তাজমহলকে ঘিরে ফের দানা বাঁধল বিতর্ক। এবার সৌধ চত্বরে নমাজ পাঠ করতে গিয়ে বিপাকে মুসলিম ব্যক্তি। ঘটনার ভিডিও ঘিরে উত্তেজনা ছড়াল নেটদুনিয়াতেও। ঠিক কী ঘটেছে? আসুন শুনে নিই।
ইদানীং কালে মন্দির-মসজিদ বিতর্কে মাঝে মাঝেই সরগরম হয়ে উঠছে দেশ। সেই তালিকা থেকে বাদ যায়নি ইতিহাসবিজড়িত তাজমহলও। তবে আদালতের নির্দেশ অনুযায়ী এখানে কোনও ভাবেই ধর্মাচরণের অধিকার নেই কারও। তাজমহল চত্বরে বসে প্রার্থনা জানানোও নিষিদ্ধ। সম্প্রতি সেই নির্দেশ অমান্য করে সেখানে নমাজ পড়তে গিয়েই বিপাকে পড়েছেন এক মুসলিম ব্যক্তি।
আরও শুনুন: সেমিতে ৭ উইকেট শামির, ভবিষ্যদ্বাণী করেন আগেই… ফাইনাল নিয়ে কী বললেন সেই ব্যক্তি?
তাজমহল চত্বরে এমনিতে ভিড় লেগেই থাকে। সপ্তম আশ্চর্যের অন্যতম এই সমাধিসৌধ দেখতে দূরদূরান্ত থেকে হাজির হন পর্যটকরা। ঘটনার দিনও একইরকমভাবে তাজমহল চত্বরে ভিড় জমিয়েছিলেন দেশবিদেশের অসংখ্য মানুষ। সৌধের ভিতরে ঢোকার ক্ষেত্রে বিশেষ নিয়ম থাকলেও, বাইরে ঘোরার তেমন নিয়ম নেই বললেই চলে। তাই অনেকেই বাইরের বাগান চত্বরে ঘুরছিলেন। সেখানেই ছিলেন এই মুসলিম ব্যক্তি। ঘোরার উদ্দেশ্য নিয়েই তিনি আগ্রায় গিয়েছিলেন। কিন্তু হঠাৎ তাঁর মনে হয় তাজমহল চত্বরে বসে নমাজ পড়ার কথা। যেমন ভাবা তেমন কাজ। নমাজ পড়ার জন্য যাবতীয় প্রস্তুতি নিতেও শুরু করেন তিনি। জানা গিয়েছে, সৌধ চত্বরের এক বাগানে নমাজ পড়ার জন্য জায়নামাজও বিছিয়ে ফেলেছিলেন ওই ব্যক্তি। কিন্তু ঠিক তখনই তাঁর কাণ্ডকারখানা নজরে আসে এক পাহারাদারের। তাজমহল চত্বরে এই কাজ একেবারেই নিষিদ্ধ। শুধু তাজমহল নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে এএসআই-এর আওতায় থাকা যে কোনও জায়গাতেই ধর্মাচরণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা আদৌ কোনও নির্দিষ্ট ধর্মের জন্য নয়। হিন্দু, মুসলিম কেউই এই বিশেষ সংরক্ষিত স্থানে প্রকাশ্যে প্রার্থনা জানাতে পারবেন না, এমনই নির্দেশিকা জারি করেছে দেশের শীর্ষ আদালত। তাই বিষয়টি নজরে আসতেই ওই মুসলিম ব্যক্তিকে বাধা দেন পাহারার দায়িত্বে থাকা অফিসার। তাঁকে নিয়ে যাওয়া হয় কনট্রোল রুমে। করা হয় জিজ্ঞাসাবাদও। তবে ওই ব্যক্তির সঙ্গে কথা বলে এক এএসআই আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তি না জেনেই এমনটা করে ফেলেছেন। লিখিতভাবে ক্ষমাও চেয়েছেন তিনি। তাই আপাতত তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আগ্রার অন্যান্য জায়গায় ঘুরতেও কোনোরকম বাধা নেই তাঁর।
আরও শুনুন: দীপাবলিতে বাজি পোড়ানোয় আপত্তি করলেই হিন্দুবিরোধী! নেটদুনিয়ায় তোপের মুখে অভিনেত্রী
তাজমহল ঘিরে এহেন ঘটনা নতুন নয়। এর আগেও সৌধ চত্বরে নমাজ পড়ার জন্য চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেক্ষেত্রে ঘটনার জল গড়িয়েছিল অনেক দূর। তবে নিজের ভুল স্বীকার করে নেওয়ার এই ব্যক্তিকে বিশেষ ভোগান্তি পোহাতে হয়নি।