রামলালা নয়, তাঁবুতে পুতুল সাজিয়েছিল বিজেপি! রাম মন্দির উদ্বোধনের আবহে এমনই মন্তব্য করে বিতর্ক উসকে দিলেন কংগ্রেস নেতা তথা কর্নাটকের মন্ত্রী। ঠিক কোন প্রসঙ্গে এমন মন্তব্য করলেন তিনি? আসুন শুনে নিই।
অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা ঘিরে সাজো সাজো রব গোটা দেশে। এই আবহে রামলালাকে ‘পুতুল’ বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা তথা কর্নাটকের মন্ত্রী কে এন রাজন্না। মন্দির উদ্বোধনে কংগ্রেস নেতৃত্বের না থাকা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেস নেতার মন্তব্যে সেই বিতর্ক নতুন করে উসকে উঠেছে।
আরও শুনুন: বাবরি ধ্বংস উচিত কাজ হয়নি! শেষবেলায় পুরনো বিতর্ক উসকে দিলেন কর্নাটকের ধর্মগুরু
দীর্ঘ আন্দোলনের পর মিলেছিল বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির অনুমতি। সেই মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে দেশবাসী। ইতিমধ্যেই অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে রাম মন্দির প্রতিষ্ঠার উদযাপন। আগামী ২২ তারিখ মূল অনুষ্ঠান। সেদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবেন রামলালা। এই নিয়ে গেরুয়া শিবির যতই উচ্ছ্বাস করুক, বিরোধীদের তরফে তেমন সমর্থন মেলেনি। বরং কংগ্রেস নেতৃত্ব সরাসরি অনুষ্ঠানে না যাওয়ার কথাই ঘোষণা করেছেন। কারণ হিসেবে কেউ ধরেছেন শঙ্করাচার্যের শাস্ত্রবিরুদ্ধ মন্দিরের যক্তি। কেউ বা অন্যকিছু। তবে স্রেফ মন্দির নয়, কংগ্রেস নেতার কটাক্ষের থেকে রেহাই পেলেন না খোদ রামলালাও। অযোধ্যার মন্দির চত্বরে থাকা রামের পুরনো মূর্তিটিকে পুতুল বলে দাবি করেছেন কংগ্রেস নেতা তথা কর্নাটকের মন্ত্রী কে এন রাজন্না। তাঁর কথায়, বাবরি মসজিদ উধাও হওয়ার পর, ওই চত্বরে তাঁবু খাটিয়ে দুটি পুতুল রাখা ছিল। কংগ্রেস নেতার কথায়, ওই পুতুলকেই রাম বলে দাবি করত বিজেপি। আর এখন রাম মন্দির তৈরিও হচ্ছে স্রেফ ভোটব্যাঙ্ক ভরানোর জন্য। শুধু তাই নয়, নেতার আরও দাবি, অন্যান্য রাম মন্দিরে গিয়ে যে অনুভূতি হয়, তার কিছু অযোধ্যায় হয় না। যদিও তাঁর এই মন্তব্যকে পাত্তা দিতে নারাজ কংগ্রেসের শীর্যনেতৃত্বই। এদিকে হিন্দু পরিষদের তরফে কর্নাটকের মন্ত্রীর এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। হতাশা থেকেই এমন কথা বলেছেন রাজন্না, দাবি হিন্দু পরিষদের নেতাদের।
আরও শুনুন: পাঁচ পুরুষ ধরে হিন্দু মন্দিরে ফুলের জোগান, রামলালাকেও ফুল পাঠাবেন অযোধ্যার মহম্মদ
কিন্তু যে মূর্তিকে ঘিরে এই বিতর্ক, মন্দির প্রতিষ্ঠা হলে সেই পুরনো মূর্তির কী হবে?
জানা গিয়েছে, নতুন মূর্তি প্রতিষ্ঠা হলে পুরনো মূর্তিটিকে নিয়ে দেশের বিভিন্ন পবিত্র তীর্থস্থানে যাওয়া হবে। পরিক্রমা শেষ হলে, পুনরায় অযোধ্যায় ফিরিয়ে আনা হবে এই মূর্তি। রাখা হবে নতুন মন্দিরের গর্ভগৃহেই। একেবারে সামনে নয়, রামলালার নতুন মূর্তিটির পাশে রাখা থাকবে পুরনো মূর্তি। এতদিন ছোট একটি মন্দিরে রাখা থাকত রামের ওই পুরনো মূর্তি। সকলের কাছে ‘উৎসবমূর্তি’ হিসেবে পরিচিত ছিল ওই বিগ্রহ। রামলালার নতুন মূর্তিটি ‘অচলমূর্তি’ হিসেবে পরিচিত হবে। সব ঠিক থাকলে আগামী ২২ তারিখ মাহেন্দ্রক্ষণ। ওই দিনেই রাম মন্দিরের গর্ভগৃহে স্থায়ীভাবে অচলমূর্তির প্রতিষ্ঠা হবে।