অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ঘিরে সাজো সাজো রব গোটা দেশে। আর এই আনন্দে শামিল দেশের মুসলিমরাও। রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের দাবি অন্তত তেমনটাই। অযোধ্যায় রাম মন্দির নির্মান নিয়ে ঠিক কী প্রতিক্রিয়া মুসলিম সমাজের? আসুন শুনে নেওয়া যাক।
দীর্ঘ বিতর্ক, আইনি বিবাদ পেরিয়ে ভক্তদের জন্য খুলে যাচ্ছে রাম মন্দিরের দরজা। রামজন্মভূমিতে রামলালার প্রতিষ্ঠা ঘিরে উন্মাদনার জোয়ার সারা দেশে। ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়েছেন অনেকেই। তালিকায় বাদ নেই মুসলিমরাও। তবে এই সম্প্রীতির বার্তা মোটেও একতরফা নয়। এক সমীক্ষায় ধরা পড়েছে, দেশের ৭৪ শতাংশ মুসলিমই রাম মন্দিরের পক্ষে।
আরও শুনুন: বাবা বাবরির পক্ষে, ছেলের সমর্থন মোদিকেই, রাম মন্দিরের উদ্বোধনে ডাক সেই ইকবাল আনসারির
রামের নামে মুছবে ধর্মের ভেদ। এমনটা আগেই ঘোষণা করেছিল মন্দির কর্তৃপক্ষ। যার জন্য মুসলিম করসেবক থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানের ডাক পেয়েছেন দেশ-বিদেশের মুসলিম অতিথিরা। আর এই পদক্ষেপে মুসলিমরা কতটা খুশি, তা জানতেই এক বিশেষ সমীক্ষার আয়োজন করেছিল গুজরাটের এক দাতব্য সংস্থা। সেখানেই ধরা পড়েছে, দেশের অধিকাংশ মুসলিম অযোধ্যার রাম মন্দির তৈরিতে অখুশি নয়। সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী এমনটা বলা যায়, দেশের অধিকাংশ মুসলিম মনে করছেন, রামমন্দির নির্মাণে ধর্মীয় ভেদ থাকবে না। রামলালা আসলে ‘সবার’, এই দাবিও শোনা গিয়েছে মুসলিম পক্ষের তরফে। তবে মন্দির নির্মাণে কত সংখ্যক মুসলিম খুশি সেই প্রশ্ন ছিল অনেকের। সমীক্ষার পর তথ্যসহ সেই জবাব দিয়েছে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ। তাঁদের দাবি, প্রায় ৭৪ শতাংশ মুসলিম রাম মন্দির তৈরিতে উচ্ছ্বসিত। এঁরা সকলেই অযোধ্যায় মন্দির তৈরি হওয়ার পক্ষে সওয়াল করেছেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের দাবি, যেসব নেতা বা ভিন ধর্মের মানুষ এখনও মন্দিরের বিরোধিতা করছেন, তাঁদের বয়কট করা হোক।
আরও শুনুন: ‘মুসলিমরাও রামেরই উত্তরসূরি’, সমন্বয়ের বার্তা দিতেই রামজ্যোতি নিয়ে পথে নামছেন দুই মুসলিম তরুণী
জানা গিয়েছে, বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ১০ হাজার মুসলিম এই সমীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে এত সংখ্যক মুসলিম ভোট দিয়েছেন রাম মন্দিরের পক্ষে। এখানেই শেষ নয়। রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের দাবি, দেশের ৭০ শতাংশ মুসলিম মনে করেন মোদি জমানায় বিশ্বের দরবারে ভারতের নাম নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গোটা বিশ্ব ভারতের ক্ষমতা দেখেছে। এমনিতে এই দাবি হামেশাই শোনা যায় বিজেপি নেতাদের মুখে। এমনকি রাম মন্দিরকে সামনে রেখেও এই বিশ্বজনীন হওয়ার কথা বলেন অনেকেই। এবার প্রায় একইসুরে কথা বলতে শোনা গেল মুসলিমদেরও। তাঁদের মধ্যেও অনেকেই যে রাম মন্দির তৈরিতে খুশি সমীক্ষার মাধ্যমে সেই তথ্য সামনে আনল রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ।