স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে, দেশজুড়ে পালিত হচ্ছে ‘অমৃত মহোৎসব’। ইতিমধ্যেই একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। সেখানেই রয়েছে শহিদ স্মরণে এক বিশেষ কর্মসূচির কথাও। ঠিক কী করার কথা ঘোষণা করেছেন কেন্দ্র? আসুন শুনে নিই।
স্বাধীনতার পর কেটেছে ৭৫ বছর। সেই উপলক্ষে শহিদ স্মরণে অভিনব কর্মসূচীর কথা ঘোষণা করেছে কেন্দ্র। জানা গিয়েছে, দেশের জন্য প্রাণ দেওয়া ৭৫০০ শহিদকে জানানো হবে বিশেষ সম্মান। তাঁদের গ্রাম থাকা আনা মাটিতেই সাজবে রাজধানির কর্তব্য পথ।
আরও শুনুন: মুসলিম দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক গড়েছেন মোদিই, প্রশংসায় পঞ্চমুখ শশী থারুর
দেশের জন্য প্রাণ দিয়েছেন এমন অনেকেরই নামই স্মৃতির অতলে তলিয়ে গিয়েছে। তাঁদের স্মরণে এই বিশেষ কর্মসূচীর কথা ভেবেছে কেন্দ্র। স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে সাজানো হচ্ছে দেশের একাধিক রাজ্যের সরকারি ভবনগুলি। প্রতিবারের মতো নতুন করে সেজে উঠছে রাজধানী দিল্লিও। সেখানেই এবার আনা হবে শহিদদের বাড়ির মাটি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দিল্লির কর্তব্য পথে ৭৫০০ শহীদের গ্রাম থেকে আনা মাটি রাখা হবে। আগামী ২৭ থেকে ৩০ আগষ্ট অনুষ্ঠান করে সেই কর্মসূচী পালিত হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদিও। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা শহীদদের বাড়ি ইতিমধ্যেই চিহ্নিত করতে শুরু করেছে বিশেষ কেন্দ্রীয় দল। সেই সব জায়গা থেকে আনা হবে মাটি।
আরও শুনুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে নিয়মিত সঙ্গী, জানেন কে এই মহিলা?
সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই বিশেষ কর্মসূচির কথা শোনা গিয়েছিল খোদ প্রধানমন্ত্রীর মুখেও। তিনি জানিয়েছিলেন, এই দেশের নানা প্রান্তের মাটি সাড়ে ৭ হাজার পাত্রে জড়ো করা হবে। এরপর সেই মাটি মিশিয়ে রোপণ করা হবে গাছের চারা। ওয়ার মেমেরিয়ালের কাছে এ ভাবেই অমৃত ভাটিকা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মোদি। শহিদদের প্রতি এই সম্মান গোটা দেশের কাছে নিদর্শন হয়ে থাকবে বলেই মনে করছে কেন্দ্র।