অশান্ত বাংলাদেশে হেনস্তার শিকার হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। বিগত কয়েকদিন এমনই অভিযোগ সামনে আসছে। এই আবহে গুজবে কান না দিয়ে এক হওয়ার বার্তা দিয়েছেন বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন দাস। ঠিক কী বলছেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
লাগাতার আন্দোলনের চাপে শেখ হাসিনার পদত্যাগ। সরকারেরের পতনে অগ্নিগর্ভ ওপার বাংলা। সেনা শাসনেও কমছে না নৈরাজ্য। এই অবস্থায় সবথেকে বেশি আতঙ্কে দিন কাটাচ্ছেন ওপার বাংলার হিন্দুরা। অভিযোগ, সংখ্যালঘু হিসেবে তাঁরাই বারবার আক্রান্ত হচ্ছেন। শিল্পী রাহুল আনন্দের বাড়িতে আক্রমনের খবরও ইতিমধ্যেই নেটদুনিয়ায় আলোড়ন ফেলেছে। জানা গিয়েছিল, একইভাবে আক্রান্ত হয়েছেন সে দেশের হিন্দু ক্রিকেটার লিটন দাস। তবে এই খবর যে সম্পূর্ণ ভুল, তা জানিয়েছেন লিটন নিজেই।
:আরও শুনুন:
হাসিনার পরিণতি দেখে ভয় পাচ্ছেন মোদি, বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার
৫ আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকেই গোটা দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়। লুঠতরাজের পাশাপাশি সহিংসতা শুরু হয়। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা, লাগাতার এই অভিযোগই আসতে থাকে। এ দেশের হিন্দুত্ববাদীরাও বিষয়টি নিয়ে সরব হন। এমনকি বিজেপি নেতারাও কেন্দ্রের কাছে এই নিয়ে পদক্ষেপ করার আর্জি জানান। ৭১’র মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে মোদিকে ইন্দিরা গান্ধীর পথেই হাঁটার অনুরোধ করেন এক বিজেপি নেতা। নেটদুনিয়াও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলা আক্রমনের খবরে ভরে যায়। পরিস্থিতি আরও জটিল হয়, যখন একের পর এক বিখ্যাত মানুষের উপর হওয়া আক্রমনের খবর সামনে আসে। ঠিক যেভাবে সামনে এসেছিল বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন দাসের উপর হওয়া আক্রমনের খবর। নেটদুনিয়ায় ছড়িয়েছিল, লিটন দাসের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আকন্ত হয়েছে ক্রিকেটার নিজেও। কিন্তু এই খবর সম্পূর্ণ ভুয়ো বলেই জানিয়েছেন লিটন নিজে। বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় বিবৃতিও দিয়েছেন তিনি।
:আরও শুনুন:
নতুন সরকার, কোন খাতে গড়াবে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক?
অশান্তির মাঝে সবাইকে এক হওয়ার বার্তাই দিয়েছেন ওপার বাংলার হিন্দু ক্রিকেটার। এমনিতে সোশাল মিডিয়ায় বাংলাদেশের ধর্মীয় ভেদাভেদ নিয়ে বিভিন্ন মন্তব্য ভেসে বেড়ায়। অনেকেই দাবি করেন সে দেশের হিন্দুরা অত্যন্ত নিপীড়িত এবং অত্যাচারিত। হাসিনা সরকারের পতনে যে অরাজক পরস্থিতি তৈরি হয়েছে, তাতে এমন অভিযোগ মাত্রা আরও বেড়েছে। তবে লিটন এই ভেদাভেদ প্রশ্রয় দিতে নারাজ। জনপ্রিয় ক্রিকেটারের দাবি বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। তিনি অন্তত তেমনটাই বিশ্বাস করেন বলে সোশাল মিডিয়ায় জানিয়েছেন লিটন। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দেশ সবার, তাই একে অন্যকে রক্ষার দায়িত্বও সবাকে নিতে হবে। এমনটাও লিখেছেন লিটন। স্রেফ তিনি একা নন, অশান্ত বাংলাদেশকে শান্ত হওয়ার আর্জি জানিয়েছেন শিল্পমহলের আরও অনেকেই। জাত-ধর্মের ভেদ ভুলে সবাই একসঙ্গে মিলেমিশে থাকলেই সোনার বাংলায় প্রকৃত সোনা ফলবে, এমনটাই মত দুই বাংলার কৃতীদের।