২০০৮ সালের ২৬ নভেম্বর। ভারতের ইতিহাসে এক কালো দিন। এদিন মুম্বইয়ে জঙ্গি হামলা প্রাণ হারিয়েছিলেন কয়েকশো সাধারণ মানুষ। অনেকের মনেই সেই অভিশপ্ত দিনের স্মৃতি এখনও টাটকা। সম্প্রতি সেই হামলা নিয়েই বেফাঁস মন্তব্য করেছেন কেরলের এক লেখিকা। ঠিক কী বলছেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
মুম্বই এসে অভিনেতা হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। কেউ সফল হন, কেউ বা মাঝপথে ছেড়ে যেতে বাধ্য হন। তার জন্য রাগ হতেই পারে। যে কারণে সুযোগ হল না, সেই নিয়ে অভিযোগও থাকতে পারে। কিন্তু স্রেফ অভিনয়ের সুযোগ মেলেনি বলে মুম্বই হামলার ঘটনাকে সমর্থন করা যায় কি? সম্প্রতি এমনটাই করেছেন কেরলের এই লেখিকা।
আরও শুনুন: ফের ২৬/১১ দেখবে ভারত! পাক বধূকে না ফেরালে হামলা, গেম-প্রেম কাণ্ডে হুমকি মুম্বই পুলিশকে
আসলে, কথা আর বন্দুকের গুলি, একবার বেরোলে আর ফেরানোর উপায় নেই। আর সেই কথা যদি সোশাল মিডিয়ায় বলা হয়, তাহলে ফেরানোর প্রশ্নই ওঠে না। সোশাল মিডিয়ার অধিকাংশ বিতর্কের নেপথ্যে দেখা যায়, কারও বিশেষ মন্তব্য রয়েছে। তার মধ্যে কিছু মন্তব্য এমনই বিতর্ক ছড়ায়, যা স্রেফ সোশাল দুনিয়ার গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না। কেরলের লেখিকাও খানিকটা সেই কাজ করেছেন। যে ঘটনা গোটা দেশের মানুষ অত্যন্ত স্পর্শকাতর হিসেবে দেখে, সে ঘটনাকে সমর্থন করেই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। যা রীতিমতো ভাইরালও হয়েছে নেটদুনিয়ায়।
আরও শুনুন: বেসরকারি হলে পরিষেবা ভালো হবে! রেলের পুরনো আমলেও কি এ কথাই ভেবেছিল ভারত?
ঠিক কী বলেছেন লেখিকা?
ভাইরাল ভিডিওতে দুজনকে দেখা গিয়েছে। এক লেখিকা, দুই এক যুবক যিনি লেখিকাকে প্রশ্ন করছেন। অবশ্য ভাইরাল ভিডিও দেখেই বোঝা যায় সেটি সম্পূর্ণ নয়। অর্থাৎ দুজনের কথোপকথনের মাঝের যে অংশটি বিতর্কিত সেই নিয়ে উত্তাল নেটদুনিয়া। সেখানে দেখা যাচ্ছে, ওই যুবক লেখিকার এক কমেন্টের সূত্র ধরে প্রশ্ন করছেন। কমেন্টটিও বিতর্কিতই বটে। যেখানে লেখিকা বলছেন, তিনি মুম্বই জঙ্গি হামলার ঘটনাকে সমর্থন করেন। অর্থাৎ যা ঘটেছে বেশ হয়েছে, এই আচরণেই কমেন্ট করেছেন লেখিকা। ভিডিওতে মহিলার কাছে এমন কমেন্টের কারণ জানতে চেয়েছেন যুবক। তাতেই মহিলার উত্তর, তিনি সত্যিই মুম্বই জঙ্গি হামলার ঘটনায় ব্যথিত নন। কিন্তু কেন? জবাবে তাঁর দাবি, মুম্বই একেবারেই ভালো জায়গা নয়। সেখানকার মানুষজনও মোটেই ভালো নয় বলে দাবি লেখিকার। আসলে, এই ক্ষোভের কারণও ভারি অদ্ভুত। লেখিকার দাবি, সলমন বা শাহরুখের নায়িকা হওয়ার সুযোগ মুম্বই তাঁকে দেয়নি। তাই এই শহরে জঙ্গি হামলা হলেও কার্যত কিছু যায় আসে না লেখিকার। প্রশ্নকর্তাও এই উত্তরে বেশ অবাক হন। ভিডিওতে মহিলাকে খানিক তিরস্কার করেচন যুবক। কিন্তু ভাইরাল ভিডিওটি সেখানেই শেষ হওয়ায় তাঁদের পরবর্তী কথোপকথন জানা যায়নি। কিন্তু তাতে কি! নেটিজেনরা ভিডিওর এইটকু অংশ দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন। মুম্বই হামলার মতো অভিশপ্ত ঘটনাকে নিয়ে এই ধরনের মন্তব্য একেবারেই সমর্থন করেননি কেউ। বরং মুম্বই পুলিশের কাছে এর বিরুদ্ধে পদক্ষেপের দাবিও জানিয়েছেন অনেকে। একইসঙ্গে ওই লেখিকার নামেও কটূক্তি ধেয়ে এসেছে। ২০০৮ সালে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্করের ১০ জঙ্গির হামলায় রক্তাক্ত হয়েছিল মুম্বই। প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৬০ জন। এই ঘটনার প্রসঙ্গ উঠলে এখনও অনেকের চোখ জলে ভেজে। তাই এই ঘটনা নিয়ে লেখিকার এমন ‘মশকরা’ একেবারেই পছন্দ করেননি নেটুদনিয়ার বাসিন্দারা।