আর দেশের সবচেয়ে ধনী ব্যক্তি নন শিল্পপতি গৌতম আদানি। তাঁকে টপকে দেশের ধনীতম ব্যক্তির শিরোপা এবার দখল করে নিলেন মুকেশ আম্বানি। একেই বোধহয় বলে, কারও সর্বনাশ তো কারও পৌষ মাস। আসুন, শুনে নেওয়া যাক।
হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে ধস নেমেছে আদানির সাম্রাজ্যে। ধনীতম ব্যক্তিদের তালিকায় আদানির এতদিনের আসনও টালমাটাল। আর সেই ফাঁক দিয়েই এবার আদানিকে টপকে গেলেন দেশের আরেক শিল্পপতি, মুকেশ আম্বানি। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, অনেকখানিই বদলে গেল দেশ এবং গোটা বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা।
আরও শুনুন: পরিশ্রম করুক সন্তান, কোটি কোটি টাকার সম্পত্তি দান করারই সিদ্ধান্ত ধনকুবেরের
আগেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম দশ থেকে ছিটকে গিয়েছিলেন ভারত তথা এশিয়ার ধনীতম শিল্পপতি গৌতম আদানি। তবে বুধবার পর্যন্তও ভারত তথা এশিয়ার ধনীতম ব্যক্তি ছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম। কিন্তু এবার তাঁর সেই আসনও সরে গেল। ভারতের সবচেয়ে ধনী শিল্পপতি হিসেবে দীর্ঘদিন ধরেই বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় নিজের জায়গা ধরে রেখেছিলেন আদানি। সপ্তাহখানেক আগেও বিশ্বের এই তালিকায় আদানি ছিলেন ‘থার্ড বয়’। কিন্তু আমেরিকার লগ্নি বিষয়ক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই বড়সড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন এই শিল্পপতি। অন্যায়ভাবে নিজেদের শেয়ারের দাম বাড়িয়ে দেখিয়েছেন আদানি, এই অভিযোগ তুলেছে হিন্ডেনবার্গ রিপোর্ট। আর তার ফলেই হুহু করে নেমে গিয়েছে আদানির বিভিন্ন সংস্থার শেয়ারের দর। আত্মপক্ষ সমর্থনে জোরালো সওয়াল করেও যে লাভ হয়নি আদনির, সে কথাই বুঝিয়ে দিল ধনী ব্যক্তিদের এই নয়া তালিকা। বিপুল সম্পত্তিহানির দৌলতে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় তৃতীয় থেকে ত্রয়োদশে নেমে এসেছেন গৌতম আদানি।
আরও শুনুন: মোদির মুখে প্রথম শোনা, বাজেট বক্তৃতায় বললেন অর্থমন্ত্রীও, কী এই ‘অমৃত কাল’?
কিন্তু কথায় বলে, কারও সর্বনাশ তো কারও পৌষ মাস। আদানির অবনমনের জেরে মাঝখান থেকে রীতিমতো লাভবান হয়ে গিয়েছেন মুকেশ আম্বানি। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় আম্বানির নাম জ্বলজ্বল করত একসময়। কিন্তু বর্তমানে প্রথম দশের বাইরে বেরিয়ে গিয়েছিলেন তিনি। এবার ফোর্বসের পরিসংখ্যান জানিয়ে দিল, আদানিকে টপকে ফের প্রথম দশে জায়গা করে নিয়েছেন মুকেশ। এই তালিকায় তাঁর স্থান এখন নবমে। ভারত তথা এশিয়ার ধনীতম শিল্পপতি এখন তিনিই। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর আকস্মিক বিপর্যয়ে মুকেশ আম্বানির যে ভাগ্য খুলে গিয়েছে, সে কথা একবাক্যে মেনে নিচ্ছে ওয়াকিবহাল মহল।