নির্বাচনের আগে সামনে আসে প্রার্থীদের সম্পত্তির হিসেবনিকেশ। দেখা যায়, লক্ষ কোটি টাকার সম্পত্তির মালিক অনেকেই। কিন্তু সেই ভিড়ে ব্যতিক্রম এই প্রার্থী। আসন্ন নির্বাচনে সবচেয়ে দরিদ্র প্রার্থী ইনিই।
নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় সম্পত্তির খতিয়ান দিতে হয় প্রার্থীদের। স্পষ্ট করে জানাতে হয়, স্থাবর অস্থাবর মিলিয়ে কী কী সম্পত্তি রয়েছে তাঁর। ভোটের আগে এই বিষয়টির দিকেও নজর থাকে সারা দেশের। দল মত নির্বিশেষে সম্পত্তির বিচারে এ ওকে টেক্কা দেন প্রার্থীরা। যেমন চব্বিশের ভোটের কমিশন যে তথ্য দিয়েছে, তা থেকে জানা যাচ্ছে, প্রথম দফায় দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৬১৮ জন। সম্পত্তির হিসেব নিলে দেখা যাচ্ছে, এঁদের প্রতি ১০ জনের মধ্যে একজন কোটিপতি। এক-একজনের সম্পত্তির পরিমাণ এতই বিপুল যে কেবল কোটিপতি বললেও তার পরিমাপ হয় না। এই যেমন মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নকুল নাথের মোট সম্পত্তির পরিমাণ ৭১৬ কোটি ৯৪ লক্ষ টাকা। হাত শিবিরের বর্ষীয়ান নেতা কমল নাথের পুত্রের সম্পত্তির খতিয়ান দেখে চক্ষু চড়কগাছ সকলের। মনোনয়ন দাখিল করা প্রার্থীদের মধ্যে ধনীদের শীর্ষে রয়েছেন তিনিই। তা বলে অন্যরাও পিছিয়ে নেই। ৬৬২ কোটি ৪৬ লক্ষ টাকা নিয়ে ধনী প্রার্থীদের তালিকায় দ্বিতীয় স্থানে এআইএডিএমকের ইরোডের প্রার্থী অশোক কুমার, আবার তৃতীয় স্থান দখল করেছেন তামিলনাড়ুর শিবগঙ্গার বিজেপি প্রার্থী দেবনাথন যাদব টি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩০৪ কোটি ৯২ লক্ষ টাকা। সব দল সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করার পর এই হিসেব বদলে যাবে কি না, তাও জোর দিয়ে বলার উপায় নেই।
আরও শুনুন:
ভোটের বাজার হাজারও দুর্নীতির অভিযোগে সরগরম, আদৌ কি তাতে প্রভাবিত হন ভোটাররা?
তবে এই ছবিটাই যে একমাত্র নয়, মুদ্রার একটা অন্য পিঠও যে রয়েছে, সম্প্রতি সে কথাও মনে করিয়ে দিল এই সম্পত্তির তালিকা। কমিশনের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, এহেন কোটিপতিদের ভিড়ে এমন প্রার্থীও রয়েছেন, যাঁদের মোট সম্পত্তির পরিমাণ লক্ষ বা কোটি দূরে থাক, কয়েকশো টাকা মাত্র। এই তালিকার প্রথমেই থাকছেন তামিলনাড়ুর পোনরাজ কে। পেশায় রংমিস্ত্রি এই ব্যক্তি থুটুকুডি কেন্দ্র থেকে নির্দল হিসেবে ভোটে লড়ছেন। নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩২০ টাকা। এর মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৩০০ টাকা, আর স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র ২০ টাকা। দম্পতির কাছে কোনও নগদ টাকা নেই বলেই দাবি। তবে হ্যাঁ, কোনও ঋণের বোঝাও নেই তাঁর মাথার উপরে। সবচেয়ে দরিদ্র প্রার্থী হিসেবেই আসন্ন নির্বাচনে লড়তে চলেছেন পোনরাজ কে।
তবে তিনি একা নন একেবারে। তামিলনাড়ুর চেন্নাই নর্থ আসনের নির্দল প্রার্থী সুরিয়ামুথু জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫০০ টাকা। পেশায় নিরাপত্তারক্ষী এই ব্যক্তির কাছে বাড়ি-জমির মতো কোনও স্থাবর সম্পত্তিও নেই। আবার মহারাষ্ট্রের প্রার্থী কার্তিক গেন্দলালজি ডোকে-রও সম্পত্তির পরিমাণ ৫০০ টাকাই। তবে পরিবারের একটি অলটো ৮০০ গাড়ি তাঁর কাছে থাকে, সেটি ভাড়া খাটিয়েই তাঁর সংসার চলে বলে জানিয়েছেন ওই ব্যক্তি।
আরও শুনুন:
প্রথমবার আঙুলে কালি, ভোটের খেলা ঘুরিয়ে দিতে ওস্তাদ নতুন ভোটাররাও
জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল, প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়া ১,৬১৮ জন প্রার্থীর মধ্যে ২০ শতাংশই কোটিপতি। তবে তাঁদের মধ্যে রয়ে গিয়েছেন এই প্রার্থীরাও। শাইনিং ইন্ডিয়ার উলটো পিঠে যে ‘হ্যাভ-নটস’দের ভারতও রয়ে গিয়েছে এখনও, সে কথাই যেন মনে করিয়ে দিচ্ছে পোনরাজ-সুরিয়ামুথুরা।