হিন্দু ধর্মগুরুকে সম্মান জানাবে নাসা। তাদের আসন্ন চন্দ্রাভিযানেই ওই ধর্মগুরুকে বিশেষ সম্মান দেওয়া হবে। কোন ধর্মগুরুর কথা বলছি? তাঁকে ঠিক কেমন সম্মান দেওয়া হবে? আসুন শুনে নেওয়া যাক।
নতুন করে চন্দ্র অভিযান মার্কিন মুলুকে। বেসরকারি সংস্থার উদ্যোগে পৃথিবীর উপগ্রহে যান পাঠানোর ব্যবস্থা করেছে জনপ্রিয় মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। আর সেই যানের মাধ্যমেই এক জনপ্রিয় হিন্দু ধর্মগুরুকে বিশেষ সম্মান জানানোর ব্যবস্থা করা হয়েছে।
আরও শুনুন: রামলালার ঘর তো হল, এবার জগন্নাথ আর হনুমান মন্দির! গড়া হচ্ছে আরও ৫ ‘দামি’ মন্দির
সম্প্রতি, রাম মন্দির উদ্বোধন ঘিরে গোটা বিশ্বে চর্চা শুরু হয়েছিল। বিভিন্ন দেশে রামলালার প্রাণপ্রতিষ্ঠা রীতিমতো উদযাপনও করা হয়। এই আবহে সৌদিতে হিন্দু মন্দিরের শুভ সূচনা করেন নরেন্দ্র মোদি। যা স্রেফ সৌদি নয়, গোটা মধ্যপ্রাচ্যের সবথেকে বড় হিন্দু মন্দির হিসেবে পরিচিতি পাচ্ছে। সব মিলিয়ে গোটা বিশ্ব জুড়ে হিন্দু ধর্ম যে চর্চার কেন্দ্রে তা বলাই যায়। যার ছাপ স্পষ্ট বোঝা গেল মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র-র সাম্প্রতিক পদক্ষেপে। এমনিতে গোটা বিশ্বের যত মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে তার মধ্যে নাসার নাম বেশ উপরের দিকেই। তাঁদেরই অংশ ওই বেসরকারি সংস্থা। তাঁদের সাম্প্রতিক অভিযানটি চাঁদকে কেন্দ্র করে। ব্যক্তিগত উদ্যোগে ওই বেসরকারি সংস্থা চাঁদে যান পাঠানোর ব্যবস্থা করেছে। যার মাধ্যমে চন্দ্র পৃষ্ঠের হাল হকিকত আরও ভালো ভাবে বোঝার চেষ্ঠা চালাবে ওই মার্কিন গবেষণা কেন্দ্র। পরবর্তীকালে নতুন কোনও চন্দ্রাভিযানে বিশেষ সুবিধা করবে এই যান, এমনটাই মনে করছে বিজ্ঞানী মহল। তবে নতুন যে যানটি চাঁদে পাঠানো হচ্ছে তার সঙ্গে হিন্দু ধর্মের বেশ ভালমতো যোগ রয়েছে। বলা ভালো, সৌদিতে প্রতিষ্ঠিত নতুন হিন্দু মন্দিরটিরও পরোক্ষ যোগ রয়েছে এই অভিযানের সঙ্গে। কারণ এই মহাকাশ যানের ভিতর রাখা হয়েছে একটি বিশেষ ফলক। যার মধ্যে খোদাই করা জনপ্রিয় হিন্দু ধর্মগুরুর নাম। যাঁর প্রতিষ্ঠানের উদ্যোগেই সৌদিতে হিন্দু মন্দির তৈরি হয়েছে।
আরও শুনুন: মন্দির বেশি হলে হিন্দুরা অন্য ধর্মে যাবেন না! বাড়ছে ধর্মান্তর আটকানোর নয়া ভাবনা
ঠিক ধরেধেন, যে হিন্দু ধর্মগুরুর কথা বলা হচ্ছে তিনি বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) বা BAPS-এর শীর্ষ স্থানীয় এক গুরু ছিলেন। জানা গিয়েছে BAPS-র পঞ্চম গুরু প্রমুখ স্বামী মহারাজের নামাঙ্কিত ফলকই থাকবে ওই চন্দ্রযানের ভিতরে। মার্কিন সংস্থার দাবি, প্রমুখ স্বামী তাঁর জীবদ্দশায় জাতির কল্যাণের জন্য অনেক কাজ করেছেন। তাঁর পাথেয় অনুসরণ করেই হিন্দু ধর্মকে বিশ্বজনীন করে তুলতে পেরেছে তাঁর অনুগামীরা। সংস্থার তরফেও তাই এই মহানুভবকে শ্রদ্ধা জানানো হয়েছে। ঠিক কেমন ফলক চন্দ্রযানের ভিতর থাকবে তার ছবিও নেটদুনিয়ায় প্রকাশ করেছে ওই সংস্থা। যা দেখে আবেগে ভেসেছে ধর্মগুরুর অনুরাগীরা। এমনিতেই সৌদির ওই মন্দির প্রতিষ্ঠার পর BAPS-র চর্চা চলছে সর্বত্রই। সেই আবহে নাসার এই সম্মান নতুন করে আলোড়ন তৈরি করেছে।