ধর্ম যার যার, উৎসব সবার। এ কথাকে আক্ষরিক অর্থেই সত্যি করে তুলেছেন এই মানুষগুলি। রথযাত্রা, যা ধর্ম অনুযায়ী হিন্দুদেরই উৎসব, সেই উৎসবেই সাগ্রহে যোগ দিয়েছেন মুসলিমরা। আবার তাঁদের গ্রহণ করতে সংকোচ করেননি হিন্দুরাও। সব মিলিয়ে সম্প্রীতির এক অভিনব নজির গড়েছেন তাঁরা। কোথায় ঘটেছে এমন ঘটনা? আসুন, শুনে নেওয়া যাক।