মোদি জমানায় ভারতের সঙ্গে একাধিক প্রতিবেশী রাষ্ট্রের সুসম্পর্ক গড়ে উঠেছে। বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে, একাধিকবার এই দাবি করেছেন এস জয়শংকর। সেইভাবেই এবার রেলপথেও আন্তর্জাতিক পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অন্য কোন কোন দেশের সঙ্গে রেলপথে জুড়ে যাচ্ছে ভারত, ভারতীয় রেলের তরফে ইতিমধ্যেই সেই ঘোষণা করা হয়েছে। আসুন শুনে নিই।
প্লেন নয়, এবার ট্রেনে চড়েও নাকি বিদেশের মাটিতে পা রাখার সুযোগ মিলবে। সম্প্রতি এমনই ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী জয়শংকর। জানা গিয়েছে, এবার ভারতের সঙ্গে রেলপথে যুক্ত হতে চলেছে ভুটান। আগামী কয়েক বছরের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হবে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।
আরও শুনুন: ‘পাকা বাড়ি করে দেওয়ার জন্য ধন্যবাদ’, বৃদ্ধার লেখা চিঠি ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী মোদি
ক্ষমতায় আসার পর থেকেই, বিদেশনীতিকে প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে দেখিয়েছে বিজেপি সরকার। বিশেষত প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং সেখানে রাষ্ট্রনায়কদের প্রশংসা নিয়ে বারবার বিরোধীদের কটাক্ষ করেছেন জয়শংকর। এবার সেই আন্তর্জাতিক সম্পর্ককেই আরও মজবুত করার পথে হাঁটছে দেশ। ভারতীয় রেলের তরফেই জানানো হয়েছে, শুধু দেশের মধ্যেই নয়, এবার বিদেশের সঙ্গেও রেল যোগাযোগ স্থাপন করতে চলেছে ভারত। এমনিতে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল যোগাযোগ চলছে কয়েক বছর ধরেই। এবার পড়শি দেশ ভুটানের সঙ্গেও একইভাবে এই পরিষেবা চালানোর সিদ্ধান্ত দেশের। ভারত-ভুটান রেল পরিষেবা চালু হলে এর মাধ্যমে দুই দেশের মানুষই বিশেষ উপকৃত হবে, এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সেইসঙ্গে আরও মজবুত হবে দুই দেশের সম্পর্ক। এছাড়া এই পরিষেবার প্রভাব পর্যটন শিল্পেও পড়বে বলেই মনে করছেন বিদেশমন্ত্রী। তিনি জানিয়েছেন, উত্তর-পূর্বের রাজ্য আসাম থেকে ট্রেনটি ছাড়বে। তারপর ওই পথেই সরাসরি ভুটানে পৌঁছাবে। তাই ভারতীয় পর্যটকেরা অনায়াসে ট্রেনে চড়েই পৌঁছে যেতে পারবেন ভুটানে। বিদেশমন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভুটানও। সেখানকার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত থেকে আসা ট্রেনটি ভুটানের একাধিক প্রদেশের উপর দিয়ে যাবে। যা দুই দেশের পর্যটকদের জন্যই সুবিধার হবে। সাধারণত কোনও দেশে ঘুরতে গেলে নির্দিষ্ট একটা জায়গাতেই আগে পৌঁছাতে হয়। তারপর সেখান থেকে বিভিন্ন ক্ষেত্রে আলাদাভাবে যেতে হয়। তবে ভুটানের ক্ষেত্রে এমনটা হবে না। স্রেফ একটা ট্রেনেই সে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার সুযোগ মিলবে, যা পর্যটকদের জন্য সুবিধার বলেই মনে করছেন সকলে।