নিয়ম অনুযায়ী ভোটের আগে কমিশনের কাছে সম্পত্তির খতিয়ান জমা করেছে প্রার্থীরা। আর সেখানেই দেখা যাচ্ছে, এমনও এক প্রার্থী রয়েছেন যার সম্পত্তির বহর শুনে লজ্জা পাচ্ছেন দেশের তাবড় ব্যবসায়ীরা। কার কথা বলছি? আসুন শুনে নেওয়া যাক।
শিয়রে নির্বাচন। প্রচারে ব্যস্ত নেতা থেকে শুরু করে দলের সমর্থকরদের সকলেই। আর এই আবহে সামনে আসছে প্রার্থীদের খুঁটিনাটি। কার পড়াশোনা কতদূর, কিংবা কার সম্পত্তি কতটা, সবই জানতে পারেন ভোটাররা। এর মধ্যে এমন কিছু প্রার্থী বরাবর থাকেন, যাঁদের সম্পত্তির বহর দেখলে দেশের নামকরা শিল্পপতিরাও লজ্জা পেতে পারেন। আসন্ন নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি।
এমনিতে মনোনয়ন জমা দেওয়ার সময় একেকজন নেতানেত্রীর সম্পত্তির হিসেব চোখ ধাঁধিয়ে দেয়। একাধিক বাড়ি গাড়ি, সোনা গয়না, নগদ টাকা, সবকিছুই উঠে আসে সে হিসেবে। বিশেষ করে মন্ত্রিত্ব পাওয়ার পর এমনিতেও আয় বাড়ে। এমনই এক জনপ্রিয় ধনী নেতা নকুল নাথ। জানা গিয়েছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭১৭ কোটি টাকা। স্রেফ সম্পত্তির জোরে নয়। রাজনীতির ময়দানে নকুলের পরিচিতি তাঁর বাবার কমল নাথের সূত্রে। মধ্যপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনও দেশের রাজনীতিতে বেশ নামকরা ব্যক্তিত্ব। আসন্ন নির্বাচনে তাঁর ছেলে নকুল কংগ্রেসের হয়ে লড়ছে। তবে তাঁর ভোটের ফল কী হবে তা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই নেটদুনিয়ার। সকলেই নকুলের সম্পত্তির বহর দেখে চমকেছেন। আর আগে ২০১৯ সালের নির্বাচনে ৬৬০ কোটি টাকার সম্পত্তির হিসাব দেখিয়েছিলেন নকুল। মাত্র ৫ বছরে তা প্রায় ১০০ কোটি বেড়েছে। বাবার দেখানো পথেই চিন্দওয়ারা থেকে ভোট লড়াইয়ে নামছেন নকুল। ওয়াকিবহল মহলের মতে, মধ্য প্রদেশের এই অংশ বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি। তাই আসন্ন নির্বাচনেও ফল হাতের পক্ষেই যেতে পারে।
এদিকে নকুলের পরেই ধনী প্রার্থী হিসেবে চর্চায় রয়েছে তামিল নাড়ুর প্রার্থী অশোক কুমারের নাম। তাঁর মোট সম্পত্তি ৬৬২ কোটি টাকা। যার মধ্যে স্রেফ সোনা রয়েছে ১০ কেজির বেশি। এরপরই রয়েছেন বিজেপি প্রার্থী দেবানথন যাদব। ৩০৪ কোটির সম্পত্তি নিয়ে তিনি ধনীদের তালিকায় তৃতীয় স্থানে। আসন্ন নির্বাচনে প্রথম দফাতেই এঁরা লড়াইয়ে নামছেন। তাই এই মুহূর্তে রীতিমতো চর্চায় রয়েছেন এই নেতারা। তার মধ্যে নকুল নাথের সম্পত্তির চর্চা চলছে সবথেকে বেশি। কারণ পরিমাণের দিক দিয়েও তা যেমন সকলকে ছাপিয়েছে, তেমনই নকুলের সঙ্গেই চর্চায় ফিরছেন বাবা কমল নাথ। সবমিলিয়ে ভোটের আগে দেশের অন্যতম প্রধান চর্চার বিষয় হয়ে উঠেছে এই নেতাদের বিপুল সম্পত্তির বহর।