নিজে তিনবার ফেল করেছেন। তাই রাহুলের নিট দুর্নীতি নিয়ে প্রশ্ন করা সাজে না। সম্প্রতি কংগ্রেস নেতাকে এমনই কটাক্ষ করেছেন বিজেপি নেতা। ঠিক কোন পরীক্ষায় ফেল করা নিয়ে রাহুলকে খোঁচা দিলেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
দেশজুড়ে শিরোনামে শিক্ষা দুর্নীতি। একের পর এক কেন্দ্রীয় পরীক্ষা বাতিলে ক্ষুব্ধ পড়ুয়ারা। এই নিয়ে বিরোধীরাও কেন্দ্রকে দুষতে ছাড়ছেন না। তবে পালটা কটাক্ষ ধেয়ে আসছে বিজেপির তরফেও। নিট দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলায় রাহুলকেই একহাত নিয়েছেন বিজেপি নেতা।
আরও শুনুন: মোদি সরকারের আমলে ৬০০ পেরোল রেল দুর্ঘটনা, কংগ্রেস যুগে সংখ্যাটা কত ছিল?
প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হয়েছে নেট পরীক্ষা। কিছুদিন আগে একইভাবে ডাক্তারি প্রবেশিকা নিট পরীক্ষা নিয়েও অভিযোগ উঠেছিল। অবশ্য এ কোনও নতুন ব্যাপার নয়। পরিসংখ্যান বলছে মোদি জমানায় একাধিক বড় পরীক্ষার প্রশ্ন বাতিল হয়েছে। সেই নিয়ে সাময়িক বিতর্ক তৈরি হলেও বড়সর আন্দোলন হয়নি। সম্প্রতি নিট ও নেট পরীক্ষায় দুর্নীতিতে দেশজুড়ে ছড়িয়েছে বিক্ষোভের আঁচ। পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হচ্ছেন। তাঁদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরাও। কেন্দ্রীয় পরীক্ষা নিয়ে চলা এই দুর্নীতিকে ‘জাতীয় সংকট’ বলেও দাবি করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, কেন্দ্র পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। নিট কেলেঙ্কারির জন্য সরাসরি মোদি সরকারকেই দায়ী করেছেন রাহুল। একইসঙ্গে অভিযোগ তুলেছেন পেপার লিক নিয়েও। তাঁর নিশানায় উঠে এসেছে বিজেপি শাসিত একের পর এক রাজ্যের নাম। মধ্যপ্রদেশ এবং গুজরাটকে বিজেপির দুর্নীতির ল্যাবরেটারি বলেও কটাক্ষ করেছেন রাহুল আর এতেই তীব্র আপত্তি জানিয়েছে গেরুয়া শিবির।
আরও শুনুন: বিনামূল্যে সাদা টি-শার্ট উপহার দেবেন রাহুল গান্ধী! কোন শর্তে মিলবে জানেন?
লোকসভা ভোটের আগে দুই দলের নেতাদের মধ্যে রাজনৈতিক তরজা লেগেই ছিল। ভোটের ফলও বিজেপির মনের মতো হয়নি। সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট সরকার গড়েছেন মোদি। এতেই যেন বিরোধীরা নতুন উদ্যম পেয়েছেন। তৃতীয়বার মোদি সরকার কাজ শুরু করতে না করতেই একের পর এক অভিযোগের তির ছুঁড়েছেন বিরোধীরা। এই আবহে নেট ও নিট দুর্নীতি আগুনে ঘি ঢেলেছে। কেন্দ্র অবশ্য দুর্নীতির অভিযোগ একেবারে অস্বীকার করেনি। এই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীও তদন্তের আশ্বাসও দিয়েছেন। তাই রাহুলের তোলা অভিযোগের পালটা জবাব দিয়েছেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা। তাঁর দাবি, রাহুল নিজে পরীক্ষায় তিনবার ফেল করেছেন বলেই শিক্ষা দুর্নীতি নিয়ে অভিযোগ তুলতে পারেন না। আসলে, প্রশ্ন ফাঁসের আঁতুড়ঘর হিসেবে রাহুল যেভাবে গুজরাট আর মধ্যপ্রদেশের দিকে আঙুল তুলেছেন তা মোটেও ভালোভাবে নেননি বিজেপি নেতা। তাঁর দাবি, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আদৌ ভাবিত নন রাহুল, নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই বিজেপির দিকে নিশানা করছেন তিনি। তবে এক্ষেত্রে বিজেপি নেতা যে নিট বা নেট পরীক্ষার কথা বলেননি তা বলাই বাহুল্য। বরং ভোট পরীক্ষায় রাহুলের পাস করতে না পারা নিয়েই কটাক্ষ করেছেন বিজেপি নেতা। তবে একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, শিক্ষা দুর্নীতি নিয়ে কেন্দ্র যথেষ্ট তৎপর। দোষীরা শাস্তি পাবেন বলেও দাবি তুলেছেন বিজেপি নেতা। তবে শিক্ষা দুর্নীতি নিয়ে কেন্দ্র-বিরোধীর তরজা আরও উসকে দিল এই মন্তব্য।