‘অনলাইন সৎসঙ্গে কী শেখাবেন রামরহিম বাবা, ধর্ষণ করতে?’ ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ধর্ষণ ও খুনের মামলায় দোষী গুরমিত রাম রহিম সিং-কে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন নেত্রী। ঠিক কী বলেছেন তিনি? শুনে নেওয়া যাক।
প্যারোলে মুক্তি পাওয়ার পরই অনলাইনে সৎসঙ্গ শুরু করেছেন বিতর্কিত ধর্মগুরু তথা ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। অভিযোগ, সেই ধর্মীয় কর্মসূচিতে যোগ দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ধর্মগুরুর কাছ থেকে আশীর্বাদ নিয়েছেন হরিয়ানার একাধিক বিজেপি সাংসদ ও নেতা। তাঁদের মধ্যে রয়েছেন হরিয়ানার করনালের বিজেপি সাংসদ সঞ্জয় ভাটিয়া, করনাল পুরসভার মেয়র রেণুবালা গুপ্ত এবং ডেপুটি মেয়র নবীন কুমার। এই ইস্যুতে আগেও বিজেপি শিবিরের উদ্দেশে তোপ দেগেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার ফের টুইট করে তাঁর প্রশ্ন, ‘অনলাইনে ঠিক কী শেখাচ্ছেন উনি? কীভাবে ধর্ষণ করতে হয়? নাকি কীভাবে খুন করতে হয়?’
আরও শুনুন: মক্কায় আছেন স্বয়ং মক্কেশর মহাদেব! পুরীর শঙ্করাচার্যের দাবিতে শুরু জোর চর্চা
সামনেই হরিয়ানার উপনির্বাচন। পাশাপাশি হিমাচল প্রদেশে বিধানসভা ভোট। ধর্ষণ এবং খুনের দায়ে সাজাপ্রাপ্ত ধর্মগুরুকে নির্বাচনের আগে প্যারোলে ৪০ দিনের জন্য মুক্তি দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার। গত ফেব্রুয়ারিতে পঞ্জাবে বিধানসভা ভোটের আগেও বিতর্কিত এই ধর্মগুরুকে ২১ দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল হরিয়ানা সরকার। বারবার এই ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই বিজেপিকে বিঁধেছে বিরোধী দলগুলি। আর এবার ধর্মগুরুর অনলাইন সৎসঙ্গে বিজেপি নেতানেত্রীদের যোগ দেওয়ার ঘটনায় আরও উসকে উঠেছে সেই বিতর্ক। করনাল পুরসভার মেয়র রেণুবালা গুপ্ত কেবল সৎসঙ্গে যোগই দেননি, রাম রহিমকে ‘পিতাজি’ বলে সম্বোধন করে তাঁকে আবার করনালে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছেন। আর এই ইস্যুতেই তাঁকে বিঁধেছেন মহুয়া। তাঁর সাফ কথা, ‘সাজাপ্রাপ্ত ধর্ষক এবং খুনি রাম রহিমকে বাবা বলে সম্বোধন করছেন করনালের মেয়র। নির্বাচন জেতার জন্য বিজেপির এরকম লোককে প্রয়োজন?’
আরও শুনুন: হিন্দুদের তুলনায় ৩০% বেশি অন্তঃসত্ত্বা হচ্ছে মুসলিম নাবালিকারা, অভিযোগের আঙুল ধর্মীয় আইনের দিকে
জাতীয় ধর্ষক দিবসের ছুটি ঘোষণা করুক বিজেপি, এই মর্মে আগেই গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেত্রী। এবার নতুন করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মহুয়া মৈত্র।