মদ খেয়ে রাস্তায় অসভ্যতা জারি পুরুষদের! এবার নিজেরাই প্রতিকার করতে পথে নেমে এলেন মহিলারা। হাতে অস্ত্র বলতে ঝাঁটা। কী হল তারপর? শুনে নেওয়া যাক।
আর অসভ্যতা সহ্য করা যাবে না, বলছেন মহিলারা। তবে কে কবে সেই অভব্য আচরণের প্রতিকার করবেন, তার জন্য আর অপেক্ষা করতেও রাজি নন তাঁরা। বদলে অসভ্য পুরুষদের শায়েস্তা করতে নিজেরাই পথে নেমে এলেন তাঁরা। আর সেই অভিনব প্রতিবাদের সাক্ষী রইল মুম্বাই শহর।
কী ঘটেছে ঠিক?
আরও শুনুন:
বাড়ছে ধর্ষণের হার, তুলনায় শাস্তি হচ্ছে কি! আর জি কর যে প্রশ্ন তুলল ফের
আসলে রাস্তাঘাটে প্রায় রোজই কোনও না কোনও পুরুষের অসভ্য আচরণের মুখোমুখি হতে হয় মহিলাদের। সে ঘটনা যেন অনেকটা গা-সওয়াই করে নিয়েছেন তাঁরা। কিন্তু তাতেও তো অভব্যতার শেষ নয়। অনেকসময়েই মদের নেশায় কাণ্ডজ্ঞান হারিয়ে বসেন কেউ কেউ। পথে সেইসব মদ্যপ পুরুষেরা যে শোরগোল করেন, তার সামনেও অস্বস্তিতে পড়তে হয় মহিলাদের। মুম্বাইয়ের বাসিন্দা যে মহিলারা এবার প্রতিবাদে শামিল হলেন, তাঁরা বলছেন, এ ঘটনা রোজকার রুটিন। মদ খেয়ে রাস্তায় মাতালদের হল্লা আর অসভ্যতা রোজই দেখে থাকেন তাঁরা। কান্দিভলির লালজি পাড়ার বাসিন্দারা বলছেন, নিত্যদিন এ ঘটনা দেখতে দেখতে তাঁরা তিতিবিরক্ত। কিন্তু পুলিশ প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। শেষমেশ বিরক্তির চরমে পৌঁছে ঝাঁটা হাতে পথে নেমে এসেছেন মহিলারাই। সেই ঘটনারই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
ভিডিওতে দেখা গিয়েছে, ঘোমটা মাথায় একদল মহিলা ঝাঁটা হাতে নিয়ে রীতিমতো তাড়া করেছেন মদ্যপদের। যেখানে যে মদ্যপ পুরুষকে দেখেছেন, তাকেই নির্বিচারে মারধর করতে ছাড়েননি। এঁরা অনেকেই গৃহবধূ। কিন্তু প্রতিবাদ করতে ভয় পাননি তাঁরা। এ প্রসঙ্গে উঠে এসেছে ওই এলাকাতেই দিনকয়েক আগের এক মর্মান্তিক ঘটনার কথা। মাকে মারছে বলে বাবাকে পালটা আঘাত করে এক কিশোর, পরিণামে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে জানা যায়, নিয়মিত মদ খেয়েই স্ত্রী ও সন্তানদের গায়ে হাত তোলা অভ্যাস করে ফেলেছিল ওই ব্যক্তি। এহেন ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এবার কোমর বেঁধেছেন এলাকার মহিলারা।
আরও শুনুন:
‘রাস্তার মোড়ে যমরাজ অপেক্ষা করছেন!’ ধর্ষকদের বিরুদ্ধে গর্জে উঠলেন যোগী আদিত্যনাথ
মদের বেআইনি ঠেক, বিষমদের কারখানা ভাঙার সময় বারেবারেই সামনে এসেছে মহিলাদের ভূমিকা। আসলে পুরুষদের বেলাগাম মদ্যপানের ফল তাঁদেরই ভুগতে হয় নানাভাবে। ঘরে বাইরে দু-ক্ষেত্রেই। পুলিশ প্রশাসনের দীর্ঘসূত্রিতায় সমস্যার সমাধান মেলে কই! তাই নিজেরাই নিজেদের সমস্যা মোকাবিলার পথ দেখিয়ে দিলেন এই মহিলারা।