বিজেপির বিরুদ্ধে হামেশাই সরব হন রাহুল গান্ধী। অথচ এই বিজেপিকেই নিজের গুরু হিসেবে মনে করেন তিনি। সম্প্রতি নিজে মুখে সেকথা স্বীকার করেছেন কংগ্রেস নেতা। কিন্তু কেন? কোন যুক্তিতে গেরুয়া শিবিরকে নিজের গুরু মনে করেন রাহুল? আসুন শুনে নেওয়া যাক।
বিজেপি আমার রাজনৈতিক গুরু! এমনটা বলছেন খোদ রাহুল গান্ধী। শুধু কথার কথা নুয়, নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন কংগ্রেস নেতা। কেন গেরুয়া শিবিরের নেতারাই তাঁর রাজনৈতিক জীবনের পথপ্রদর্শক, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। আর এমনটা কোনও ব্যক্তিগত পরিসরে বসে নয়, জনসমক্ষেই এ কথা বলেছেন রাহুল।
আরও শুনুন:
গোমাংস খান, অথচ সংসদে শিবের ছবি দেখাচ্ছেন! রাহুলকে তোপ বিজেপি নেতার
একসময় তাঁকে ‘পাপ্পু’ বলে স্রেফ উড়িয়ে দিত বিজেপি। কিন্তু এখন তাঁকে নিয়ে কথা বলতে হচ্ছে খোদ প্রধানমন্ত্রীকেও। লোকসভায় জোড়া আসনে জিতে সংসদে ফিরেছেন। তাঁকেই বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সুবাদে যে কোনও ইস্যুতে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে সরব হচ্ছেন রাহুল। সংসদের অষ্টাদশ অধিবেশনে চোখা বক্তৃতায় ঝড় তুলেছেন। বুঝিয়ে দিয়েছেন, তাঁকে উড়িয়ে দেওয়া আর কোনও দলের পক্ষেই সহজ কাজ হবে না। গোটা দেশে নানা প্রান্তে হিংসা যেভাবে থাবা বাড়াচ্ছে, সে নিয়ে হামেশাই সোচ্চার হন রাহুল। হিংসার সঙ্গে ধর্মের জুড়ে যাওয়া নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেন বহুবার। এই নিয়ে কম কটাক্ষ সহ্য করতে হয়নি তাঁকে। লোকসভা অধিবেশনে তাঁর ‘অভয়মুদ্রা’ দেখানো নিয়েও বিতর্ক হয়েছিল। কোনও কিছুতেই দমে যাননি রাহুল। বরং অকাট্য যুক্তিতে সবাইকে চুপ করিয়েছেন। কিন্তু সেই রাহুল যদি ভরা সভায় বলে বসেন, বিজেপিই তাঁর রাজনৈতিক গুরু, তাহলে অবাক হতেই হয়। সামনে থেকে এমনটা শুনলে যে কারও মনে হতে পারে, এ যেন ভূতের মুখে রামনাম!
আরও শুনুন:
রাজনীতিকদের কোন পথে চলা উচিত? রাহুলকে বুঝিয়েছিলেন শাহরুখ
কিন্তু প্রশ্ন হচ্ছে রাহুল কেন এমনটা বলেছেন?
আসলে, গেরুয়া শিবিরকে ব্যঙ্গ করেই এই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা। সরাসরি না বললেও আকারে ইঙ্গিতে সেই ধারণা স্পষ্ট করেছেন রাহুল। লড়াইয়ে প্রতিপক্ষ শক্তিশালী হলে অনেক কিছু শেখা যায়। রাহুলের মন্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট। লড়াইটা রাজনীতির। সেখানে কেউ কাউকে এতটুকু জমি ছাড়ে না। অপরপক্ষের সামান্য ভুলকেও সর্বসমক্ষে তুলে ধরার চেষ্টা চলে। আক্রমণ, পালটা আক্রমনে গা না সইয়ে নিলে ময়দানে টিকে থাকা যাবে না। এই শিক্ষাই রাহুল পেয়েছেন বিজেপির থেকে, কংগ্রেস নেতার দাবি অন্তত তেমনটাই। ২০০৪ সালে রাজনীতি ময়দানে পা রেখেই বিজেপিকে প্রতিপক্ষ হিসেবে দেখেছেন রাহুল। বর্তমানে একেবারে বিরোধী দলনেতা হিসেবে এই বিজেপির সঙ্গেই সম্মুখ সমরে নেমেছেন। সেক্ষেত্রে তাঁর কোনও ভুল নিয়ে সবার আগে সোচ্চার হন বিজেপি নেতারাই। একজন শিক্ষক যেভাবে ছাত্রের ভুল ধরে, বিষয়টাকে ঠিক সেইভাবে দেখতে চেয়েছেন রাহুল। তাঁর রাজনীতির ময়দানে সবথেক বড় প্রতিদ্বন্দ্বীকেই নিজের গুরু হিসেবে আখ্যা দিয়েছেন রাহুল গান্ধী।