মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা, তার সঙ্গেই যেন মিশে গিয়েছে ভারতীয় সনাতন ভাবধারা। আর নেটিজেনদের মনে ফিরে এসেছে শ্রবণ কুমারের স্মৃতি। মা-বাবার ইচ্ছাপূরণ সন্তানের কর্তব্য। এই বোধ চিরকালীন। আধুনিক সময়েও তার ব্যতিক্রম নেই।
তিনি যেন মহাকুম্ভের শ্রবণ কুমার। মা-বাবার তীর্থভ্রমণের ইচ্ছাপূরণ করতে কাঁধে করে তাঁদের বয়ে নিয়ে গিয়েছিলেন পৌরাণিক এই চরিত্র। আর মৃতা মায়ের মহাস্নানের ইচ্ছা পূরণ করলেন এক সন্তান। না, তা কোনও কাহিনি নয়। মহাকুম্ভেই জন্ম হল এমন দৃশ্যের।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শাহি স্নান পবিত্র। পুণ্যের সন্ধানে তাই অমৃতকুম্ভে লাখো ভক্তের সমাগম। তার মধ্যেই নানা দৃশ্যের অবতারণা। এবারের কুম্ভে যেমন নজর কেড়েছেন সুন্দরী সাধ্বী হর্ষা রিচারিয়া। এককালে মডেল-অভিনেত্রী ছিলেন। এখন এগিয়ে চলেছেন আধ্যাত্মিকতার পথে। কুম্ভে তাঁর অংশগ্রহণ রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে, তিনি শুধু একা নন, আধুনিক পেশার সঙ্গে যুক্ত বহু ব্যক্তিই এই মিলনমেলায় শামিল হয়েছেন। তাঁদের কেউ কেউ আইআইটি-তে পড়াশোনা করেছেন, কেউ খ্যাতি পেয়েছেন ‘ইঞ্জিনিয়ার বাবা’ নামে। এ ছাড়া বিচিত্র সাধুরা তো আছেনই। সব মিলিয়ে কুম্ভ যে অভূতপূর্ব দৃশ্যমালা উপহার দেয়, এবারও তার ব্যতিক্রম নেই। আর সে সবের মধ্যেই যেন পৌরাণিক কাহিনিকে বাস্তব করে তুলেছেন এক ব্যক্তি।
আরও শুনুন: পুণ্যভূমে কুম্ভ-সুন্দরী, সাধ্বীর প্রজ্ঞায় অমৃতের সন্ধান, কৌতূহল জাগাচ্ছেন বিচিত্র সাধুবাবারাও
সম্প্রতি এক্স হ্যান্ডেলে জনৈকা তরুণী একটি ছবি পোস্ট করেন। দেখা যায়, এক বয়স্ক ব্যক্তি, একজন মহিলার বাঁধানো ছবি হাতে স্নান সারছেন। তাতে অনেক রকম জল্পনা ছড়িয়ে পড়ে। প্রথমে মনে করা হচ্ছিল যে, তিনি বোধহয় তাঁর স্ত্রীর ছবি হাতে স্নানে অংশ নিয়েছেন। পরে তরুণী জানান যে, ব্যক্তিটি তাঁর বাবা। তিনি তাঁর মায়ের ছবি হাতেই স্নান সেরছেন। মা চলে গিয়েছেন ইহলোক ছেড়ে। হয়তো শাহী স্নানের ইছা ছিল তাঁর। কিন্তু তা পূরণ হয়নি। আর তাই মৃতা মায়ের ছবি হাতে স্নান করেই যেন সেই অপূর্ণ ইচ্ছা পূরণ করেছেন তিনি। স্বভাবতই এ ছবি নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে । কুম্ভ জুড়ে নানা ঘটনার ছড়াছড়ি। তবে, মৃতা মাকেও শাহী স্নানে শামিল করার ঘটনা আর দ্বিতীয়টি নেই। পরিবারের প্রতি, মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা, তার সঙ্গেই যেন মিশে গিয়েছে ভারতীয় সনাতন ভাবধারা। আর নেটিজেনদের মনে ফিরে এসেছে শ্রবণ কুমারের স্মৃতি। মা-বাবার ইচ্ছাপূরণ সন্তানের কর্তব্য। এই বোধ চিরকালীন। আধুনিক সময়েও তার ব্যতিক্রম নেই। কুম্ভ যে আক্ষরিক ভাবেই ঐতিহ্যকে স্পর্শ করে থাকে, এ ঘটনা যেন সেই কথাটিকেই তুলে ধরল আরও একবার।