ফের বিতর্ক উসকে উঠল দেবী কালীকে নিয়ে। মা কালী আসলে উঠে এসেছেন আন্ডারওয়ার্ল্ড, অর্থাৎ অপরাধ দুনিয়া থেকে, সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি এক ব্যক্তির। আর সেই কথা শুনেই চটে লাল নেটিজেনদের একাংশ। ঠিক কী বলেছেন ওই ব্যক্তি? আসুন, শুনে নেওয়া যাক।
হিন্দুদের উপাস্য দেবী কালীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়লেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তির মন্তব্যের জেরে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। কানাডার বাসিন্দা ওই ব্যক্তিকে পুরো বিষয়টি বোঝানোরও চেষ্টা করেছেন কেউ কেউ। তবে সব মিলিয়ে দেবী কালীকে নিয়ে এহেন মন্তব্য ভালভাবে নেননি কেউই।
আরও শুনুন: এবার বেদ পড়ার সুযোগ পাবেন মুসলিমরাও, নয়া প্রকল্প সংঘের
কী ঘটেছে ঠিক?
জানা গিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেবী কালী-র ছবি সহ একটি পোস্ট করেছিলেন কানাডার এক ব্যক্তি। পেশায় মনস্তত্ত্ববিদ ওই ব্যক্তির নাম জর্ডন পিটারসন। তিনি লিখেছিলেন, “একেবারে নির্ভেজাল আত্মপ্রেমের প্রকাশ। আমার মনে হয় এই ক্ষুধার্ত দেবী আসলে অন্ধকার দুনিয়া থেকেই উঠে এসেছেন।” অনেকের মত, কিছুদিন আগে স্থানীয় কলেজে একজন কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতিকে নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল। কালী যেহেতু কৃষ্ণাঙ্গ, তাই তাঁর ছবি দিয়ে আসলে ওই মহিলাকে পরোক্ষে কটাক্ষ করেছেন এই ব্যক্তি, এমনটাও ধারণা করেছেন কেউ কেউ। কিন্তু নেপথ্যে যে কারণই থাক, দেবী কালীকে নিয়ে এমন মন্তব্য দেখে বেজায় চটে গিয়েছেন ভারতীয়রা। এমনিতেই এক দেশের সংস্কৃতি অন্য কোনও দেশের মানুষের পক্ষে সবসময় ঠিক বুঝে ওঠা সম্ভব হয় না। আর তার জেরে বেফাঁস মন্তব্য করে বসেন অনেকেই। সে কথা মাথায় রেখে কেউ কেউ ওই ব্যক্তিকে কালীর প্রকৃত তাৎপর্য বোঝাতে চেয়েছেন। তাঁদের মতে, আসলে ‘কাল’ শব্দ থেকেই কালীর উৎপত্তি। কাল বা সময় সবকিছুকেই গিলে খায়। আর কালীর আগ্রাসী রূপ আসলে সেই ক্ষুধারই প্রকাশ। এর সঙ্গে অন্ধকার দুনিয়ার কোনও যোগ নেই। বরং কালীকে চূড়ান্ত মহাজাগতিক শক্তির প্রকাশ বলেই দাবি করেছেন তাঁরা।
আরও শুনুন: পুরুষের সঙ্গে থাকা মানেই যৌনতায় সম্মতি নয়, যৌন হেনস্তার প্রশ্নে বেনজির রায় আদালতের
কিছুদিন আগেই কালী প্রসঙ্গে বিতর্ক উসকে উঠেছিল দেশে। একটি তথ্যচিত্রের পোস্টারে কালীর সাজে একজন বহুরূপীকে দেখে ক্ষোভ উগরে দিয়েছিলেন অনেকেই। শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক তরজাও। সেই রেশ মিটতে না মিটতেই ফের কালী ইস্যুতে উসকে উঠল নয়া বিতর্ক।
Sheer unadulterated narcissism in action. I care SO MUCH the devouring mother arises from the underworld. pic.twitter.com/nZIMVu6Cp0
— Dr Jordan B Peterson (@jordanbpeterson) March 11, 2023