কোনও মুসলিম ব্যক্তি যদি তাঁর দেশকে ভালো না বাসেন, তবে তিনি মুসলিমই নন। সংখ্যালঘু সংগঠনের বৈঠক থেকে সাফ দাবি মুসলিম নেতার। মুসলিমদের জন্য যেসব নীতি নেওয়া হয়েছে, তার জন্য প্রধানমন্ত্রীকেও অকুণ্ঠ প্রশংসায় ভরালেন তিনি।
ইদানীং কালে মাঝে মাঝেই সাম্প্রদায়িক বিতর্কের মুখোমুখি হয়েছে দেশ। একাধিক ইস্যুতে উসকে উঠেছে মুসলিমদের প্রতি দেশের এক অংশের মানুষের বিরাগ। যার জেরে ছোট বড় ঘটনায় অনেকসময়ই দেশ ছাড়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে মুসলিমদের। প্রশ্ন উঠেছে, এ দেশের প্রতি তাঁদের আনুগত্য কতখানি, তার প্রমাণ দিতে হবে। এর মাঝেই এক মুসলিম নেতা সাফ জানিয়ে দিলেন, কোনও মুসলিম ব্যক্তি যদি তাঁর দেশকে ভালো না বাসেন, তবে তিনি মুসলিমই নন। পাশাপাশি তাঁর দাবি, মুসলিমদের দেশের অন্তর্ভুক্ত করার জন্যই একাধিক পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেসবের জন্য প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ওই নেতা।
আরও শুনুন: ১৬ দিনের অপেক্ষাতেও হল না শেষ দেখা, উত্তরকাশীতে শ্রমিককে উদ্ধারের আগেই মৃত্যু বাবার
সম্প্রতি ইন্ডিয়ান মাইনরিটিস ফাউন্ডেশন এবং সুফি ইসলামিক বোর্ডের তত্ত্বাবধানে জজবা-ই-হুবুল-ওয়াতানি সম্মেলনে জমায়েত হয়েছিলেন সব সম্প্রদায়ের মুসলিমরা। সেখানেই প্রধান অতিথি আবদুল সাত্তার, যিনি আবার মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রীও, তিনিই প্রধানমন্ত্রীর প্রশংসা করে এ কথা বলেন। একইসঙ্গে মুসলিমরা যে এ দেশেরই নাগরিক এবং দেশের জন্য কাজ করতে তাঁরাও পিছপা নন, সেই কথাও স্পষ্ট করে দিয়েছেন মুসলিম নেতারা। স্বাধীনতা আন্দোলনের সময়েও যেমন তাঁরা দেশের হয়ে প্রাণ দিয়েছেন, তেমনই এই সময়েও দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য তাঁদের অবদান রয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন নেতারা।
আরও শুনুন: বন্দিদের মন বদলাবে হনুমান চালিশা পড়লেই, নয়া পদক্ষেপ যোগীরাজ্যে
দেশের মসনদে বসার পরে মুসলিমদের জন্য একাধিক পদক্ষেপ করার ভাবনা নিয়েছে বিজেপি সরকার। নাকচ করা হয়েছে বিতর্কিত তিন তালাক প্রথা। একইভাবে মুসলিম মহিলাদের সমানাধিকারের জন্যই ইউনিফর্ম সিভিল কোড জরুরি, এমনটাই বোঝাতে তৎপর বিজেপি। যদিও দেশে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হওয়ার প্রস্তাবের তীব্র বিরোধিতাই করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। সংগঠনের সাফ দাবি, এই বিধি অপ্রয়োজনীয়, বাস্তবজ্ঞানবর্জিত এবং দেশের জন্য তা ক্ষতিকরই। কিন্তু এই সংগঠন থেকে এবার শোনা গেল উলটো সুরই। মোদি আমলে মুসলিমদের জন্য যেসব পদক্ষেপ করা হয়েছে, সেই সবকিছুকেই স্বাগত জানালেন এই মুসলিম নেতারা।