‘খাবার কখন দেওয়া হবে?’ ভাষণের মাঝেই প্রধানমন্ত্রীকে থামিয়ে দিয়ে প্রশ্ন ছুঁড়লেন এক ব্যক্তি। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে পাকিস্তানের এক সভায়। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই কাণ্ডের ভিডিও। আসুন, শুনে নেওয়া যাক।
বক্তৃতা শোনার দিকে নয়, খাবারের দিকেই আগ্রহ। হাই প্রোফাইল সভার মধ্যেই সে কথা সাফ বুঝিয়ে দিলেন এক শ্রোতা। খোদ দেশের প্রধানমন্ত্রীকেই ভাষণ দেওয়ার মাঝে থামিয়ে দিলেন তিনি। প্রশ্ন ছুঁড়লেন, খাবার কখন দেওয়া হবে? হ্যাঁ, সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে পাকিস্তানের এক সভায়। ভরা সভার মাঝে এমন অস্বস্তিকর পরিস্থিতিতেই পড়েছিলেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইতিমধ্যেই আন্তর্জালের সূত্রে চাউর হয়ে গিয়েছে সেই কাণ্ডের ভিডিও।
আরও শুনুন: মশলাতেই বাজিমাত, বিশ্বের সেরা খাবারের তালিকায় পঞ্চম স্থান ভারতীয় খানার
কী ঘটেছে ঠিক?
জানা গিয়েছে, সম্প্রতি খাইবার পাখতুনখাওয়ায় এক সমাবেশে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতেই সেখানে গিয়েছিলেন তিনি। উপস্থিত ছিলেন খাইবার পাখতুনখাওয়ার গভর্নর হাজি গোলাম আলি, পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, তথ্য এবং সম্প্রচার মন্ত্রী মরিয়ুম আওরঙ্গজেব-সহ আরও অনেক নেতানেত্রীই। পাকিস্তানের ওই এলাকাটির উন্নয়ন হতে পারে কীভাবে, তা নিয়েই গুরুগম্ভীর আলোচনা চলছিল ওই সভায়। বক্তব্য রাখছিলেন খোদ প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর ভাষণের মধ্যেই এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভিডিওতে দেখা গিয়েছে, দর্শকের আসন থেকে উঠে দাঁড়িয়ে ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, কখন খাবার দেওয়া হবে। আচমকা এমন চিৎকারে বাধা পড়ে বক্তৃতায়। খানিক হকচকিয়েও যান শাহবাজ শরিফ। তবে দ্রুতই নিজেকে সামলে নিয়ে তিনি উত্তর দেন, খুব তাড়াতাড়ি খাবার দেওয়া হবে, চিন্তার কিছু নেই। ওই ব্যক্তিকে ফের বসে পড়তেও বলেন প্রধানমন্ত্রী।
আরও শুনুন: তরুণীর চুম্বন পেতে পারেন অচেনা ব্যক্তিও! ক্রিসমাসের এই প্রথার কথা জানেন?
বক্তৃতা শুনতে অনেকেই খুব একটা পছন্দ করেন না। কিন্তু ওই ব্যক্তিকে খোদ দেশের প্রধানমন্ত্রীর ভাষণ থামিয়ে দিতে দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। রাজনৈতিক নেতা মন্ত্রীরা যত প্রতিশ্রুতিই দিন না কেন, বাস্তবে তার অনেক কিছুই পূরণ হয় না- এমন অভিযোগ ওঠে বারেবারেই। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে অনীহা প্রকাশ করে কি সে কথাই বুঝিয়ে দিয়েছেন ওই ব্যক্তি? এমন অনেক প্রশ্নই উঠে এসেছে নেটদুনিয়ায়, তবে কোনও কিছুরই উত্তর মেলেনি।