রামের অনুগামীদের জন্য এবার সুখবর নিয়ে হাজির ভারতীয় রেল। রামায়ণকে ধরে নতুন টুরিস্ট ট্রেন চালু করতে চলেছে দেশের রেল মন্ত্রক। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ভারত গৌরব প্রকল্পের অন্তর্গত এই সফরের জন্য মিলেছে সবুজ সংকেতও। ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষেই চালু হতে পারে ‘ভারত গৌরব’ নামের এই ট্রেন। ঠিক কী পরিকল্পনা রয়েছে এক্ষেত্রে? আসুন, শুনে নেওয়া যাক।
রাম-সীতা-লক্ষ্মণ যে পথ ধরে বনবাসে গিয়েছিলেন, রামায়ণে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন মহাকবি বাল্মীকি। শুধু তাই নয়, পুষ্পক রথে চড়ে বনবাস থেকে অযোধ্যায় ফিরে আসার সময়েও সীতার কাছে যাত্রাপথের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছিলেন রামচন্দ্র, এমনটাই জানিয়েছে কবির কলম। সেই যাত্রাপথের বিবরণের উপরে নির্ভর করেই এবার নয়া পরিকল্পনা নিল ভারতীয় রেল। যেসব স্থানের সঙ্গে রামের অনুষঙ্গ জড়িত রয়েছে বলে মনে করা হয়, সেইসব স্থানকে জুড়েই একটি রুট ম্যাপ বানিয়ে ফেলেছে দেশের রেল মন্ত্রক। আর সেই পথ অনুযায়ীই চলবে ভারতীয় রেলের নয়া টুরিস্ট ট্রেন ‘ভারত গৌরব’। আসলে কেন্দ্রীয় সরকারের ভারত গৌরব প্রকল্পেরই অন্তর্গত এই সফর। ১০ বগির এই থিম নির্ভর ট্রেনে তুলে ধরা হবে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন নিদর্শন। এমনকি চলন্ত ট্রেনেই থাকবে যোগাভ্যাসের সুবিধাও।
দেশের আটটি রাজ্যের বিভিন্ন স্থান জায়গা পেয়েছে এই ট্রেনের যাত্রাপথে। এই রাজ্যগুলি হল- উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। জানা গিয়েছে, অযোধ্যা, বক্সার, জনকপুর, সীতামাঢ়ি, কাশী, প্রয়াগ, চিত্রকূট, নাসিক, হাম্পি, রামেশ্বরম, কাঞ্চিপুরম এবং ভদ্রাচলম- সমগ্র যাত্রায় এই ১২টি মূল শহরকে ছুঁয়ে যাবে ট্রেনটি। আর কেবল ভারতই নয়, পড়শি দেশ নেপালেরও একাধিক জায়গাকে এই রুট ম্যাপে ঠাঁই দিয়েছে রেল মন্ত্রক। ধনুশা পাহাড়, বাওয়ানবিঘা ক্ষেত্র, মা জানকী জন্মাষ্টমী মন্দির, শ্রীরাম বিবাহস্থল- নেপালে এমন বেশ কয়েকটি স্থান রয়েছে, যার সঙ্গে রামের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। সেই স্থানগুলিতেও দর্শনার্থীদের নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ‘ভারত গৌরব’। ১৮ দিনের যাত্রায় মোট ৮০০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ভাবনা রয়েছে এই ট্রেনটির।
সেইজন্যই, এই ট্রেনের যাত্রা শুরু করার আগে নেপাল সরকারের সম্মতির প্রয়োজন ছিল। কারণ ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেসের মতো ‘ভারত গৌরব’-ও চলবে দুই দেশের মধ্যে। ভারত এবং নেপাল, এই দুই দেশের মধ্যেই চলবে এই নয়া ট্রেন। জানা গিয়েছে, সম্প্রতি এই প্রকল্পের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে প্রতিবেশী দেশ নেপাল। ফলে মনে করা হচ্ছে, প্রস্তাবিত সময় মোতাবেক, চলতি মাসের ২১ তারিখেই নয়া দিল্লির সফদরজং স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই নতুন ট্রেনটি। অতীতেও রামায়ণ বর্ণিত তীর্থস্থান ভ্রমণ করাতে উদ্যোগী হয়েছে রেল। কিন্তু এই প্রথম বার সেই যাত্রা হতে চলেছে দেশের সীমান্ত পার করে। ‘ভারত গৌরব’-ই দেশের প্রথম টুরিস্ট ট্রেন, যা আন্তর্জাতিক সীমানা পেরোবে। স্বভাবতই, এই প্রকল্প নিয়ে উত্তেজনা রয়েছে সব মহলেই। পড়শি দেশের সঙ্গে সুসম্পর্ক বাড়াতেও সাহায্য করবে এই ট্রেন, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।