আগামী ভারতের লক্ষ্য স্বচ্ছতা। এই বার্তা দিয়েই গান্ধী জয়ন্তীর প্রাক্কালে ঝাড়ু হাতে ময়দানে নামলেন খোদ প্রধানমন্ত্রী। তবে সাফাই অভিযানে তাঁর সঙ্গে ছিলেন না কোনও বিজেপি নেতা বা কেন্দ্রীয় মন্ত্রী। বরং এক যুবকের সঙ্গে হাতে হাত মিলিয়ে সাফাই করতে দেখা গেল প্রধানমন্ত্রী মোদীকে। কে সেই যুবক? আসুন শুনে নিই।
২০১৪ সালে দেশজুড়ে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গান্ধী জয়ন্তীকে উপলক্ষ করে, ১ অক্টোবর এই কর্মসূচীর আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন তিনি। সেইমতো এতদিন দেশের বিভিন্ন প্রান্তে সাফাই অভিযান চালিয়েছেন নেতা, মন্ত্রী, আমলারা। স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয়েছে, কেন্দ্র সরকারি স্কুল, কলেজগুলিও। এবার খোদ প্রধানমন্ত্রীও ঝাড়ু হা[তে নামলেন ময়দানে। আর তাঁকে সঙ্গ দিলেন ইউটিউব খ্যাত অঙ্কিত বাইয়ানপুরিয়া (Ankit Baiyanpuria)।
আরও শুনুন: মহাত্মা গান্ধীর পথেই আত্মনির্ভরতা শিখুক পড়ুয়ারা, চরকা কাটার ঘর বানাল মাইসুরুর স্কুল
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই দেশ স্বচ্ছ করার লক্ষ্য স্থির করেছিলেন মোদি। দীর্ঘ ৯ বছর ধরে গোটা দেশ জুড়ে ব্যাপক প্রচার পেয়েছে ‘স্বচ্ছ ভারত অভিযান’। বিজেপির তরফে দাবি করা হয়, এই কর্মসূচীর জেরে আগের তুলনায় অনেকটাই স্বচ্ছ হয়েছে গোটা দেশ। তাই প্রতি বছর গান্ধী জয়ন্তীর সময় বিজেপির নেতা মন্ত্রীরা ঝাড়ু হাতে দেশ ‘স্বচ্ছ’ করতে ময়দানে নামতে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীরা ময়দানে নেমেছেন সাফাই-এর লক্ষ্য নিয়ে। তবে এবার সাফাই অভিযানে ঝাড়ু হাতে ময়দানে নেমেছেন মোদিও। তাই তাঁকে নিয়েই মেতে রয়েছে নেটদুনিয়া। সেইসঙ্গে চর্চায় উঠে এসেছে সাফাই অভিযানে মোদির সঙ্গী অঙ্কিত বাইয়ানপুরিয়ার নামও। বছর তিরিশের এই যুবক নেটদুনিয়ার চেনা মুখ। মূলত শরীরচর্চা ভিডিও বানিয়েই ইউটিউবে জনপ্রিয় হয়েছেন। সকলের কাছে তিনিও হালের ইনফ্লুয়েন্সর হিসেবেই পরিচিত। তবে অন্যান্যদের তুলনায় তাঁর জীবনযাপন অনেকটাই আলাদা। দামী গাড়ি, মোবাইল এসব দেখানো নয়, একেবারে সাধারণ ভাবেই ভিডিও করেন অঙ্কিত। তাঁর বাবা পেশায় একজন চাষী। তাই বাড়িঘরও তেমন অবস্থাপন্ন নয়। কিন্তু তাতে কী! তিনি যেমন ঠিক সেটাই তুলে ধরেন ভিডিওতে। আর সকলকে বোঝান রোজকার জীবনে শরীরচর্চা কতটা জরুরী। অঙ্কিত নিজেও প্রাক্তন রেসলার। তাই একেবারে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে শরীর তৈরি করতে হয় সেইসব নিজের অনুগামীদের শেখান তিনি। অঙ্কিতের এই শরীরচর্চাকেই সাফাই অভিযানের সঙ্গে জুড়তে চেয়েছেন মোদি। আর সেই কারণেই স্বচ্ছতা অভি্যানে এই যুবককে সঙ্গী করেছেন তিনি। আর সেকথা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নিজেই। তাঁর কথায়, কেবল পরিষ্কার-পরিচ্ছন্নতাই নয়, ফিটনেস এবং সুস্থতাকেও একইভাবে গুরুত্ব দিতে হবে। তবেই স্বচ্ছ এবং সুস্থ ভারত গড়ে উঠবে। মোদি ও অঙ্কিতের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়। আর তারপর থেকেই নতুন করে চর্চা শুরু হয়েছে জনপ্রিয় ইউটিউবারকে নিয়ে।