উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে মৃত্যুর হুমকি! তদন্তে নেমে তো হতবাক পুলিশ। নেপথ্যে লুকিয়ে আছে এক প্রেমের কাহিনি। কী সেটা? শুনেই নেওয়া যাক।
খোদ মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি। প্রত্যাশিত ভাবেই, তড়িঘড়ি তদন্তে নেমেছিল পুলিশ। আর সেই সূত্রেই যা উঠে এল, তাতে একরকম হতবাক গোটা পুলিশ বিভাগ। মুখ্যমন্ত্রীর উপর রাগ নয়, বরং প্রেমিকের বাবার উপর বিরক্ত হয়েই এমন কাণ্ড ঘটিয়েছে এক যুবক।
আরও শুনুন: হিজাব পরার অধিকার চেয়ে ছাড়তে চেয়েছিলেন পড়াশোনা, দ্বাদশের পরীক্ষায় প্রথম সেই ছাত্রী
ঘটনা উত্তরপ্রদেশের। আচমকাই পুলিশের কাছে একটা খুনের হুমকি আসে। সাফ জানানো হয়, খুব তাড়াতাড়ি যোগী আদিত্যনাথকে মেরে ফেলে হবে। হুমকি পাওয়া মাত্র তৎপর হয়ে ওঠে পুলিশ বিভাগ। খোদ এডিজি-কে জানানো বিষয়টি। বিন্দুমাত্র সময় নষ্ট না করে শুরু হয় তদন্ত। যে ফোন নম্বর থেকে এই হুমকি এসেছিল, তার উৎস সন্ধান করে পুলিশ। ট্র্যাক করে জানা যায়, ফোনটি সাজ্জাদ হুসেইন নামে এক ব্যক্তির। সঙ্গে সঙ্গে সাজ্জাদের ডেরায় হানা দেয় উত্তরপ্রদেশ পুলিশ। সব শুনে তো সাজ্জাদ থ! হুমকির বিন্দুবিসর্গ তিনি জানেন না। আর ফোন! ফোন কোথায়! সে তো চুরি হয়ে গিয়েছে দিন দুয়েক আগে! অর্থাৎ ঘটনার শিকড় যে আরও গভীরে, তা বুঝে নিতে অসুবিধা হয় না পুলিশের।
আরও শুনুন: সাংসদকে মশার কামড়! মাঝপথে ট্রেন থামিয়ে চলল সাফাই অভিযান
তদন্ত যত এগোয়, ততই পুলিশের অবাক হওয়ার পালা। সাজ্জাদের সম্পর্কে প্রতিবেশীদের থেকে খোঁজখবর নেওয়া শুরু করে পুলিশ। আর তাতেই উঠে আসে সত্যিটা। জানা যায়, কাণ্ডটি ঘটিয়েছে আমিন নামে বছর আঠেরোর এক যুবক। সাজ্জাদের মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। কিন্তু সে সম্পর্কে একেবারেই নারাজ ছিলেন সাজ্জাদ। আর তাই প্রেমকার বাবার উপর যারপরনাই খাপ্পা ছিলেন ওই যুবক। প্রেমিকার বাবাকে বিপাকে ফেলতে সে-ই মূলত ফন্দি আঁটে। চুরি করে প্রেমিকার বাবার ফোন। তারপর সেই ফোন থেকে মৃত্যুর হুমকি দেয় খোদ উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করতে আর দেরি করেনি পুলিশ। আর এ ঘটনা প্রকাশ্যে আসায় অবাকই হয়েছেন সকলে। প্রেমিকার বাবার উপর বিরক্ত হয়ে কেউ যে এমন কাণ্ড ঘটাতে পারে, তা বোধহয়য় ভাবনারও অতীত।