শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন ভক্তরা। কাঁধে বাঁক নিয়ে দীর্ঘ পথ পার করেছেন তাঁরা। তাই তাঁদের ক্লান্তি দূর করার পণ নিয়েছে এক যুবক। কিন্তু সাধারণ পানীয় জল নয়, বাবার মাথায় জল ঢালতে যাওয়া ভক্তদের বিনামূল্যে বিয়ারের ক্যান বিলি করছে সে। ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই শুরু হয়েছে নেটদুনিয়ায়। কোথায় ঘটল এমন কাণ্ড? আসুন শুনে নেওয়া যাক।
কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন ভক্তরা। রাস্তায় তাঁদের জন্য জলের গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন। দেশের বিভিন্ন শিবক্ষেত্রগুলিতে এমন দৃশ্যের সাক্ষী থাকা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু কখনও দেখেছেন জলের বদলে পুণ্যার্থীদের দেওয়া হচ্ছে মদ? সম্প্রতি, এমনই কাণ্ড ঘটিয়ে গ্রেপ্তার হয়েছে এক যুবক।
আরও শুনুন: প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে চিঠি খুদে পড়ুয়ার, জবাব দিলেন মোদিও
ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের। সম্প্রতি, নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে যা সমক্ষে এসেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যুবক বেশ কয়েকটি বিয়ারের ক্যান নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে। তাঁকে অতিক্রম করে কাঁধে বাঁক নিয়ে হেঁটে যাচ্ছেন পুণ্যার্থীরা। সাধারণত এই যাত্রাকে কানওয়ার যাত্রা বলা হয়। আর যাঁরা মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছেন তাঁদের বলা হয় ‘কানওয়ারি’। সারাদিন প্রায় উপোস থেকে শিবের মাথায় জল ঢালতে যান এঁরা। পথে অনেকেই জল নিয়ে তাঁদের জন্য দাঁড়িয়ে থাকেন। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক অদ্ভুত দৃশ্য। এক যুবক কানওয়ারিদের প্রত্যেককে একটি করে বিয়ার নেওয়ার জন্য অনুরোধ করছেন। শুনতে অবাক লাগলেও সত্যি। সাত্ত্বিক ভাবে মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছেন যাঁরা, তাঁদেরই বিনামূল্যে মদ বিলি করার চেষ্টা করছে ওই যুবককে। অনেকেই তার প্রস্তাবে রাজি না হয়ে চলে যাচ্ছেন। আবার কেউ কেউ দাঁড়িয়ে কাঁধে বাঁক থাকা অবস্থাতেই বিয়ারের ক্যান নিয়ে যাচ্ছেন। স্বাভাবিক ভাবেই, এমন ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই বেশ হইচই পড়ে যায় নেটদুনিয়ায়। যুবকের এমন কাণ্ডকে অনেকেই ঘোর অন্যায় বলে দাগিয়ে দেন। অনেকে বলেন শুধুমাত্র ওই যুবক নয়, যারা বিয়ারের ক্যান নিচ্ছেন তাঁরাও সমান অপরাধী। অনেকে আবার উলটো সুরও গেছেন। তাঁদের প্রশ্ন, সত্যিই কী ওই যুবক কোনও অন্যায় করেছে? সে প্রশ্নের উত্তর অবশ্য দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের পুলিশের তরফে।
আরও শুনুন: ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী, জানেন কে এই পূর্ণা মালাবত?
সর্বভারতীয় সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, প্রকাশ্যে মদ বিলির অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। ভাইরাল ভিডিওটি চোখে পড়া মাত্রই পদক্ষেপ নেন উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিকরা। আলিগড়ের একটি রাস্তা থেকে যুবককে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, যুবকের নাম যোগেশ। তবে কী উদ্দেশ্য নিয়ে সে পুণ্যার্থীদের মদ বিলি করছিল, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা জানানো হয়নি। একইসঙ্গে এতগুলো বিয়ারের ক্যান কোথা থেকে সে পেল, তার খোঁজও শুরু করেছে পুলিশ। ঘটনার প্রমাণ হিসেবে, ভাইরাল ভিডিওর একটি ছবি ও গারদের ওপারে থাকা যোগেশের ছবি নেট্মাধ্যমে প্রকাশ করেছে উত্তরপ্রদেশ প্রশাসন।
In UP's Aligarh, several videos of a man offering beer to Kanwariyas on the road has surfaced. An FIR under relevant sections of excise act has been registered. pic.twitter.com/KF2xQjeWfH
— Piyush Rai (@Benarasiyaa) February 17, 2023