ইভিএম-এ ভোটগণনায় ছলচাতুরি করার সুযোগ বেশি। এই অভিযোগ তুলেই ব্যালট ফেরানোর দাবি আইনজীবীর। আর এবার সেই দাবিতেই ভোট ময়দানে নেমে পড়লেন তিনি। শুনে নেওয়া যাক।
ভোট আর ছাপ্পা, এই দুই শব্দ যেন গায়ে গায়ে লেগে থাকে। ভুয়ো ভোট দিয়ে ফলাফল প্রভাবিত করার অভিযোগও ওঠে বারবার। উলটো দিকে নির্বাচন পদ্ধতি স্বচ্ছ করার জন্য একের পর এক ব্যবস্থাও নেওয়া হয়। কিন্তু তারপরেও অন্ধকার কাটে না। আরেকটা লোকসভা নির্বাচনের সামনে দাঁড়িয়েও সেই অন্ধকার হাতড়েই ফিরছে দেশ। খুঁজছে অস্বচ্ছতার আঁধার মুছে সুষ্ঠু নির্বাচনের পথ। আর সেই পরিস্থিতিতেই, ইভিএম নয়, ব্যালট ফেরানোর দাবি তুলে ভোটযুদ্ধে নামলেন এক আইনজীবী।
আরও শুনুন:
লোকসভায় কোটিপতি প্রার্থীদের সঙ্গে পাল্লা দিচ্ছেন ৩২০ টাকা নিয়ে, কে এই ব্যক্তি?
ইভিএম-কে যতই স্বচ্ছ ভোটের উপায় বলে দাবি করা হোক না কেন, তা নিয়ে বহুদিন আগে থেকেই সংশয় প্রকাশ করে আসছে বিরোধী দলগুলি। ইভিএম জাল করা যায় কি না, তা নিয়েও মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ইস্যুতেই, ইভিএম এবং ভিভিপ্যাটের ভোটার স্লিপ মিলিয়ে দেখার দাবি তুলে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন আইনজীবী অরুণকুমার আগরওয়াল। ভিভিপ্যাটের তথ্য ও ইভিএমে পড়া ভোটের মধ্যে পার্থক্যের বিস্তর অভিযোগ ওঠে বলেই যাবতীয় ভিভিপ্যাট স্লিপ গণনার দাবি তুলেছিলেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আইনি বিতর্ক, নিয়মের দীর্ঘসূত্রিতা, এসব নিয়ে দেরি করতে নারাজ আরেক আইনজীবী মুহমুদ প্রাচা। সুপ্রিম কোর্টেরই আইনজীবী তিনি। অরুণ কুমার আগরওয়াল যে ভিভিপ্যাট স্লিপ গণনার কথা বলেছেন, তাতেও তিনি পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। বরং সরাসরি ব্যালট পেপারেই ভোট হোক, এই দাবিতেই সরব এই আইনজীবী। তাঁর বক্তব্য, আইনের ৫৯ ও ৬১এ শীর্ষক ধারায় পেপার ব্যালটে ভোট হওয়ার কথাই বলা রয়েছে। তাহলে পালন করা হোক সেই নিয়মই। তবে মামলার পথে কবে সুরাহা হবে, সে আশা না রেখে সোজা ভোটের ময়দানেই নেমে পড়েছেন তিনি। রামপুর থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন এই আইনজীবী।
আরও শুনুন:
ভোটের বাজার হাজারও দুর্নীতির অভিযোগে সরগরম, আদৌ কি তাতে প্রভাবিত হন ভোটাররা?
যোগীরাজ্যের এই এলাকার মুসলিম ভোটারদের একটা বড় অংশই জানাচ্ছেন, তাঁদের ভোট সঠিক জায়গায় পৌঁছচ্ছে কি না, তা নিয়ে তাঁরা নিশ্চিত নন। বরং তাঁদের মতামত চেপে দেওয়া হচ্ছে বলেই সন্দেহ প্রকাশ করেন তাঁরা। আর সেই সন্দেহকে বড় মঞ্চে তুলে ধরার জন্যেই ভোটে লড়তে চলেছেন আইনজীবী মেহমুদ।