নাবালিকার গর্ভপাতের প্রসঙ্গে মনুস্মৃতির উদাহরণ টানলেন খোদ বিচারপতি। বললেন, ১৭ বছর বয়সের আগেও মেয়েদের মা হওয়ার উদাহরণ রয়েছে। আর এই ঘটনা সামনে আসতেই ক্ষোভ উগরে দিলেন বর্ষীয়ান শিল্পী জাভেদ আখতার। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
খোদ আদালতেই এবার উঠে এল মনুস্মৃতির প্রসঙ্গ। তাও এক নাবালিকার গর্ভপাতের মামলায়। ধর্ষণের শিকার ওই নাবালিকার গর্ভপাতের অধিকার চেয়ে মামলা দায়ের হয়েছিল গুজরাট হাই কোর্টে। সেই মামলায় খোদ বিচারপতি কার্যত তিরস্কার করে জানান, অতীতে এর চেয়ে কম বয়সেও মা হয়েছেন অনেক মেয়েই। এমন উদাহরণ পাওয়ার জন্য মামলাকারীকে মনুস্মৃতি পড়ারও উপদেশ দেন তিনি। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন বর্ষীয়ান শিল্পী জাভেদ আখতার। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, জাতীয় মহিলা কমিশনের কাছেও তাঁর প্রশ্ন, এ ব্যাপারে কি কমিশনের কিছুই বলার নেই?
আরও শুনুন: অনেক হয়েছে, আর নয়! ১০২ সন্তানের পর ১২ স্ত্রীকে জন্মনিয়ন্ত্রণের বড়ি খাওয়ালেন ব্যক্তি
কী ঘটেছে ঠিক? তাহলে খুলেই বলা যাক।
নির্যাতিতা মেয়ের গর্ভপাতের অনুমতি চেয়ে গুজরাট হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক অভিভাবক। ওই ব্যক্তির মেয়ে ধর্ষণের শিকার। আর তার ফলেই গর্ভে সন্তান এসেছে তার। বর্তমানে ওই কিশোরীর বয়স ১৬ বছর ১১ মাস। এদিকে নাবালিকার গর্ভে রয়েছে ৭ মাসের ভ্রূণ। নিয়ম অনুযায়ী ভ্রূণের বয়স ২৪ মাসের বেশি হলে গর্ভপাতের জন্য আদালতের বিশেষ অনুমতি প্রয়োজন হয়। সে কারণেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন কিশোরীর মা-বাবা। ওই কিশোরী একে ধর্ষণের শিকার, তার উপরে তার বয়সও কম, এই যুক্তিতে তার গর্ভপাতের অধিকার চেয়েছিলেন তাঁরা। কিন্তু গুজরাট হাই কোর্টের বিচারপতি সমীর দাভে মামলাকারীকে সাফ জানিয়ে দেন, তাঁদের পূর্বনারীরা এইরকম নাবালিকা থাকাকালীনই মা হয়েছেন। মা এবং শিশু দু’জনের স্বাস্থ্য যদি ভাল থাকে, তাহলে গর্ভপাতের অনুমতি না দেওয়ারই ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। আর এই গোটা ঘটনাকেই দুর্ভাগ্যজনক বলে মনে করছেন অনেকে। ধর্ষণের ফলে যে সন্তান আসছে, তাকে আদৌ জন্ম দিতে চান কি না, সে সিদ্ধান্ত মায়ের একার- এমন কথাই বলেছে আইন। সেখানে মনুস্মৃতির প্রসঙ্গ টেনে নাবালিকা মায়ের সন্তান জন্ম দেওয়াকে বৈধ বলা চলে না, এই মর্মেই উসকে উঠেছে বিতর্ক। আর এই প্রসঙ্গেই সরব হয়েছেন জাভেদ আখতার। তিনি লিখেছেন, গুজরাট হাই কোর্টের এক বিচারপতির পর্যবেক্ষণ, মনুস্মৃতি অনুযায়ী মেয়েদের ১৭ বছর বয়সেই মা হওয়া উচিত। জাতীয় মহিলা কমিশনের কি এ নিয়ে কিছু বলবে না?
আরও শুনুন: ‘দ্য কেরালা স্টোরি’ দেখিয়েছিলেন খোদ সাধ্বী প্রজ্ঞা, মুসলিম প্রেমিকের সঙ্গে চম্পট সেই তরুণীর
যদিও জাভেদ আখতারের ওই টুইটের উত্তরে কার্যত দ্বিধাবিভক্ত নেটিজেনরা। তাঁদের একাংশ শিল্পীকে তাঁর ধর্মপরিচয় টেনে কটাক্ষ করতে ছাড়েননি। মুসলিম মেয়েদের নাবালিকা অবস্থায় বিয়ে নিয়েও কেন তিনি কিছু বলছেন না, এই নিয়ে অনেকের ধর্মান্ধ মন্তব্যও শোনা গিয়েছে। তবে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে জাভেদ আখতারের সুরেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের অনেকে।
A judge in Gujarat high court has given wisdom n knowledge to a below 17 years rape victim that according to Manu smrit it is right that a girl should become a mother by 17 . I wonder if National commision of women has any thing to say about it .
— Javed Akhtar (@Javedakhtarjadu) June 9, 2023