ভোটপর্ব মিটতেই প্রকাশ্যে এসেছিল এক্সিট পোলের হিসাব। একযোগে প্রায় সব সমীক্ষাতেই দাবি করা হয়েছিল, দিল্লি এবার পদ্মের দখলে যেতে চলেছে। বাস্তবে হলও তাই! ২৭ বছর পর দিল্লিতে গেরুয়া ঝড়। কিন্তু এর আগেও কি এক্সিট পোলের হিসাব মিলেছিল? আসুন শুনে নেওয়া যাক।
কেউ কেউ হেসেই উড়িয়েছিলেন বুথফেরত সমীক্ষার হিসাব। কেউ আবার বলেছিলেন, শেষ হাসি হাসবেন সেই কেজরিওয়াল। এমনকি খোদ কেজরিওয়ালও বলেছিলেন, এজন্মে তাদের হারাতে পারবে না বিজেপি! কিন্তু বাস্তবে হল ঠিক উলটোটা! যেমনটা বলা হয়েছিল বুথফেরত সমীক্ষার হিসাবে, অক্ষরে অক্ষরে তা সত্যি করে দিল্লি দখল করল বিজেপি।
আরও শুনুন:
শাহী স্নানে নয়, মাঘ অষ্টমীতে কুম্ভস্নান মোদির! কী মাহাত্ম্য এই বিশেষ তিথির?
২০২৫ দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজিত আম আদমি পার্টি। হারলেন খোদ অরবিন্দ কেজরিওয়াল। ২৭ বছর বাদে রাজধানীতে গেরুয়া নিশান ওড়াল বিজেপি। বলা ভালো, অবশেষে ভারতের ‘দিল’ জিতলেন নরেন্দ্র মোদি। তবে এমনটা যে হবেই, তা আশা করেননি অনেকেই। তালিকায় আপ নেতা নেত্রীরা যেমন ছিলেন, বিরোধীরাও ছিলেন। মোটের উপর এইভাবে আপকে ধুয়েমুছে সাফ হতে হবে, তা ভাবনার বাইরে ছিল অনেকের। যদিও বুথফেরত সমীক্ষা বলেছিল অন্য কথা। একবাক্যে বিজেপি এগিয়ে রেখেছিল পি-মার্ক, পিপলস পালসের মতো সমীক্ষা। মোটের উপর এই দাবিই ছিল যে, ১০-১২ টির বেশি আসন পাবে না আপ। এদিকে বিজেপির দখলে থাকবে অন্তত ৫০-৬০ টি সিট। বাস্তবে যেন হুবহু মিলে গেল সেই হিসাব। কিন্তু সাম্প্রতিক কিছু নির্বাচনে বুথফেরত সমীক্ষার এমন অভাবনীয় সাফল্য দেখা যায়নি। বিশেষ করে লোকসভা নির্বাচনে বা অন্যান্য কিছু রাজ্যের বিধানসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষার হিসাব প্রায় মেলেনি। কিন্তু দিল্লি ক্ষেত্রেও কি এমনটাই হয়েছে প্রতিবার?
এর আগে বহুবার দিল্লির নির্বাচনে বিজেপি হেরেছে। এর মধ্যে কখনও বুথফেরত সমীক্ষা গেরুয়া শিবিরের পক্ষেই সওয়াল করেছেন, কখনও করেনি, তবে প্রতিক্ষেত্রেই বিজেপি হেরেছে। তবে ২০১৩ সালে দিল্লি নির্বাচনে বুথফেরত সমীক্ষা বেশ মিলেছিল। সেবার আগাম আভাস মিলেছিল দিলি দখল করবে পদ্মশিবির। মোটের উপর ৩৫ টি আসন পাবে বিজেপি। বাস্তবে ৩২ আসনে জয়ী হয় গেরুয়া শিবির। এরপরের নির্বাচনে অর্থাৎ ২০১৫ সাল থেকে হারের মুখ দেখতে শুরু করে বিজেপি। বড় ব্যবধানে জিততে থাকে আপ। আশ্চর্যের বিষয় এই কয়েক বছরে দিল্লি নির্বাচনে বুথফেরত সমীক্ষাও সেই একই কথা বলেছিল। কখনও আপের ক্ষেত্রে যে সংখ্যায় জয়ের কথা এক্সিট পোল জানিয়েছে, বাস্তবে ঠিক সেটাই হয়েছে। বরং বিজেপির খাতায় লেখা আসন সংখ্যা কমেছে। সেই হিসাবে নির্বাচনের ফল যাই হোক, বুথফেরত সমীক্ষার সঙ্গে তা মিলবেই, এমনটা ভেবেছিলেন ওয়াকিবহাল মহলের অনেকেই। অবশেষে দেখা গেল সত্যি হয়েছে সেটাই। দেশের অন্য কোনও নির্বাচনে এক্সিট পোল যতই ব্যর্থ হোক, দিল্লির ক্ষেত্রে কোনও ভুল নেই আগাম আভাসে।