‘জয় শ্রীরামে’ আপত্তি কীসের! কেউ চাইলে ১০০০ বার রামনাম করুন। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটাই সাফ জানালেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। ঠিক কোন প্রসঙ্গ এমন মন্তব্য ভারতীয় বোলারের? আসুন শুনে নেওয়া যাক।
বিশ্বকাপের এক ম্যাচে মাটিতে বসে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মহম্মদ শামি। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। এরপরও ধর্মের প্রসঙ্গ টেনে তারকা পেসারকে নিয়ে বহুবার বিতর্ক ঘনিয়েছে। সেই শামি এবার সাফ জানালেন রামনামে তাঁর এতটুকু আপত্তি নেই। বরং কেউ যদি ১০০০ বার রামনাম করে তাতেও বিন্দুমাত্র সমস্যা নেই তাঁর।
আরও শুনুন: রাষ্ট্রের ‘রা’ আর মাতার ‘মা’ মিলে ‘রামা’, এই নামেই গরুকে ডাকতে চান সন্ন্যাসীরা
বল হাতে বিপক্ষ ব্যাটারের গায়ে জ্বর আনেন। দেশের জার্সি গায়ে বিশ্বকাপেও অনন্য নজির গড়েছেন। তবু বিতর্ক যেন পিছু ছাড়ে না মহম্মদ শামির। ব্যক্তিগত জীবন হোক বা ক্যারিয়র, একাধিক বার বিভিন্ন ইস্যুতে আলোচনায় উঠে এসেছে তাঁর নাম। সম্প্রতি এক অনুষ্ঠানে পুরনো বিতর্কের প্রসঙ্গে বলতে গিয়ে বিশেষ মন্তব্য করতে শোনা গেল মহম্মদ শামিকে। বিশ্বকাপের লিগ ম্যাচে ১৮ রানে ৫ উইকেট নিয়ে একাই শ্রীলঙ্কার ইনিংসে ধস নামিয়েছিলেন শামি। তারপরেই মাটিতে বসে পড়েছিলেন তিনি, অনেকটা নমাজ পড়ার আদলে। যা নিয়ে নেটপাড়ায় বিতর্ক উসকে উঠেছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ভারত বলেই কি প্রকাশ্যে সজদা করতে চেয়েও করতে পারেননি তারকা পেসার? সেই বক্তব্যকে সপাটে মাঠের বাইরে ফেলেই শামি জবাব দিয়েছিলেন তিনি যদি মাঠে বসে প্রার্থনা করতে চান, তাতেই বা কার কী সমস্যা? আবারও সেই সাজদার কথা উল্লেখ করেই তাঁর মন্তব্য, ‘জয় শ্রীরাম’ ধ্বনিতেও কোনও আপত্তি নেই তাঁর। রাম মন্দির উদ্বোধনের কথা উল্লেখ করে তারকা পেসার বলেন, কেউ চাইলে ১০০০ বার রামনাম জপ করতে পারে। তবে একইভাবে তিনিও তাঁর ধর্মের উপাস্যের নাম করতে পারেন। দুই-এর মধ্যে আলাদা কিছু নেই বলেই দাবি মহম্মদ শামির। তাই এতে কোনও সমস্যা নেই।
আরও শুনুন: বিয়েবাড়িতে এলেই হাতে হেলমেট ধরাচ্ছেন কনের বাবা, তাজ্জব বরযাত্রীরা
মুসলিম এবং ভারতীয়, এই দুই পরিচয়ের জন্যই তিনি গর্বিত এবং এই দুয়ের মধ্যে যে কোনও বিরোধ নেই, সে কথা আগেই বুঝিয়েছিলেন শামি। এবার আরও একবার সেই প্রসঙ্গ টেনে শামির দাবি, যে কোনও ধর্মে এরকম কিছু মানুষ থাকবেই, যারা অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে জানেন না। তাঁদের কাছে নিজের ধর্ম ছাড়া বাকি সবই অশ্রদ্ধার। শামি নিজে কোনওভাবেই সেই দলে পড়েন না। তাই রামনামে তাঁর কোনও সমস্যা নেই। নিজের ধর্মকে যেমন শ্রদ্ধা করতে হবে, তেমন শ্রদ্ধার জায়গা থাকবে অন্যের ধর্মও। সাজদা বিতর্কের পর ঠিক যেভাবে নামাজ পড়ার অনুমতি নিয়ে সপাট জবাব দিয়েছিলেন শামি। এবার রামমন্দিরের প্রসঙ্গ টেনেও তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘জয় শ্রী রাম’-এ তাঁর কোনও আপত্তি নেই।