হিজাব বিতর্কে নিজের বক্তব্য স্পষ্ট করলেন মিস ইউনিভার্স হরনাজ সান্ধু। সারা দেশে আলোড়ন ফেলে দেওয়া এই প্রসঙ্গটিতে আগেই নিজের মতামত জানিয়েছিলেন তিনি। এবার নিজের সেই কথাকেই ফের ব্যাখ্যা করলেন হরনাজ। ঠিক কী বলেছেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
হিজাব বিতর্ক নিয়ে ফের মুখ খুললেন ২০২১ সালের মিস ইউনিভার্স খেতাবজয়ী হরনাজ সান্ধু। দেশের যুবসমাজের একজন হিসেবেই এই প্রসঙ্গে কথা বলা প্রয়োজন, এমনটাই মনে করেন তিনি। তাঁর ধারণা, হিজাব প্রসঙ্গে তাঁর আগের বলা কথায় কারও কারও কাছে ভুল বার্তা গিয়েছে। আর সেই কারণেই নিজের বক্তব্য এবার স্পষ্ট করে জানালেন সান্ধু।
আরও শুনুন: ‘হিজাব আমার প্রতিভাকে ঢাকতে পারবে না’, বিশ্ব কাঁপাচ্ছেন এই পাক র্যাপার
২৪ বছর বয়সি মিস ইউনিভার্স জানালেন, প্রত্যেকের ব্যক্তিগত পছন্দকে সম্মান করেন তিনি। পৃথিবী জুড়ে ভিন্ন ভিন্ন ধর্ম-বর্ণের, ভিন্ন ভিন্ন সমাজ-সংস্কৃতি থেকে আসা নারীরা রয়েছেন। প্রত্যেকের সেই ভিন্নতাকে সম্মান জানানো উচিত বলে মনে করেন সান্ধু। আর সেই কারণেই তাঁর মতে প্রত্যেকের পোশাক নির্বাচনের স্বাধীনতাও থাকা উচিত। অর্থাৎ হিজাবকে প্রধানত একটি পোশাক হিসেবেই দেখছেন তিনি। তিনি আরও বলেছেন, যদি কোনও মেয়ের উপর হিজাব পরার ফতোয়া চাপিয়ে দেওয়া হয়, অর্থাৎ মেয়েটি যদি পিতৃতান্ত্রিক অবদমনের মুখোমুখি হয়, সেক্ষেত্রে তাকেই সবার আগে মুখ খুলতে হবে। নিজের কথা বলতে হবে তাকেই। সান্ধুর কথায়, “যতক্ষণ না সে নিজের পাশে দাঁড়াচ্ছে, আমি তার পাশে দাঁড়াব কীভাবে?”
আরও শুনুন: শবরীমালা থেকে হিজাব: বিচারব্যবস্থার পদক্ষেপে সংবিধান অবলম্বন করেই মুছছে সামাজিক ছুঁতমার্গ
গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল সান্ধুর বক্তব্য-সহ একটি ভিডিও ক্লিপ। সেখানে দেখা গিয়েছিল হিজাব বিতর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করছেন এক সাংবাদিক। উত্তরে সান্ধু সব মানুষের কাছেই আবেদন জানান, মেয়েদের আক্রমণ করা বন্ধ হোক। তারা যেভাবে বাঁচতে চায় সেভাবেই বাঁচতে দেওয়া হোক তাদের, এমনই দাবি জানিয়েছিলেন সান্ধু। তাঁর দেশে ফেরা উপলক্ষ্যে ১৭ মার্চ মুম্বইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই কথা বলেছিলেন গত বছরের মিস ইউনিভার্স খেতাবজয়ী তারকা। কিন্তু তাঁর বক্তব্য শুনে অনেকেই মনে করেন পরোক্ষে হিজাবকেই সমর্থন করেছেন তিনি। তাই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে ফের সরব হলেন হরনাজ সান্ধু।