কাশ্মীর ইস্যুতে ভারতকে খোঁচা দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান। পালটা প্রতিবেশী দেশকেই একহাত নিয়েছে নয়াদিল্লি। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাক প্রধানমন্ত্রীর কটূক্তির যোগ্য জবাব দিয়েছেন ভারতের মহিলা প্রতিনিধি। জানেন তাঁর পরিচয়? আসুন শুনে নেওয়া যাক।
প্রতিবেশী দেশ। অথচ ভারতের সঙ্গে সুসম্পর্ক নেই পাকিস্তানের। বিভিন্ন ইস্যুতে দুই দেশের বাকযুদ্ধ লেগেই থাকে। বিশেষ করে আন্তর্জাতিক মঞ্চে বরাবরই ভারতকে খোঁচা দেওয়ার চেষ্টা চালায় পাকিস্তান। পালটা কড়া জবাব মেলে ভারতের তরফেও। সম্প্রতি এমনটাই ঘটেছে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কটূক্তির পলাটা জবাব দিয়ে চর্চায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ভাবিকা মঙ্গলনন্দন।
আরও শুনুন:
ইনজেকশন দিতেই মৃত্যু সাত বছরের খুদের, চিকিৎসকের ভুলেই সর্বনাশ?
পড়াশোনা করেছেন দিল্লি আইআইটি থেকে। স্নাতকের পর ইঞ্জিনয়র হিসেবে বেশ কিছু নামকরা বেসরকারি সংস্থায় কাজও করেছেন। ২০১৫ ব্যাচের আইএফএস অফিসার ভাবিকা। বর্তমানে জাতিসঙ্ঘে ভারতের প্রথম কমিটিতে রয়েছেন। মূলত অস্ত্রবিরোধিতা ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কাজ করেন। সেইসঙ্গে সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তার প্রথম সচিব পদে রয়েছেন। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি হিসেবে এর আগেও নজর কেড়েছেন ভাবিকা। তবে সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে তিনি যেভাবে গর্জে উঠেছেন তার তারিফ করেছেন সকলেই। পাকিস্তানের কাশ্মীর খোঁচার বিরুদ্ধে বলতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে এনেছেন ভারতীয় কূটনীতিক। একের পর এক অভিযোগের তীর নিক্ষেপ করেছেন পাক প্রধানমন্ত্রীর দিকে। তাতে চুপ করে থাকা ছাড়া উপায় খুঁজে পাননি খোদ পাক প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশকে বর্ণনা করে ভাবিকা জানিয়েছেন, পাকিস্তান এমন এক দেশ যারা বার বার সীমান্ত পেরিয়ে ভারতের উপরে জঙ্গি হামলা চালায়। শুধু তাই নয়, ভাবিকার বক্তব্যে উঠে এসেছে ১৯৭১ সালের কথাও। তাঁর দাবি, ১৯৭১-এ পাকিস্তান যেভাবে সংখ্যালঘুদের নিকেশ করার চেষ্টা করেছিল এখনও তা বন্ধ হয়নি। সে দেশের সংখ্যালঘুরা এখনও অত্যাচারিত, এমনটাই দাবি ভাবিকার।
আরও শুনুন:
সততা নিয়ে প্রশ্ন তুলে ভর্ৎসনা বিচারপতির, ক্ষোভে রেললাইনে শুয়ে পড়লেন পুলিশ আধিকারিক
এর আগে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাক প্রধানমন্ত্রী শরিফ দাবি করেন, ভারত জম্মু ও কাশ্মীরে ‘একতরফা’ ও ‘বেআইনি’ কার্যকলাপ চালায়। উদাহরণ হিসেবে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রসঙ্গ তোলেন। তাঁর দাবি, ওই এলাকায় পারস্পরিক বোঝাপড়া তৈরির জন্য পাকিস্তানের দেওয়া সমস্ত প্রস্তাব উড়িয়ে দিয়েছে ভারত। এই দাবিকেই উড়িয়ে দেন ভাবিকা। শরিফের তোলা পারস্পরিক বোঝাপড়া প্রসঙ্গে ভাবিকা বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে কোনও আলোচনা চলতে পারে না। তাঁর পালটা দাবি, পাকিস্তান বার বার ভারতীয় ভূখণ্ডে জঙ্গি হামলায় মদত দিয়েছে। মনে করিয়ে দেন, ২০০১ সালে সংসদ হামলা থেকে ২০০৮ সালের মুম্বই হামলা পাকিস্তানের মদতে ভারতে হওয়া জঙ্গি হামলার ‘তালিকা দীর্ঘ’। সব শেষে কটাক্ষের সুরে বলেন, গোটা বিশ্ব জানে পাকিস্তান দেশটা আদপে কেমন। আর এই বক্তব্য শুনেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।