স্বয়ং ঈশ্বর নাকি তাঁকে নির্দেশ দিয়েছিলেন, বিজেপিতে যোগ দিতে! এমনটাই দাবি করলেন সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাট। কয়েক মাস আগেই তিনি মন্দিরে গিয়ে শপথ করেছিলেন, কোনও অবস্থাতেই কংগ্রেস ছাড়বেন না। হঠাৎ সেই ঈশ্বরের নাম নিয়েই কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
ঈশ্বর চেয়েছেন, তাই তিনি দলবদল করেছেন। সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন গোয়ার বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাট। তাঁর দাবি, দল ছাড়ার সিদ্ধান্ত নিওয়ার আগে মন্দিরে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে ভগবানের কাছে জানতে চান, তিনি কি সঠিক পদক্ষেপ নিচ্ছেন? প্রত্যুত্তরে স্বয়ং ভগবান নাকি তাঁকে বলেন, ভয় না পেয়ে এগিয়ে যেতে। আর ভগবানের কাছ থেকে ‘অনুমতি’ পেয়েই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি, এবার এমনটাই দাবি করলেন এই রাজনৈতিক নেতা।
আরও শুনুন: কিম কার্দাশিয়ানের মতোই মোহময়ী, তরুণী পুলিশকর্মীর হাতে ‘গ্রেপ্তার’ হতে ব্যাকুল অনুরাগীরা
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহারাষ্ট্রের শিবসেনার মতোই গোয়াতেও কংগ্রেসের মধ্যে ভাঙন ধরাতে চাইছে বিজেপি। এই মর্মে কংগ্রেসের বিভিন্ন বিধায়ককে নিজের দলে টানছে তারা। সম্প্রতি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাট সহ গোয়ার ৮ জন কংগ্রেস বিধায়ক পদ্ম শিবিরে যোগ দিয়ে সেই তত্ত্বকেই মান্যতা দিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তাঁর এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হয়। কয়েক মাস আগেই বিভিন্ন ধর্মস্থানে গিয়ে দল না ছাড়ার প্রতিজ্ঞা করেছিলেন কামাট। সেই তিনিই এবার কেন দলবদল করার সিদ্ধান্ত নিলেন, এমন প্রশ্নই উঠছিল রাজনৈতিক মহলে। আর তার জবাবেই এহেন দাবি করে বসেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, তিনি যা করেছেন সবই ঈশ্বরের নির্দেশে করেছেন। আর স্বয়ং ঈশ্বরই নাকি এমন কাজ করার অনুমতি দিয়েছেন তাঁকে, বলে দাবি করলেন কামাট।
আরও শুনুন: টিপু সুলতানের মৃতদেহ থেকেই খুলে নেওয়া হয় বহুমূল্য আংটি! কোহিনূর ছাড়াও কী কী লুঠ করেছিল ব্রিটিশরা?
ইতিমধ্যেই গোয়া বিধানসভার দুই-তৃতীয়াংশ বিধায়ককে নিজেদের দলে টেনে নিয়েছে বিজেপি। গত বিধানসভাতেও একই কায়দায় গোয়ার সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস বিধায়ককে দলে টেনে দলত্যাগ বিরোধী আইন এড়িয়েছিল গেরুয়া শিবির। এবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিধানসভা ভোটের আগেই বিভিন্ন ধর্মস্থানে গিয়ে দল না ছাড়ার শপথ নিয়েছিলেন দিগম্বর কামাট সহ অন্যান্য কংগ্রেস প্রার্থীরা। খোদ রাহুল গান্ধীর উপস্থিতিতেই এহেন শপথ নিয়েছিলেন হাত শিবিরের নেতারা। কিন্তু তা সত্ত্বেও এড়ানো গেল না ভাঙন। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার মধ্যেই বিজেপির সঙ্গে নিজেদের নাম জুড়ে নিলেন দলের এই হেভিওয়েট নেতারা।