বিজেপির হয়ে নির্বাচন লড়বেন। অথচ হিন্দুত্ব বা সঙ্ঘ সম্পর্কে তেমন ধারণা নেই। নিজেই একথা জানিয়েছেন ২৪-র নির্বাচনে বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী। জানেন তাঁর পরিচয়? আসুন শুনে নেওয়া যাক।
মোদি হ্যায় তো মুমকিন হ্যায়! নির্বাচনের আবহে ঘুরেফিরে এই স্লোগান শোনাই যায়। সমর্থকরা তো বটেই, প্রার্থীরাও জোর গলায় একথা প্রচার করে থাকেন। বলার অপেক্ষা রাখে না, নেতা হিসেবে মোদির জনপ্রিয়তা এমনই, এতে বিশেষ আপত্তি তোলেন না সাধারণ মানুষের অনেকেই। তবে স্রেফ মোদিকে রোল মডেল করেই রাজনীতির ময়দানে নেমেছেন, এমন উদাহরণ বিরল।
আরও শুনুন: মাছ, মাংস, মিষ্টি… স্বাদের আহ্লাদও আসর মাতাচ্ছে ভোট-রাজনীতির
কথা বলছি, এম. আবদুল সালাম সম্পর্কে। ২৪-র লোকসভা নির্বাচনে বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী তিনিই। আসন্ন নির্বাচনে কেরলের মালাপ্পুরম থেকে লড়বেন সালাম। তবে ধর্ম পরিচয়ের জন্য নয়, তাঁকে নিয়ে আলোচনার বিশেষ কিছু কারণ রয়েছে। প্রথমেই বলতে হয় তাঁর মোদি-প্রীতির কথা। এমনিতে বিজেপি প্রার্থীদের অধিকাংশই মোদি অন্ত প্রাণ বলা যায়। নিজেদের প্রচারেও সবর্ত্র প্রধানমন্ত্রীর নামেই গুণগান করতে ব্যস্ত থাকেন তাঁরা। কিছুদিন আগে বিরোধী শিবিরের এক নেতা মোদির পরিবার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার পালটা বিজেপির প্রায় সমস্ত নেতাই নিজেকে মোদি পরিবারের অংশ বলে দাবি জানিয়েছিলেন। আবদুল সালামও এর ব্যতিক্রম নন। বরং রাজনীতির ময়দানে তিনি যে স্রেফ মোদির জন্যই রয়েছেন, একথা স্বীকার করতেও তাঁর আপত্তি নেই। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সালাম একথাও হলফ করে বলেন, যে সঙ্ঘ বা হিন্দুত্ব সম্পর্কে তাঁর তেমন ধারণা নেই। এদিকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের অধিকাংশই সঙ্ঘ আদর্শে অনুপ্রাণিত। গেরুয়া শিবিরও সেই আদর্শ মেনেই পরিচালিত। সেখানে সঙ্ঘ সম্পর্কে ধারণা না রেখেও লোকসভায় বিজেপির টিকিট পেয়েছেন সালাম।
আরও শুনুন: দুয়ারে ভোট! দাবি আদায়ে ‘নির্বাচন বয়কট’ ব্রহ্মাস্ত্র জনতার
যদিও কালিকট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি সালাম নিয়মিত মন্দিরে যান। শবরীমালা , গুরুভাউর এর মতো মন্দির যেখানে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ, সেখানেও যান সালাম। সুতরাং হিন্দুত্ব নিয়ে ধারণা না থাকলেও, হিন্দুদের প্রতি তাঁর কোনও বিরূপ মনোভাব নেই একথা বলাই যায়। শুধু তাই নয়, কিছুদিন আগে এই নেতাই মন্তব্য করেছিলেন সব ভারতীয় মুসলিমদেরই পূর্বপুরুষ আসলে হিন্দু। সে সময় এই মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। কারণ আরএসএস-এর তরফেও বহু আগে থেকেই এই ধরনের দাবি করা হয়। সালামের মন্তব্য যেন সেই বিতর্কই নতুন করে উসকে দিয়েছিল। তবে এবারের নির্বাচনে তিনিই বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী। যিনি মোদিকে রোল মডেল করেই রাজনীতির ময়দানে পা রেখেছেন। আগামী নির্বাচনেও মোদিকে সামনে রেখেই ভোটের লড়াইয়ে নেমেছেন।