ফের যেন শ্রদ্ধা-কাণ্ডের ছায়া। প্রেমের পরে নয়, প্রেমের আগেই তরুণীকে ৩৫ টুকরো করে কেটে ফেলার হুমকি দিল যুবক। ওই যুবকের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেই এহেন হুমকির মুখে পড়েন মধ্যপ্রদেশের তরুণী। আসুন, শুনে নেওয়া যাক।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তরুণী। কিন্তু তার ফল যে এমন হতে পারে, তা বোধহয় তিনি ভাবতেও পারেননি। সহজভাবে তাঁর সিদ্ধান্ত মেনে নেওয়া দূরে থাক, উলটে তাঁকে ভয়ংকর হুমকি দিয়ে বসল ওই যুবক। সাফ জানাল, তাকে বিয়ে করতে রাজি না হলে মেয়েটিকে ৩৫ টুকরো করে কেটে ফেলবে সে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে।
আরও শুনুন: পড়ুয়াদের প্রতিবাদ নিয়ে প্রশ্ন, ‘আপনারা কী করছেন?’ সিপিএম নেতাকে পালটা প্রশ্ন প্রকাশ রাজের
জানা গিয়েছে, এক মুসলিম তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল শুভম কুমার নামের ওই যুবক। জোর করে ওই তরুণীর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা করারও চেষ্টা করে সে, এমনটাই জানিয়েছে পুলিশ। বিগত বেশ কয়েকদিন ধরেই তরুণীকে লাগাতার হুমকি দিয়ে আসছিল ওই যুবক। তার কথা না মানলে তরুণীকে নৃশংসভাবে খুন করতেও যে সে পিছপা হবে না, সে কথাই সে স্পষ্ট করে দিয়েছিল। শেষমেশ ভয়ের চোটেই পুলিশের দ্বারস্থ হন ওই মুসলিম তরুণী। তদন্ত চালিয়ে যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধে পেনাল কোডের একাধিক ধারায় মামলাও রুজু করা হয়েছে।
আরও শুনুন: বিয়ারের বোতলে হিন্দু দেবীর ছবি, বাজার থেকে পণ্য তুলে নেওয়ার দাবিতে সরব হিন্দুরা
তবে মধ্যপ্রদেশের এই ঘটনায় যেন সাধারণভাবে পুরুষের চোখে মেয়েদের অবস্থানটাই আরও একটু স্পষ্ট হয়ে উঠল। যে কোনও ক্ষেত্রেই মেয়েদের নিজস্ব মতামতকে গুরুত্ব দেওয়ার কথা ভাবেন না অনেক পুরুষই। আর সেই কারণেই প্রেমে প্রত্যাখ্যান মেনে নিতে সমস্যা হয় তাঁদের অনেকের। আর তখনই, কার্যত অবাধ্যতার শাস্তি দেওয়ার মনোভাব থেকেই মেয়েটিকে নিজে হাতে কঠোর শাস্তি দিতে উদ্যত হয় কেউ কেউ। আগেও প্রেমে প্রত্যাখ্যানের দরুন অ্যাসিড ছোঁড়ার ঘটনা কম শোনা যায়নি। আর সম্প্রতি দেখা যাচ্ছে আরও ভয়ংকর এক প্রবণতা। কখনও দীর্ঘদিন প্রেমপর্ব চালানোর পর প্রেমিকাকে টুকরো টুকরো করে ফেলছে কোনও যুবক, তো কখনও প্রেম শুরু হওয়ার আগেই মিলছে হুমকি। জাতপাত নির্বিশেষে মেয়েদের অবস্থাটা যেন একইরকম। কিছুদিন আগেই দেশজুড়ে তোলপাড় ফেলেছিল শ্রদ্ধা-হত্যা রহস্য। দিল্লিতে লিভ-ইন সঙ্গী শ্রদ্ধা ওয়ালকারকে খুন করে ৩৫ টুকরো করেছিল প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। এবার যেন তারই ছায়া দেখা গেল মধ্যপ্রদেশের এই ঘটনায়।