দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন তিনি। কার্গিল যুদ্ধজয়ের অন্যতম কাণ্ডারি তিনি। সেই ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে অভিনব উপায়ে শ্রদ্ধা জানাল ভারতীয় সেনা। কেরলে জলের নিচে তৈরি করা হল শহিদের পোট্রেট। অভিনব এই শ্রদ্ধাজ্ঞাপনে তৈরি হল একটি রেকর্ড-ও। আসুন শুনে নেওয়া যাক।
দেশের মানুষের হৃদয়ে তাঁর ছবি চিরভাস্বর। যতবার কার্গিল যুদ্ধের কথা ফিরে আসে, স্মরণ করা হয় কার্গিল বিজয়দিবস, ততবারই দেশবাসী গভীর শ্রদ্ধায় স্মরণ করে ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে। কিছুদিন আগে এক সিনেমাতে তুলে ধরা হয়েছিল বীর শহিদের কাহিনি। সেই শহিদ বিক্রম বাত্রাকেই অভিনব উপায়ে শ্রদ্ধা জানাল সেনা। শিল্পী দাভিঞ্চি সুরেশের অধ্যাবসায়ে জলের নিচে তৈরি হল শহিদের পোর্ট্রেট।
আরও শুনুন: করতেন জুতো সারাই, তাঁকেও অতিথি হিসাবে ডাক পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি কালাম
এই পোর্ট্রেট এক কথায় অভিনব। তা কেবল ছবিমাত্র নয়। এক তো জলের নিচে আছে এই ছবি। ছবি যাতে অক্ষত থাকে সেইমতো ব্যবস্থা নিতে হয়েছে শিল্পীকে। উপরন্তু জলের নিচে এই পোর্ট্রেট ইন্সটলেশনও ছিল বেশ কঠিন প্রক্রিয়া। পোর্ট্রেটটি লম্বায় ৫০ ফুট লম্বা আর চওড়ায় ৩০ ফুট চওড়া। অর্থাৎ প্রায় ১৫০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে থাকা এই পোট্রেট আন্টারওয়াটার পোর্ট্রেট হিসাবে বিশ্বে বৃহত্তম। স্বাভাবিক ভাবেই এর স্থাপন প্রক্রিয়াও ছিল বেশ শ্রমসাধ্য। বহু ছোট ছোট টাইলসে প্রথমে ফুটিয়ে তোলা হয় ক্যাপ্টেন বিক্রম বাত্রার মুখচ্ছবি। সেগুলিকে সাজানো হয় ক্রমিক নম্বর দিয়ে। এরপর স্কুবা ডাইভারের সাহায্যে জলের নিচে পৌঁছান শিল্পী, এবং টাইলসগুলিকে সাজিয়ে ফুটিয়ে তোলেন ক্যাপ্টেন বাত্রার মুখাবয়ব। পুরো প্রক্রিয়ায় সময় লেগেছে প্রায় ঘণ্টা আটেক। এই উদ্যোগটির নেপথ্যে ছিল ভারতীয় সেনা। কার্গিল বিজয় দিবস উপলক্ষে শহিদ বিক্রম বাত্রাকে শ্রদ্ধা জানাতেই এই বিরাট পোর্ট্রেটের পরিকল্পনা করা হয়। সেইমতো এই পোর্ট্রেট স্থাপিত হলে তা জন্ম দেয় একটি রেকর্ডের। ইউনিভার্সাল রেকর্ড ফোরামের শংসাপত্র অনুযায়ী, জলের নিচে স্থাপিত এতবড় পোর্ট্রেট বিশ্বে আর দ্বিতীয়টি নেই।
A unique homage to #KargilWar Hero Captain Vikram Batra in Pangode Military Station, Thiruvananthapuram.
An underwater portrait measuring 50 ft long and 30 ft wide installed by Artist Davinci Suresh@PIB_India#KargilVijayDiwas @DefenceMinIndia @Tri_Service @rajnathsingh pic.twitter.com/koXJ4lg4AY— PIB in KERALA (@PIBTvpm) July 26, 2022
শহিদ বিক্রম বাত্রাকে এহেন শ্রদ্ধাজ্ঞাপনে উচ্ছ্বসিত বহু মানুষ। শশী থারুর টুইটারে এই শিল্পকর্মকে ‘অনন্য’ বলে অভিহিত করেছেন। ক্যাপ্টেন বিক্রম বাত্রা অনন্য সাহসিকতারই সমনাম। দেশের জন্য তিনি যেভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন, দেশ চিরকাল তা স্মরণ করবে। ক্যাপ্টেন বাত্রাকে মরণোত্তর পরমবীর চক্র সম্মানো প্রদান করা হয়েছে। সেই শহিকে স্মরণ করে তৈরি শিল্পকর্ম যখন বিশ্বে নতুন রেকর্ডের জন্ম দেয়, তখন তা যেন শহিদের প্রতি যথোপযুক্ত শ্রদ্ধাজ্ঞাপন হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় তাই এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী।