরচ হয়নি। এমনকি কিছুদিন আগেই ‘দ্য মোদি কোয়েশ্চেন’ নামের তথ্যচিত্রেও এই ইস্যু উসকে দিয়েছে বিবিসি। সেই জায়গাতেই এবার দেখা গেল অন্যরকম এক সম্প্রীতির ছবি। তবে এই প্রথমবার নয়, এই নিয়ে ১৪৬তম রথযাত্রার আয়োজন করা হয়েছে সেখানে। জামালপুর অঞ্চলের ৪০০ বছরের প্রাচীন জগন্নাথ মন্দির থেকে শুরু হয়ে মোট ১৮ কিলোমিটার পথ ধরে চলেছে এই যাত্রা। তাতে অংশ নিয়েছিলেন লক্ষ লক্ষ ভক্ত। আর সেখানেই দেখা গিয়েছে কিছু মুসলিমকেও। তথাকথিত হিন্দু ধর্মের একটি উৎসব হলেও, রথযাত্রায় সানন্দেই অংশ নিয়েছেন তাঁরা।
আসলে এই রথযাত্রার সময়েই দেখা যায়, রাস্তার একপাশে একটি মঞ্চ বাঁধা হয়েছে। আর সেখানেই বসে আছেন একদল মানুষ, যাঁরা ধর্মে মুসলিম। ওই যাত্রাকে স্বাগত জানাচ্ছেন তাঁরা। যে ঘটনাকে সাম্প্রদায়িক সম্প্রীতির বড় নজির বলেই মনে করছেন সকলে। আর দেশের বর্তমান পরিস্থিতিতে এই সম্প্রীতির পরিবেশটিই যে জিইয়ে রাখা জরুরি, সে বিষয়েও কোনও দ্বিমত নেই কারোরই।