‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা’… সে প্রেমের নেশা করুন তাতে আপত্তি নেই, কিন্তু নেশার ঝোঁকে বেহুঁশ হলেই বিপদ। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু প্রেমদিবসে যেখানে সেখানে নজরকাড়া অফার দেখে কাণ্ডজ্ঞান হারিয়ে বসলে সর্বনাশ। আসুন শুনে নেওয়া যাক, এ ব্যাপারে কী বলছে কলকাতা পুলিশ।
বিশেষ বিশেষ দিন মানেই বিশেষ বিশেষ অফার। ভার্চুয়াল বাজারে আকর্ষণীয় ছাড়ে মিলবে জামা, জুতো, মেকআপ কিট, এমনকি বাসন মাজার ছোবড়া পর্যন্ত। রেস্তরাঁয় গেলে অফার, নির্দিষ্ট মূল্যের বিলে হাতে পাবেন একখানা বেলুন কি একখানা পেন। আসলে, কোথাও ছাড়ের গন্ধ পেলেই মানুষ আর মাছির মধ্যে বিশেষ তফাত থাকে না। মনে মনে জানাই আছে, আসলে ছাড় নয়, হয়তো বর্ধিত মূল্যের উপরে বসছে ডিসকাউন্ট। কিংবা ছাড় পেতে গিয়ে বাজেটের উপর আরও খানিক গাঁটগচ্চা যাবে। তবুও, লোভ বড় বালাই। প্রয়োজন না থাকলেও অফারের সামনে মানুষ বড় অসহায়। ঠিক কেনা হয়ে যাবে এটা ওটা সেটা। আর এই সুযোগে কেবল রেজিস্টার্ড ব্র্যান্ডগুলোই যে নিজেদের বিক্রিবাটা চালিয়ে যায় তা নয়। এই সুযোগ নেয় প্রতারণা চক্রগুলিও। ভ্যালেন্টাইন্স ডে-র আগে আগে তাই হুঁশিয়ারি দিল কলকাতা পুলিশ।
আরও শুনুন: প্রেমের জন্য বন্দুকের ডুয়েল দুই রাজপুরুষের, সাক্ষী ছিল কলকাতার ন্যাশনাল লাইব্রেরি
বিশেষ দিনগুলির মধ্যে প্রথম সারিতেই রয়েছে ভ্যালেন্টাইন্স ডে। এই দিনটিকে ঘিরে অল্পবয়সি ছেলেমেয়েদের উত্তেজনা তুঙ্গে থাকে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে এদের সংখ্যাই বেশি। আর সেখানে অবাধ আনাগোনা বিভিন্ন ফেক সাইটের। আর সেই কারণেই তাদের বিশেষভাবে সতর্ক করল কলকাতা পুলিশ।
ঠিক কী বলা হয়েছে পুলিশের তরফ থেকে?
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে উপহার কিংবা ছাড়ের প্রস্তাব দেওয়া কোনও লিংকে ক্লিক করার আগে দুবার ভাবুন। এমনকি অচেনা নম্বর থেকেও যদি ফোন আসে এহেন প্রস্তাব নিয়ে, তা এড়িয়ে যান। তরুণ-তরুণীদের উদ্দেশে এমনটাই বলেছে কলকাতা পুলিশের সাইবার সেল। অচেনা কারও ভিডিও কল ধরার ব্যাপারেও সতর্ক করেছে তারা। অচেনা কেউ যদি হঠাৎ অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করে, তাকেও একটু জরিপ করে নেওয়াই ভাল।
আরও শুনুন: পুজোয় প্রেম… শরতেই যেন বসন্তের অকালবোধন
এমনিতেই আজকাল হ্যাকিং-এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটছে আকছার। প্রতারক লিংকে একটি ক্লিক, কিংবা প্রতারকদের ফোন কল জেনে নিতে পারে আপনার ব্যাংক সম্পর্কিত যাবতীয় তথ্য। আর তারপরেই মুহূর্তে ফাঁকা হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্টে থাকা সমস্ত সম্বল। সুতরাং, বুঝতেই পারছেন, এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে আপনাকেও সতর্ক থাকতে হবে অনেকখানি। অচেনা কারও ফাঁদে পা না দিয়ে আপনার বিশেষ দিনটি কাটান বিশেষ মানুষের সঙ্গেই।