ইরানি বালিকার হাতের বাজনায় ভারতের জাতীয় সঙ্গীতের সুর। আবেগে ভাসছেন ভারতের মানুষ।
পরনে একটা হলুদ কুর্তা। মাথায় রংচঙে স্কার্ফ। মুখে অদ্ভুত মায়াবী সারল্য। হাত দুটো বাজিয়ে চলেছে একটা সন্তুর। আর তার সুরেই ভেসে গিয়েছে নেট দুনিয়া। বিশেষ করে ভারতের মানুষ। কারণ সন্তুরে যে সুরটা বাজছে, তা আমাদের খুব চেনা। বাজছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের জাতীয় সংগীতের সুর। ‘জনগণ-মন-অধিনায়ক জয় হে’। হ্যাঁ, ভারতবর্ষ যখন তার ৭৫ তম স্বাধীনতা দিবসটি উদযাপন করার প্রস্তুতি নিচ্ছে, তখনই ইন্টারনেটে ভাইরাল হয়েছে এই ভিডিও। সন্তুরবাদক কিন্তু ভারতীয় নন। ইরানের অধিবাসী এই মেয়ের বয়স মাত্র তেরো বছর। ইরানের ভারতীয় দূতাবাস তাদের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে ভিডিওটি। আর তারপরই এর সুরের জাদুতে আবেগে বিহ্বল ভারতীয়রা।
আরও শুনুন: ব্রিটিশদের তুষ্ট করতেই ‘জনগণমন’ লিখেছিলেন Rabindranath Tagore! সত্যিটা কী?
ইরানের রাজধানী তেহরানে থাকে তারা ঘহ্রেমানি। বয়সে ছোট হলেও সংগীতের দুনিয়ায় সে আদৌ অপরিচিত নয়। কেবল নিজের দেশেই নয়, আন্তর্জাতিক খ্যাতির অধিকারিণী এই মেয়েটি। ২০২০ সালে ‘Global Child Prodigy Awards’-এর সংগীত বিভাগে পুরস্কৃত হয় সে। সে বছরের সেরা ১৫ বিস্ময় প্রতিভার তালিকাতেও তার নাম উঠেছিল। আর এবার জাতীয় সংগীতের সুর ধরে ভারতেও এসে পৌঁছল তার জনপ্রিয়তার ছোঁয়া।
বাকিটা শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।